টুকরো খবর
উদ্ধার জাল স্ট্যাম্প পেপার
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ১ লক্ষ ১৩ হাজার টাকার জাল স্ট্যাম্প পেপার উদ্ধার করল। ঘটনায় গ্রেফতার হয়েছে দু’জন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রতুয়া থানার মাকাইয়া গ্রামে হানা দিয়ে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে এক হাজার টাকার ১১৩টি জাল স্ট্যাম্প পেপার উদ্ধার হয়। ধৃতদের নাম হোসেন আলি ও মঙ্গল ঘোষ। রতুয়া থানার ওসি সঞ্জয় ঘোষ বলেন, “হানা দিয়ে প্রথমে হোসেন আলিকে ধরা হয়। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে মাকাইয়া গ্রামে হানা দিয়ে মঙ্গল ঘোষকে গ্রেফতার করা হয়। দু’জনের কাছ থেকে ১ লক্ষ ১৩ হাজার টাকার জাল স্ট্যাম্প পেপার উদ্ধার করা হয়েছে। ধৃত হোসেন আলি ওই জাল স্ট্যাম্প পেপার বাইরের একজনকে ডেলিভারি করা জন্য এনেছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।”

ছাই ১৫ দোকান
ছাই হল ১৫টি দোকান। সোমবার রাতে তুফানগঞ্জ থানার চিলাখানায় ঘটনাটি ঘটে। তুফানগঞ্জ থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় দমকল ও পুলিশের কাছে। অগ্নিকাণ্ডের জেরে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ৫০ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন এলাকার ব্যবসায়ীরা। মঙ্গলবার কলকাতায় বসে ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ক্ষতিগ্রস্তদের জন্য ৩০টি ত্রিপল এবং বেশ কিছু কম্বলের ব্যবস্থা করেন নাটাবাড়ির বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণের ব্যাপারেও উদ্যোগী হয়েছেন। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
ছবি: হিমাংশুরঞ্জন দেব।
সোমবার গভীর রাতে চিলাখানা বাজার লাগোয়া নাটাবাড়ি রোডে পর পর কয়েকটি দোকান জ্বলতে দেখে ছুটে যান আশপাশের দোকান মালিকেরা। তুফানগঞ্জ দমকল কেন্দ্রের আধিকারিক শিবানন্দ বর্মন বলেন, “শর্ট সার্কিট, না কি খাবারের দোকানের উনুন থেকে আগুন ছড়াল সেটা স্পষ্ট নয়। তদন্ত চলছে।”

পরিত্যক্ত ক্লাসে মদ বাজেয়াপ্ত
প্রাইমারি স্কুলে পরিত্যক্ত ক্লাসঘরের তালা ভেঙে ৪৩২ বোতল বেআইনি মদ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। সোমবার রাতে কোচবিহার কোতোয়ালি থানার চকচকা এলাকায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ ও আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর চকচকা ৩ নম্বর কলোনি পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের একটি ক্লাসঘরে বেআইনিভাবে বিক্রির জন্য প্রচুর মদ মজুত করে রাখার খবর পেয়ে ওই দুই দফতরের কর্মীরা যৌথভাবে অভিযান চালান। পরে পরিত্যক্ত একটি ক্লাসঘরের তালা ভেঙে মোট ৯টি বাক্সে সাজানো ৪৩২ বোতল মদ উদ্ধার করেন তারা।

বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধার মৃত্যু
কেবল লাইনে বিদ্যুতের ‘শক’ খেয়ে মারা গেলেন এক বৃদ্ধা। সোমবার বালুরঘাট শহরের ১ নম্বর ওয়ার্ডের সঙ্ঘশ্রীপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতার নাম মৃন্ময়ী চক্রবর্তী (৫২)। টিভি ঘোরাতে গিয়ে কেবল তারে হাত পড়েই তিনি তড়িদাহত হন। তদন্তে পুলিশ মনে করছে, কেবল টিভির তারে কোনও ভাবে বেশি পরিমাণে বিদ্যুৎ চলে আসায় ওই বৃদ্ধার ‘শক’ লাগে। বাসিন্দারা জানান, বেআইনি ভাবে হুকিং করে বেসরকারি কেবল সরবরাহকারী সংস্থা যন্ত্রে বিদ্যুৎ সংযোগ করে।

দাদাকে খুন
পরব উপলক্ষে রান্না করা খাবারে ছাগলে মুখ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিবাদে দাদাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। বাধা দেওয়ার চেষ্টা করায় ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম আরও এক ভাই। রতুয়ার সম্বলপুর-একডালিয়ায় ঈদের রাতে ঘটনাটি ঘটে। নিহতের নাম, জারদিশ আলি (৪৫)।

দাবি
রায়গঞ্জের এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির দাবি-সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল কনফেডারশেন অব স্টেট গর্ভমেন্ট এমপ্লিয়জ ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে সংগঠনের সদস্যরা গোয়ালপোখর-১ ও চাকুলিয়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দেন।

৭ বাড়ি ছাই
দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থানার নন্দনপুর অঞ্চলে হাপুনিয়ায় সোমবার রাতে ৭ টি কাঁচাবাড়ি পুড়ে গিয়েছে। ভস্মীভূত হয়েছে গৃহস্থালীর যাবতীয় সামগ্রী। দুটি ইঞ্জিন আগুন আয়ত্বে আনে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.