পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় খোখো প্রতিযোগিতার সর্বভারতীয় স্তরে খেলার যোগত্যা অর্জন করল বর্ধমান। বুধবার, উৎকল বিশ্ববিদ্যালয়েরর মাঠে গ্রুপ ফাইনালে বর্ধমান ১৪-১২ পয়েন্টে হারিয়েছে ছত্তিশগঢ়ের পণ্ডিত রবিশঙ্কর শুক্ল বিশ্ববিদ্যালয়কে। ওই মাঠেই আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মূল পর্বের খেলা। বর্ধমান ছাড়াও খেলবে বারাসত স্টেট ইউনিভার্সিটি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও উৎকল । বর্ধমানের সঙ্গে প্রথম ম্যাচে খেলবে বারাসত।
|
বাদুলিয়া স্পোর্টি ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় খেতাব জিতেছে নতুনগ্রাম ফুটবল একাদশ। ফাইনালে তারা কুবাজপুর ফুটবল ক্লাবকে ৪-২ গোলে হারায়। হ্যাট্রিক করেন নতুনগ্রামের মহমম্দ ফায়েজ। ফাইনালে সেরাও হন তিনি। প্রতিযোগিতার সেরা কুবাজপুরের মহম্মদ আসপাল। মোট ১৬টি ক্লাব প্রতিযোগিতায় যোগ দেয়।
|
ধর্মসঙ্ঘ আয়োজিত ফুটবলে বুধবার জিতল আয়োজক সংস্থা। বেকারি মাঠে তারা লাস্কার সামলেটকে ৫-০ গোলে হারায়। অন্য খেলায় ঠাকুরপুকুর বৈশালি টাইব্রেকারে ৪-২ গোলে ধেনুয়া আদিবাসী মিলন সঙ্ঘকে হারায়। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১। |