কড়া নিরাপত্তা সত্ত্বেও পোস্টার নিয়ে বিচারাধীন মাওবাদী বন্দিদের আদালতে ঢোকা বন্ধ করা যাচ্ছে না। দক্ষিণ শহরতলিতে ধৃত পাঁচ মাওবাদী মঙ্গলবার পুলিশের সামনেই তিনটি পোস্টার নিয়ে আলিপুর আদালতের দশম ফাস্ট ট্র্যাক কোর্টে হাজির হন। পোস্টারে ছিল রাজ্য ও কেন্দ্রের শাসক ও বিরোধী নেতানেত্রীদের ব্যঙ্গচিত্র। লেখা ছিল ‘শ্রী শ্রী সর্বদলীয় মা-মাটি-মানুষ উচ্ছেদ উৎসব’। আদালত কক্ষের দেওয়ালে পোস্টার সাজিয়ে রেখে অভিযুক্তেরা জালে ঘেরা আসামির কাঠগড়ায় ঢুকে যান। এর আগেও বেশ কয়েক বার নানা ধরনের দাবি লেখা পোস্টার নিয়ে আদালতে হাজির হয়েছিলেন মাওবাদী বন্দিরা। মামলার দিনে বিভিন্ন জেল থেকেই তাঁদের আদালতে আনা হয়। তা সত্ত্বেও তাঁরা কোথা থেকে কী ভাবে পোস্টার পাচ্ছেন, তার সদুত্তর মিলছে না।
|
স্বাভাবিক হল না টেলি-পরিষেবা
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
টানা তিন দিন ধরে বিপর্যস্ত হয়ে রয়েছে বিএসএনএলের ল্যান্ডলাইন পরিষেবা। রবিবার থেকে পুরুলিয়া সদর-সহ লাগদা, হুড়া, লক্ষণপুর, হুটমুড়াএই পাঁচটি এক্সচেঞ্জ এলাকায় ল্যান্ডলাইন পরিষেবা বিপর্যস্ত। এর ফলে জেলার একটা বিস্তীর্ণ অংশের গ্রাহকেরা সমস্যায় পড়েছেন। গ্রাহকদের পাশাপাশি সমস্যায় পড়েছেন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষও। তিন দিন পরেও কেন পরিষেবা স্বাভাবিক হল না তা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠেছে। বিএসএনএল সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া শহরের মূল এক্সচেঞ্জ সচল রাখার জন্য বিদ্যুতের পাশাপাশি ব্যাটারির প্রয়োজন। চলতি বছরের প্রথম দিকে পুরনো ব্যাটারি বদলে নতুন ব্যাটারি লাগানো হয়েছিল। কিন্তু নতুন ব্যাটারির কানেকটার আনা হয়নি। ফলে ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। পুরুলিয়া জেলা টেলিকম আধিকারিক পবিত্র সরকার বলেন, “এক্সচেঞ্জে যান্ত্রিক ত্রুটির কারণে পরিষেবায় সমস্যা হচ্ছে। বিষয়টি কলকাতার সদর দফতরে জানানো হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সেখান থেকে কর্মীরা আসার পরেই পরিষেবা স্বাভাবিক হবে।” তাঁর আশ্বাস, “দ্রুত পরিষেবা স্বাভাবিক করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
|
স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে নালিশ
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানি করার অভিযোগ তুললেন তাঁরই দুই মহিলা সহকর্মী। ঘটনাটি বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের। মঙ্গলবার সুপার পঞ্চানন কুণ্ডুকে তাঁরা লিখিতভাবে জানান। তাঁদের অভিযোগ, শুক্রবার ওই কর্মী তাঁদের শ্লীলতাহানি করেন। তার আগে মানসিক নির্যাতন করতেন। সুপার বলেন, “অভিযোগের তদন্ত চলছে।”
|
অবস্থান-বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • তালড্যাংরা |
রাসায়নিক সারের মূল্য বৃদ্ধি হয়েছে কয়েকগুন। সহায়ক মূল্যে ধান কেনার কথা ঘোষণা করেও ধান কেনা হচ্ছে না। এই সব অভিযোগে মঙ্গলবার তালড্যাংরার পাঁচমুড়া মোড়ে অবস্থান করে বিক্ষোভ দেখাল এসইউসি প্রভাবিত সারা ভারত কৃষক খেত-মজুর সংগঠন। এ দিন সকাল ন’টা থেকে প্রায় আড়াই ঘণ্টা তাঁরা অবস্থান করেন।
|
পথদুর্ঘটনা
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
বাসে চাপা পড়ে মারা গেল পাঁচটি মোষ। জখম হলেন এক রাখাল। সোমবার রাতে বড়জোড়া থানার হাটআশুরিয়ায় এই দুঘর্টনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, বাঁকুড়া থেকে দুর্গাপুরগামী একটি বাসের ধাক্কায় এই ঘটনা ঘটেছে। জখম রাখালকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। বাসটি আটক করা হয়েছে।
|
আইন অমান্য
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া ও পুরুলিয়া |
পুরুলিয়ায় প্রদীপ মাহাতোর তোলা ছবি। |
মূল্যবৃদ্ধি ও কেন্দ্রীয় সরকারের শ্রম-নীতির বিরুদ্ধে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি বাঁকুড়া ও পুরুলিয়ায় আইন অমান্য কর্মসূচি পালন করলেন। মঙ্গলবার বাঁকুড়া শহরের মাচানতলা পাম্পমোড়ে ও পুরুলিয়ার জুবিলি ময়দানে এই কর্মসূচি হয়। পুলিশ আইন অমান্যকারীদের গ্রেফতার করে পরে ছেড়ে দেয়। |