|
|
|
|
কংগ্রেসের পোস্টারে তৃণমূল নেতা, জোটবার্তা উত্তরাখণ্ডে |
শঙ্খদীপ দাস • গৌচর |
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য তৃণমূল কংগ্রেস যতই কেন্দ্রীয় সরকার ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুষ্ঠু শরিকি সম্পর্ক বজায় রাখার ইঙ্গিতই দিল কংগ্রেস, এবং একেবারে এক অপ্রত্যাশিত মঞ্চে।
গত কালই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ফের পেট্রো পণ্যের দাম বাড়লে কেন্দ্রের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে ভাববেন। তার পর রাত পোহাতেই আজ উত্তরাখণ্ডের গৌচরে প্রস্তাবিত হৃষীকেশ-কর্ণপ্রয়াগ রেলপথের শিলান্যাস অনুষ্ঠানে তৃণমূলের রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর সঙ্গে উপস্থিত থাকার কথা ছিল সনিয়া গাঁধীর। এর পর সনিয়ার জনসভা ছিল গৌচরে। অসুস্থতার জন্য সনিয়া উত্তরাখণ্ডে আসতে পারেননি, কিন্তু সভাস্থলে কংগ্রেসের পোস্টারে সনিয়ার সঙ্গেই গুরুত্ব দিয়েই স্থান পেয়েছে রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর ছবি। শুধু তাই নয়, গত রেল বাজেটে এই প্রকল্পটি অনুমোদনের জন্য আজকের সভায় প্রাক্তন রেলমন্ত্রী মমতার ঢালাও প্রশংসা করেছেন কংগ্রেসের কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব।
মমতার উদ্দেশে বার্তা দিয়ে আজ সনিয়ার লিখিত বক্তৃতাতেও বলা হয়েছে, মূল্যবৃদ্ধি নিয়ে কংগ্রেসও উদ্বিগ্ন। আন্তর্জাতিক আর্থিক সঙ্কটের কারণে সরকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে ঠিকই, কিন্তু মানুষকে সুরাহা দেওয়ার দায়িত্বও সরকারেরই। সরকার সেটা বিলক্ষণ জানে।
পরে এ বিষয়ে প্রশ্ন করা হলে উত্তরাখণ্ডের কংগ্রেস নেতা তথা সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী হরিশ রাওয়াত বলেন, “মমতা কংগ্রেস পরিবারেরই সদস্য ছিলেন। পৃথক দল গড়েছেন ঠিকই, কিন্তু এখনও আমরা তাঁকে কংগ্রেস ঘরানার বলেই মানি। তা ছাড়া তৃণমূলের সঙ্গে জোট রয়েছে কংগ্রেসের। উত্তরাখণ্ডে যে রেল প্রকল্পের শিলান্যাস হয়েছে, তা রাজ্যের মানুষের জন্য কেন্দ্রের ইউপিএ সরকারের উপহার। তৃণমূল যখন ইউপিএ-তে রয়েছে, তখন তৃণমূল নেতা তথা রেলমন্ত্রীর পোস্টার
থাকা অস্বাভাবিক নয়। কংগ্রেস এই জোট সম্পর্ককে আরও মজবুত
করতে আগ্রহী।” |
|
|
|
|
|