টানা আট বছর কারাবাসের পর এক মাস আগে জামিনে বার হয়েছেন। ফের কামতাপুর রাজ্য ও ভাষা-সহ নানা দাবিতে আন্দোলনে নেমেছেন একসময়ে পুলিশের কাছে ‘মোস্ট ওয়ান্টেড’ টম অধিকারী ওরফে জয়দীপ রায়। রাজ্যে পালাবদলের পরে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর দাবি, যে ভাবে মোর্চা নেতা ও আদিবাসী বিকাশ পরিষদের সঙ্গে বৈঠক করে নানান সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছেন সেভাবেই গুরুত্ব দিয়ে কেএলও-র সঙ্গে আলোচনায় বসুন মুখ্যমন্ত্রী। সিপিএম-এর ধূপগুড়ি পার্টি অফিসে গুলি চালনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ-সহ ২৪ টি মামলা ঝুলছে প্রাক্তন ওই জঙ্গির ঘাড়ে। ২০০৩ সালে ভুটানের বুক্কা থেকে কেএলও জঙ্গিদের সঙ্গে টম গ্রেফতার হন। টানা আট বছর ধরে জেল খাটার পর গত ৪ অক্টোবর জামিনে ছাড়া পান তিনি। জেল থেকে ছাড়া পেয়ে অবশ্য বাড়িতে বসে নেই তিনি। নিজেকে প্রাক্তন কেএলও বলতে নারাজ টম ইতিমধ্যে সংগঠনের পুরানোকর্মীদের সঙ্গে যোগাযোগ করে পুনরুজ্জীবনের কাজে ঝাঁপিয়ে পড়েছে। আলোচনা না করে সরকারি কোনও ঋণ বা অনুদান না নেওয়ার জন্য তিনি প্রাক্তন সহকর্মীদের জানিয়ে দিয়েছেন। জেল থেকে বেরোনোর ৫ দিনের মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের নানা দাবি নিয়ে আলোচনায় বসার জন্য ফ্যাক্স পাঠিয়েছে। এক মাস বাদেও মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনও জবাব মেলেনি বলে তাঁর দাবি। টমের কথায়, “লিঙ্কম্যান ও হাতে গোনা কয়েকজন কেএলও অনুদান বা ঋণ নিয়েছেন। আমাদের মত বড় অংশের কেএলও নেতা অনুদান চাইছি না। আমরা আদর্শে বিশ্বাস করতাম। ভাষা-সহ কয়েকটি দাবি ছিল। সে সব ভুলে আমরা কিছুতে অনুদান বা ঋণ নিয়ে ভুলে থাকতে পারব না। কর্মীর অভাবে রয়েছে। তবুও ঝণ বা অনুদান নিয়ে আমরা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারব না।“ তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থাবান টম অধিকারীর কথায়,”দিদি স্বচ্ছ দৃষ্টি নিয়ে চলেন। সিঙ্গুরে জমি আন্দোলনের সময় আমরা ৩৩ জন কেএলও জেলে বসে ৫ দিন অনশন করেছি। মুখ্যমন্ত্রী মাওবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইছেন। পিছিয়ে পড়া উত্তরবঙ্গের জন্য আমাদের সঙ্গে আশা করি আলোচনায় বসবেন।” কী তাদের দাবি? টম জানায়, সংবিধান স্বীকৃত ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা দান। উত্তরবঙ্গের ৬ জেলায় কামতাপুরি ভাষা চালু করা কামতাপুর রাজ্যগঠন। কোচবিহারে বিশ্ববিদ্যালয় স্থাপন, আরও একটি মেডিক্যাল কলেজ স্থাপন, বিভিন্ন শিল্প কারখানা তৈরি যেটা থাকবে কর মুক্ত। টমের কথায়, “এখানকার বহু বেকার ভিন রাজ্যে কাজের সন্ধানে চলে গিয়েছেন। বিগত সরকার কিছুই করেনি।” টমের কথায়, “শাসক গোষ্ঠীর চরিত্র দেখে রণকৌশল তৈরি করব। সরকারকে আলোচনায় বসার জন্য যা প্রয়োজনীয় তা করতে বাধ্য করব।” |