লক্ষ্মণদের মেডিক্যালের জবাবে তুষ্ট নয় কাউন্সিল |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হলদিয়ার বেসরকারি মেডিক্যাল কলেজ আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ (আইআইএমএসআর)-এর ভবিষ্যৎ নিয়ে আজ, বুধবার বৈঠকে বসছে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)। হলদিয়ার প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ ওই কলেজ পরিচালন কমিটির সভাপতি।
কেন একই ভবনে মেডিক্যাল ও ডেন্টাল কলেজ চলছে, হলদিয়ার ওই বেসরকারি মেডিক্যাল কলেজ-কর্তৃপক্ষের কাছে তার ব্যাখ্যা চেয়েছিল এমসিআই। মঙ্গলবার সন্ধ্যায় কলেজ-কর্তৃপক্ষের জবাব এমসিআইয়ের কাছে পৌঁছেছে। সেই ব্যাখ্যায় এমসিআই খুশি হতে পারেনি। এমসিআইয়ের সচিব সঙ্গীতা শর্মা এ দিন বলেন, “আমরা মেডিক্যাল কলেজ-কর্তৃপক্ষের কাছ থেকে উত্তর পেয়েছি। কর্তৃপক্ষ দাবি করেছেন, তাঁদের ডেন্টাল ও মেডিক্যাল কলেজের ভবন আলাদা। কিন্তু তার কোনও প্রমাণ দিতে পারেননি তাঁরা। শুধু মৌখিক দাবি কোনও ভাবেই যুক্তিগ্রাহ্য নয়।”
সঙ্গীতাদেবী আরও জানান, তিনি জবাবি চিঠিটি এমসিআইয়ের চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন। আজ, বুধবার কাউন্সিলে আলোচনা হবে। এমসিআইয়ের সচিবের মন্তব্য, “এ বার আমাদের আইনগত দিক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তার আগে এক বার কলেজ-কর্তৃপক্ষকে ডেকে তাঁদের বক্তব্য শোনা হতে পারে। বুধবারের বৈঠকেই এ-সব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”
একই ভবনে মেডিক্যাল ও ডেন্টাল কলেজ চালাতে দিয়ে কর্তৃপক্ষ বিধি ভেঙেছেন বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। কলেজের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত, সিদ্ধান্ত নেওয়ার ভার এমসিআইকেই দিয়েছিল সর্বোচ্চ আদালত। সেই অনুসারে হলদিয়ার ওই মেডিক্যাল কলেজকে কারণ দর্শানোর নোটিস দেয় এমসিআই। মঙ্গলবারই ছিল সেই শো-কজ নোটিসের জবাব পাঠানোর শেষ দিন। |