টুকরো খবর
বোর্ড সিপিএমের
রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের তেঘরি পঞ্চায়েত ফের দখল করল বামফ্রন্ট। মঙ্গলবার ৬-৫ব্যবধানে জয়ী হয়ে সিপিএমের ঝর্ণা খাতুন পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছেন। এর আগে অনাস্থা ভোটে সিপিএমের কোরবান আলিকে অপসারণ করে কংগ্রেস। মঙ্গলবার বোর্ড গঠনের সভায় ১১ সদস্যই হাজির ছিলেন। সেখানে ৬-৫ ভোটে জিতে সিপএমই পুনরায় বোর্ড গঠন করে।

আইন অমান্য, ধৃত
পথে এ বার নামো সাথী...
৩৪ বছর পরে ফের আইন অমান্য বামফ্রন্টের শ্রমিক সংগঠনের। কৃষ্ণনগর
ও বহরমপুরে ছবিগুলি তুলেছেন সুদীপ ভট্টাচার্য ও গৌতম প্রামাণিক।
বামফ্রন্টের আইন অমান্য কর্মসূচির ছায়া পড়ল বহরমপুরেও। এ দিন বহমপুর শহর থেকে গ্রেফতার করা হয় অন্তত হাজার দুয়েক সিটু সমর্থককে। সিটুর মুর্শিদাবাদ জেলা সম্পাদক তুষার দে বলেন, “দ্রব্যমূল্য বৃদ্ধি রদ করা, দুর্নীতি বন্ধ করা, খাদ্যের নিরাপত্তা দেওয়া, ফসলের ন্যায্য দাম পাওয়া এবং রাজ্যে সন্ত্রাস বন্ধ করা-সহ বিভিন্ন দাবিতে এ দিনের আইন অমান্য।” শহরের টেক্সটাইল মোড়ে পুলিশ আইন অমান্যকারীদের গ্রেফতার করে।

পুরসভার সাহায্য
বস্তি উন্নয়ন প্রকল্প থেকে ২১টি দুঃস্থ পরিবারকে বাড়ির ছাদ তৈরি করে দিল জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভা। সোমবার ঈদুজ্জোহার দিন ওই ২১টি দুঃস্থ পরিবারের সদস্যদের হাতে নবনির্মিত ওই ঘর গুলির চাবি তুলে দেন জিয়াগঞ্জ-আজিমগঞ্জের পুরপ্রধান সিপিএমের শঙ্কর মণ্ডল।

বাংলাদেশি তরুণী উদ্ধার
আত্মীয়ের বাড়ি বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এক তরুণীকে সীমান্ত পার করে এ দেশে নিয়ে এসে বিক্রি করে দিয়েছিল তিন যুবক। সোমবার চাপড়ার বাঙালঝি এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করেছে। জেরায় জানা গিয়েছে, ঢাকার কল্যাণপুরের ওই তরুণীকে এ দেশে নিয়ে এসেছিল আলমগির শেখ। আদতে যে ওই তরুণীর মাসতুতো ভাই। বাংলাদেশের দর্শনার বাসিন্দা আলমগিরের হাত ধরেই সীমান্ত পেরিয়ে এ পারে আসার পরই ওই তরুণী বুঝতে পারেন মাসির বাড়ি নয়, আজহার শেখের কাছে বিক্রি করে সরে পড়েছে তার ভাই। ক্রমান্বয়ে হাত বদল হয়ে এক সময়ে বিহারের কামনগরের এক নিষিদ্ধ পল্লিতে ঠাঁই হয়েছিল মেয়েটির। দিন দশেক ধরে এ বাবেই কখনও নিষিদ্ধ পল্লি কখনও বা বিকৃত মানুষজনের লালসার ঠোকর খেয়ে ধুঁকতে ধুঁকতে দিন কয়েক আগে মেয়েটি ফিরে এসেছিল সেই বাঙালঝিতেই। রাতের অন্ধকারে পালিয়ে এক সময়ে সে আসে স্থানীয় থানায়। তার কথা মতো পুলিশই ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে ওই তিন জনকে।

যুবকের দেহ উদ্ধার
নিখোঁজ এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে ভগবানগোলার কালুখালি এলাকার একটি আমবাগান থেকে উদ্ধার করা সাইফুল শেখ (৩২) নামে ওই যুবকের দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাস রোধ করে তাকে খুন করা হয়েছে। অন্য দিকে, এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। নাম সুশান্ত মাঝি (৩০)। সোমবার রাতে ভরতপুরের বাসিন্দা ওই যুবকের বাড়ির কিছুটা দুরে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অনুমান ওই যুবক আত্মঘাতী হয়েছেন ।

দল বদল
বেলডাঙা ১ পঞ্চায়েত সমিতির সদস্য হাসিনা বিবি ও বেলডাঙার কাপাসডাঙা গ্রাম পঞ্চায়েতের সদস্য মহিম শেখ মঙ্গলবার সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। এ দিন কাপাসডাঙা পঞ্চায়েতের নপুকুরিয়া গ্রামের প্রকাশ্য সভায় মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ওই দু-জেনর হাতে দলীয় পতাকা তুলে দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.