টুকরো খবর
আবার লাইনে ‘ঝাঁপ’
লাইনে ঝাঁপ ঠেকাতে প্ল্যাটফর্মগুলিতে বিশেষ বিশেষ সময়ে অতিরিক্ত পুলিশি (রেল সুরক্ষা বাহিনী) প্রহরার ব্যবস্থা করেছেন মেট্রো-কর্তৃপক্ষ। প্ল্যাটফর্মে সেই পুলিশকর্মীদের নজর এড়িয়েই ফের মেট্রোয় ‘ঝাঁপ’ দিলেন এক অজ্ঞাতপরিচয় মহিলা। ঘটনাস্থলেই মৃত্যু হল তাঁর। বুধবার বিকেলে সেন্ট্রাল স্টেশনে ওই ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা বিঘ্নিত হয় মেট্রো চলাচল। প্রশ্ন উঠেছে, প্ল্যাটফর্মে পুলিশ থাকা সত্ত্বেও কী ভাবে ওই মহিলা লাইনে ঝাঁপ দিলেন। কর্তৃপক্ষের ব্যাখ্যা, উল্টো দিকে আরও একটি আপ ট্রেন চলে আসায় ঘটনাটি ওই পুলিশকর্মীদের চোখ এড়িয়ে গিয়েছে। মেট্রো সূত্রের খবর, বিকেল ৪টে ৫২ মিনিটে কবি সুভাষগামী একটি ট্রেন সেন্ট্রালে ঢোকার মুখেই লাইনে ঝাঁপ দেন ওই মহিলা। দেহটি ছেঁচড়াতে ছেঁচড়াতে অনেকটা নিয়ে গিয়ে ট্রেনটি থামাতে সক্ষম হন চালক। পরে ট্রেন পিছিয়ে এনে থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধারকাজে নামেন মেট্রোকর্মীরা। ছিন্নভিন্ন দেহটি উদ্ধার করে মর্গে পাঠাতে বেশ কিছুটা সময় লাগে। ফের ট্রেন চলাচল শুরু হয় ৫টা ৫৫ মিনিটে। মৃতার একটি মানিব্যাগ পেয়েছে পুলিশ। তাতে শুধু কিছু খুচরো পয়সা ছিল। মেট্রোর অতিরিক্ত জেনারেল ম্যানেজার ও জনসংযোগ অধিকর্তা প্রত্যুষ ঘোষ বলেন, “বুধবার এই ঘটনার জেরে কিছুক্ষণ দমদম স্টেশন থেকে গিরিশ পার্ক ও ময়দান থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করেছে।”

দক্ষিণ কলকাতায় লড়ছে না বিজেপি
দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে লড়ছে না বিজেপি। ওই সিদ্ধান্তের ‘আনুষ্ঠানিক’ কারণ হিসাবে বলা হচ্ছে, আগামী ৩০ নভেম্বর ওই ভোটের দিন মূল্যবৃদ্ধি-দুর্নীতি-সারের কালোবাজারির প্রতিবাদে ধর্মতলায় বিজেপি-র সভা আছে। সেখানে দলের সর্বভারতীয় সভাপতি নিতিন গডকড়ীর থাকার কথা। তাই ওই দিন তাদের পক্ষে ভোটের কাজে সময় দেওয়া মুশকিল। বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ বুধবার বলেন, “ধর্মতলার কর্মসূচি আগে থেকেই ঠিক ছিল। তার প্রস্তুতিও হয়ে গিয়েছে। আমরা ওই দিন ভোটে লড়ব না।” বিজেপি-রই একাংশের ব্যাখ্যা, ফের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হলে কেন্দ্রীয় সরকার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতে বিজেপি আগামী লোকসভা ভোটের আগে তৃণমূলের সামনে এনডিএ-র দরজা খুলে রাখতে চাইছে।

অর্ডিন্যান্সের প্রতিবাদ বাম ছাত্র-কর্মীদের
বিশ্ববিদ্যালয়ের আইন পরিবর্তন সংক্রান্ত অর্ডিন্যান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন বামপন্থী ছাত্র ও শিক্ষাকর্মীরা। বিশ্ববিদ্যালয় পরিচালনার সঙ্গে ছাত্র ও শিক্ষাকর্মীদের যুক্ত করার দাবিতে বুধবার রানি রাসমণি রোড থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করে এসএফআই। একই দাবিতে এ দিন বেলা ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী সংগঠন পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী যুক্ত সংগ্রাম পরিষদ। সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জন ঘোষ বলেন, “শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের সব স্তরের প্রতিনিধিদের যুক্ত করতে হবে।” যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটা-ও এ দিন অর্ডিন্যান্সের বিরোধিতায় অর্ধদিবস অবস্থান বিক্ষোভ করে। সংগঠনের সম্পাদক পার্থপ্রতিম বিশ্বাস প্রশ্ন তোলেন, “ছাত্র-গবেষকদের বাদ দিয়ে কী করে বিশ্ববিদ্যালয় পরিচালনার কাজ হবে? শিক্ষাকর্মীদেরও রাখতে হবে এর মধ্যে।” ওই অর্ডিন্যান্স পুনর্বিবেচনা করার দাবি তুলেছে জুটা।

বড়বাজারে আগুন
বড়বাজার এলাকায় বুধবার রাতে আগুন লেগে একটি রবারের গুদাম ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের আটটি ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আসেন দমকলমন্ত্রী জাভেদ খান। পুলিশি সূত্রের খবর, এন এস রোডে একটি বাড়ির দোতলার ওই গুদামে রাত সাড়ে ১১টা নাগাদ ধোঁয়া বেরোতে দেখা যায়। ভাড়াটেদের অভিযোগ, বাড়িটি ভাঙার চক্রান্ত করছে প্রোমোটারেরা। মন্ত্রী বলেন, “মনে হচ্ছে, ইচ্ছাকৃত ভাবেই আগুন লাগানো হয়েছে। শর্ট সার্কিটও হয়ে থাকতে পারে। ফরেন্সিক তদন্ত হবে।”

আড়ালে ‘মাওবাদী’
বড়বাজারের বিনানি হলে বুধবার একটি ছাত্র সংগঠন সভা করেছে। মাওবাদীদের সঙ্গে সেই সংগঠনটির সংস্রব রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দারা খবর পেয়েছেন, ওই সংগঠন রাজ্যের বিভিন্ন কলেজের ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। গোয়েন্দা সূত্রের খবর, সংগঠনের সভাপতির সঙ্গে মাওবাদীদের যোগাযোগ রয়েছে। সংগঠনের উপরে নজরদারি শুরু করেছেন গোয়েন্দারা।

দু’টি দেহ উদ্ধার
ভ্যাটের সামনে থেকে মিলল বছর দুয়েকের এক শিশুকন্যার বস্তাবন্দি দেহ। বুধবার, উল্টোডাঙার পুরনো থানার কাছে। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন জানান, শিশুটির গায়ে আঘাতের চিহ্ন নেই। এ দিনই তারাতলায় একটি ব্যাটারি সংস্থার কারখানায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ মেলে। পুলিশ জানায়, মৃতের নাম রঞ্জনকুমার পোড়েল (৪০)।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.