মার্চ থেকে ফের নিলাম চালু হতে পারে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রে। মঙ্গলবার নিলাম কেন্দ্রের কার্যনির্বাহী কমিটির বৈঠকের পরে নিলাম নিয়ে ফের আশা দেখা গিয়েছে। এদিন সন্ধ্যায় নিলাম কেন্দ্রের সভাকক্ষে কমিটির চেয়ারম্যান তথা জেলাশাসক স্মারকী মহাপাত্রের উপস্থিতিতে নিলাম কেন্দ্রকে চাঙ্গা করতে কয়েকটি প্রস্তাব নেওয়া হয়। কলকাতায় গিয়ে শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়েও পরিকল্পনা হয়েছে। নিলাম কমিটি সুত্রে জানানো হয়েছে, এর আগেও একাধিকবার নিলাম কেন্দ্র চাঙা করার জন্য যে সব বৈঠক হয়েছে তাতেও এমন প্রস্তাব নেওয়া হলেও পরে তা কার্যকর করা হয়নি। এদিনের বৈঠকে জেলাশাসক উদ্যোগী হওয়ায় উৎসাহিত নিলাম কমিটির সদস্যরা। ফের নিলাম চালু করার জন্য আগামী কয়েক মাসেও একাধিক বৈঠক ডাকা হবে বলে জানা গিয়েছে। নিলাম কেন্দ্রের চেয়ারম্যান জেলাশাসক বলেন, “বেশ কিছু প্রস্তাব গ্রহণ করা হয়েছে। শিলিগুড়ি নিলামকেন্দ্র চালুর সময়ে যে সুবিধে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল জলপাইগুড়ির ক্ষেত্রেও তা চাওয়া হবে। নিলামের পরে ক্রেতা বিক্রেতা উভয়ের যাতে মুনাফা হয় তা দেখতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্চ থেকে ফের নিলাম হতে পারে।” চা পাতার অভাবে বছর দুয়েক নিলাম বন্ধ জলপাইগুড়ির নিলাম কেন্দ্রে। সপ্তাহে নিলাম করতে সাড়ে চার হাজার ব্যাগ চা পাতা প্রয়োজন। অথচ কখনও দশ ব্যাগ চা পাতাও এসে পৌঁছয়নি জলপাইগুড়িতে। পাতার অভাবে একের পর এক নিলাম বাতিল হয়ে যাওয়ার পরে পুরোপুরি নিলাম বন্ধ হয়ে যায় এই কেন্দ্রে। বর্তমান জেলাশাসক চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার নিয়ে ফের নিলাম চালু করতে উদ্যোগী হন। তার পরেই এদিন কেন্দ্রের কার্যকরী কমিটি-সহ জনপ্রতিনিধিদের বৈঠকে ডাকা হয়। এদিনের বৈঠকে কার্যকরী সমিতির সদস্য তথা জলপাইগুড়ি জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী, জলপাইগুড়ির বিধায়ক সুখবিলাস বর্মন-সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। |