টুকরো খবর
‘খারাপ’ খাবার, ঘেরাও প্রধান শিক্ষক
আদিবাসী পড়ুয়াদের ছাত্রাবাসে দীর্ঘ দিন ধরে পোকা ধরা চালের ভাত রান্না করে দেওয়ার অভিযোগে বুধবার কাঁকসার তেলিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্রাবাসের সুপারিন্টেন্ডেন্টকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। গ্রামবাসীদের পক্ষে সাহেব গঙ্গোপাধ্যায় জানান, বার বার স্কুল কর্তৃপক্ষকে বললেও কাজের কাজ কিছুই হয়নি। প্রতিবাদে এ দিন স্কুলের প্রধান শিক্ষক কালীশঙ্কর সিংহ ও ছাত্রাবাসের সুপারিন্টেন্ডেন্ট রামদাস গড়াইকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। কাঁকসা ব্লক যুব তৃণমূল সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি।” দুর্গাপুরের মহকুমাশাসক আয়েষা রানি এ জানান, কাঁকসার বিডিও এ দিন স্কুলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। তদন্ত করে তিনি রিপোর্ট দেবেন। তা দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক।

যুবকের অপমৃত্যু, ধৃত শ্বশুর-শ্যালক
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মনোজ কর্মকার (৩২)। মৃতের মা বিজলী কর্মকারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতের শ্বশুর ও শ্যালককে গ্রেফতার করেছে বারাবনি থানার পুলিশ। ধৃত নিমাই কর্মকার ও কালিয়া কর্মকার, বারাবনি থানার খয়ারকানালি গ্রামের বাসিন্দা। ওই দু’জনকে তাঁদের বাড়ি থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ। বুধবার দু’জনকেই আসানসোল আদালতে তোলা হয়। বিচারক তাঁদের তিন দিনের পুলিশ হেফাজতে পাঠান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাবনির খয়ারকানালি গ্রামের ধানখেতে একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ মেলে ১৯ অগস্ট। অভিযুক্তরা এত দিন ফেরার থাকায় পুলিশ তাদের ধরতে পারেনি।

পুরসভা এলাকার একাধিক ওয়ার্ডের প্রাথমিক স্কুলগুলিতে জল ও রান্নাঘরের অভাবে মিড-ডে মিল চালু করা যাচ্ছে না। বুধবার পুরসভায় এ বিষয়ে ডাকা একটি বৈঠকে এ কথা জানালেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকারা। পুরসভার মেয়র পারিষদ (শিক্ষা) গোলাম সরবর বলেন, “আমরা শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে সমস্যাটি জানতে পেরেছি। আলোচনা চলছে। দ্রুত সমস্যা মিটবে।” আসানসোলের বিভিন্ন এলাকায় প্রায় ৬৬টি বিদ্যালয়ে এখনও মিড-ডে মিল চালু হয়নি। এই বিষয়ে দিন কয়েক আগে আসানসোলের পুর কমিশনার তথা অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ দত্তের পৌরহিত্যে একটি সভা হয়। তিনি দ্রুত মিড- ডে মিল চালু করার পরামর্শ দেন। বুধবার সে বিষয়ে তড়িঘড়ি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বৈঠক করেন পুরসভার মেয়র পারিষদ (শিক্ষা) গোলাম সরবর। তিনি এ দিন বৈঠকের শেষে জানান, মিড-ডে মিল চালু না হওয়ার মূল কারণ পানীয় জল ও রান্নাঘর। যে সব স্কুলে জলের সংযোগ নেই সেখানে পুরসভার তরফে প্রতিদিন জলের ট্যাঙ্ক পাঠিয়ে রান্নার ব্যবস্থা হবে। রান্নাঘরের সমস্যা মেটানোর জন্য বিএসইউপি প্রকল্পের অধীনে স্কুলে রান্নাঘর তৈরি করার পরিকল্পনা নিয়েছে পুরসভা। গোলাম সরবরের দাবি, আগামী মাসেই এই সমস্যা মিটে যাবে।

জাল প্রসাধন সামগ্রী-সহ ধৃত
জাল প্রসাধন সামগ্রী তৈরির অভিযোগে বুধবার কুলটি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট বিভাগ। উদ্ধার করা হয়েছে বিভিন্ন কোম্পানির লেবেল লাগানো প্রচুর জাল প্রসাধন সামগ্রী ও প্রচুর কাঁচা মাল। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শিবচরণ সাউ। বাড়ি কুলটি থানার দক্ষিণ রানিতলায়। বুধবার সকালে কলকাতার ভবানী ভবনের এনফোর্সমেন্ট বিভাগের ইনস্পেক্টর শিবশঙ্কর নাগার নেতৃত্বে ৫ সদস্যের একটি দল এই অভিযান চালায়। সঙ্গে নেওয়া হয় কুলটি থানার পুলিশকেও। শিবশঙ্করবাবু জানান, বিভিন্ন নামীদামি কোম্পানির কাছ থেকে তাঁরা অভিযোগ পান, দক্ষিণ রানিতলা এলাকার একটি গোপন ডেরায় তাঁদের বিভিন্ন প্রসাধন সামগ্রীর নকল তৈরি হচ্ছে। জাল লেবেল লাগিয়ে শিল্পাঞ্চলের বাজারে তা বিক্রিও করা হচ্ছে। অভিযান চালাতে গিয়ে এনফোর্সমেন্ট বিভাগের অফিসারেরা দেখেন, একটি দোকান রয়েছে ওই ব্যক্তির। দোকানের পিছনে একটি গোপন ডেরায় তৈরি হচ্ছে ওই সব নকল প্রসাধনী সামগ্রী। অফিসাররা জানান, শিল্পাঞ্চলের আরও কয়েকটি জায়গায় নকল প্রসাধন সামগ্রী তৈরি হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

ত্রিস্তর পঞ্চায়েত জেলা সম্মেলন
জাতীয় কংগ্রেসের বর্ধমান ত্রিস্তর পঞ্চায়েত জেলা সম্মেলন হবে ১৬ নভেম্বর। রূপনারায়ণপুর নান্দনিক হলের পাশে কালীমন্দির প্রাঙ্গণে এই সভায় উপস্থিত থাকবেন সর্বভারতীয় কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়। দলের পক্ষে শম্পা সরকার জানান, এই সম্মেলনেই ঠিক হবে তৃণমূলের সঙ্গে জোট জরুরি কি না। জেলার সমস্ত প্রতিনিধিদের এই সম্মেলনে ডাকা হয়েছে।

আদালতে আলোচনা
লিগ্যাল এইড সার্ভিসের বিষয়ে জনসচেতনতা বাড়াতে বুধবার আসানসোল আদালতে একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়। এ দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসানসোল আদালতের ১ নম্বর অতিরিক্ত দায়রা বিচারক আশিসকুমার সিকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারক গৌতম নস্কর, আইনজীবী সংগ্রাম সিংহ প্রমুখ। এই আলোচনায় উঠে আসে, বিভিন্ন এলাকায় লিগ্যাল এইড-র কর্মকাণ্ড বাড়াতে জন সচেতনতা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি দীর্ঘ দিন ধরে পড়ে থাকা মামলাগুলির লিগ্যাল এইড-র মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা হোক।

চিত্তরঞ্জনে বইমেলা
শ্রীলতা ইনস্টিটিউটে শুরু হল চিত্তরঞ্জন বইমেলা। নিজস্ব চিত্র
চিত্তরঞ্জনের শ্রীলতা ইনস্টিটিউটে বুধবার থেকে শুরু হল ২৬তম চিত্তরঞ্জন বই মেলা। এ দিন বিকেলে বই মেলার উদ্বোধন করেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার বিদ্যুৎ বিভাগের আধিকারিক হীতেন্দ্র মলহোত্রা। বই মেলা কমিটির কর্ণধার বিশ্বজিৎ মুখোপাধ্যায় জানান, ৩৫টি দোকান রয়েছে। বহু প্রকাশক বইয়ের সম্ভার নিয়ে মেলায় যোগ দিয়েছেন। প্রতিদিনই থাকছে আলোচনা, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

কয়লা-সহ ধৃত ২
চুরি করা কয়লা পরিবহণের সময়ে মঙ্গলবার রাতে জামুড়িয়া থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। বুধবার তাদের আসানসোল আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, জামুড়িয়ার হরিপুর দিয়ে ওই কয়লা বোঝাই লরি নিয়ে যাওয়ার সময়ে পুলিশ ধরে ফেলে। শেখ মোতিহার নামে লরির ওই চালক ও খালাসি শেখ সাজাহানকে গ্রেফতার করা হয়।

বার্ধক্য ভাতা
প্রায় ৪০ জন নাগরিকের হাতে বার্ধক্য ভাতার চেক হাতে তুলে দিলেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। বুধবার নিজের কার্যালয় থেকে ওই চেকগুলি বিলি করেন তিনি। তিনি জানান, পুরসভা এলাকার সব বোরো অফিস থেকেও চেক বিলি করা হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.