আবার মহাকরণের সামনে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। বুধবার বেলা ৩টে নাগাদ মহাকরণের এক নম্বর গেটের সামনে ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বছর চল্লিশের ওই মহিলার নাম চন্দ্রা ভগত। পুলিশকর্মীরা ধরে ফেলার পরে ওই মহিলা তাঁদের জানান, তিনি কিছুটা ইঁদুর মারার বিষ খেয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে হাসপাতাল সূত্রে জানা যায়, চন্দ্রাদেবী বিপন্মুক্ত।
পুলিশ জানিয়েছে, চন্দ্রাদেবী এন্টালি থানা এলাকার নফর কোলে রোডের বাসিন্দা। তাঁর অভিযোগ, কালিদাস বসু নামে এক তৃণমূল নেতা তাঁকে জোর করে বাড়ি থেকে বার করে দিয়ে তাঁর ঘরে তালা লাগিয়ে দিয়েছেন। এর প্রতিবাদেই তিনি মহাকরণের সামনে আত্মহত্যা করার পরিকল্পনা করেন বলে পুলিশের ধারণা। |
চন্দ্রাদেবী পাড়ায় একঘরে। পাড়ায় তাঁর ভাতের হোটেল ছিল। সেটি জবরদখল হয়ে গিয়েছে। ওই শরিকেরা রাজনৈতিক মদতে চন্দ্রাদেবী এবং তাঁর মেয়েকে পাড়াছাড়া করতে চাইছে।
প্রতিবেশীদের অন্য একটি অংশের দাবি, চন্দ্রাদেবীর বিরুদ্ধে ঘরে বসেই বিভিন্ন অসামাজিক কাজকর্ম চালানোর অভিযোগ ইতিমধ্যেই স্থানীয় এন্টালি থানায় জমা দেওয়া হয়েছে। এর আগেও তিনি দু’-এক বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে পুলিশ জানিয়েছে, অতীতে আত্মহত্যার চেষ্টা করে থাকলেও ওই মহিলার বিরুদ্ধে কোনও অসামাজিক কাজের অভিযোগ নেই। যাঁর বিরুদ্ধে ওই মহিলা অভিযোগ করেছেন, সেই কালিদাসবাবুকে এ দিন এলাকায় পাওয়া যায়নি। ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। |