সংস্কৃতি যেখানে যেমন
শিশু দিবস
বহরমপুর ইউথ কয়্যার এবং নেহরু যুবকেন্দ্র যৌথ ভাবে আগামী ১৪ নভেম্বর শিশু দিবস উদযাপনের আয়োজন করছে। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১৪ নভেম্বর বহরমপুর রবীন্দ্রসদনে সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছে। ১২৩-তম জওহরলাল নেহরুর জন্ম দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল থেকে ১২৩ জন শিশুশিল্পীকে বেছে নেওয়া হয়েছে, যারা শিশু দিবসে রবীন্দ্রসদন মঞ্চে সমবেত গান পরিবেশন করবে।

ঋত্বিকের নাট্যোৎসব
বহরমপুর রবীন্দ্র সদনে নাট্যোৎসব। নিজস্ব চিত্র।
বহরমপুরের রঙ্গাশ্রমের পরে নাট্যোৎসব আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত ঋত্বিক নাট্যগোষ্ঠী। বহরমপুর রবীন্দ্রসদনে আগামী ৯ ডিসেম্বর ওই নাট্যোৎসবের সূচনা হবে। নাট্যোৎসবে থাকবে বাংলাদেশ, নেপাল, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন নাটকের দলের মোট ১৭টি নাটক। এবারের নাট্যোৎসবে দু’টি নতুন নাটক মঞ্চস্থ করবে ঋত্বিকপ্রয়াত নাট্যকার গৌতম রায়চৌধুরী নাটক ‘শেষ অধ্যায়’, অন্যটি রবীন্দ্রনাথের ‘শেষ রক্ষা’। এ ছাড়াও সারা জীবনের স্বীকৃতি হিসেবে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, নাট্যপত্রিকা প্রয়াগ-এর সম্পাদক স্বপন দাস ও নাট্যদল শান্তিপুর সাংস্কৃতিককে গৌতম রায়চৌধুরী নামাঙ্কিত স্মৃতি পুরস্কার দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা।

রাস-সন্ধ্যায় সংস্কৃতি
নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উপলক্ষে বিভিন্ন প্রতিমার উদ্বোধনকে ঘিরে শহর জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। স্থানীয় সপ্তর্ষি ক্লাবের প্রতিমা সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে মঠ-মন্দিরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব-সহ বিশিষ্ট জন উপস্থিত ছিলেন। এলাকার দুঃস্থ ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার সরঞ্জাম বিতরণ করা হয়। এ দিকে মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন হয়েছে বোসপাড়া মুক্তকেশী প্রতিমার। ওই উপলক্ষে তিন দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের এ দিন সূচনা হয়েছে। সন্ধ্যায় উদয়ন সংঘের মাঠে উদ্বোধন হয়েছে ভারতমাতা প্রতিমার। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

যুগাগ্নির অয়াদিপাউস
বহরমপুরের যুগাগ্নি নতুন প্রযোজনা হিসেবে গ্রীক নাট্যকার সফোক্লেস রচিত অয়াদিপাউস নাটকটিকে বেছে নিয়েছে। অয়াদিপাউসের নাট্যরূপ দিয়েছেন নারায়ণ সরকার। মঙ্গলবার যুগাগ্নি মহলাকক্ষে নাট্যকর্মীদের উপস্থিতিতে নাটক পড়া এবং নাটক নিয়ে দীর্ঘ ক্ষণ আলোচনা চলেছে। এর আগে নতুন নাটক হিসেবে গত ফেব্রুয়ারিতে যুগাগ্নি তিনটে ছোট নাটক ‘দলছুট’, ‘খেলা-খেলা’, ‘অথ দ্বারপাল কথা’ প্রযোজনা করে।

হরিহরপাড়া বইমেলা
সদ্য শেষ হল হরিহরপাড়া বইমেলা। হরিহরপাড়ার ‘দুর্নাম’ ঘোচাতে এলাকার কয়েক জন সাহিত্যপ্রেমী ‘হরিহরপাড়া জনকল্যাণ সমিতি’ নামে একটি সংগঠন গড়েন। তাঁরা ২০১০ সালে বইমেলারও আয়োজন করেছিলেন। দু’ বছর বয়স হল তার। বই, বেলুন, ফুচকায় দিন কয়েক দিব্যি সাংস্কৃতিক মেজাজে সন্ধে কাটল হরিহরপাড়ার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.