টুকরো খবর |
খুন, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
মাঝবয়সী এক ব্যক্তির দেহ উদ্ধার হল খেজুরিতে। পুলিশের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে খেজুরির টিকাঙ্গী পঞ্চায়েতের দক্ষিণ কলমদান গ্রামের মাঠে নেপাল গিরির (৪৫) দেহ পড়ে থাকতে দেখেন এলাকার লোক। নেপাল গ্রামেরই বাসিন্দা। কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক ইন্দ্রজিৎ বসু বলেন, “নেপালকে খুনের অভিযোগে মণিমালা মাইতি নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ জানায়, মৃতদেহের মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। স্থানীয় সূত্রের খবর, স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে থাকতেন নেপাল গিরি। তবে পুলিশের দাবি, তরুণী মণিমালা মাইতির সম্পর্ক ছিল নেপালের। তার জেরেই সোমবার রাতে কয়েকজন নেপালকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। এ দিন সকালে গ্রামের মাঠে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
|
ভূমিহীনদের জমিদান
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মঙ্গলবার এক অনুষ্ঠানে ১৯৬ জন ভূমিহীনকে পাট্টা, চাষবাস, এবং থাকার জন্য জমি দেওয়া হয়েছে। পাশাপাশি কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির লাউদা পঞ্চায়েতের লাবন্য বাজারে এক অনুষ্ঠানে ১৮৪ জনকে ১২ একর জমির পাট্টা এবং ১২ জনকে চাষবাস এবং থাকার জন্য ২ একর জমি দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন জেলার সহ-সভাধিপতি মামুদ হোসেন, জেলার ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুমিতা মিত্রদেব। এ ছাড়া ছিলেন বিধায়ক বনশ্রী মাইতি, কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি অর্ধেন্দু পান্ডা।
|
ঝাড়গ্রাম মহকুমা বিদ্যালয় ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রাম মহকুমার উচ্চ বিদ্যালয় সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল মঙ্গলবার। ঝাড়গ্রাম স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্যোক্তা ছিল মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংস্থা। এদিন সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায়, ঝাড়গ্রামের পুরপ্রধান প্রদীপ সরকার। মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক জয়দেব দাস ও চঞ্চলকুমার সাঁতরা জানান, মহকুমার ৮টি ব্লকের ৩৭০ জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়।
|
জয়ী রাখালচন্দ্র
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
‘আশালতা গোল্ডকাপ-২০১১’ আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার মূলপর্বের খেলা শুরু হয়েছে মঙ্গলবার। কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে আয়োজিত ওই প্রতিযোগিতায় যোগ দিয়েছে ৮টি দল। এ দিনের প্রথম খেলায় কাঁথি টাউন রাখালচন্দ্র বিদ্যাপীঠ ১-০ গোলে খাড় হাইস্কুলকে হারিয়ে দেয়। দিনের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন খাড় হাইস্কুলের ভরত হাঁসদা।
|
জিতল পানিপারুল
নিজস্ব সংবাদদাতা • এগরা |
জাহালদার অনন্ত ও বিশ্বেশ্বর স্মৃতি ফুটবলে মঙ্গলবার নক আউট পর্যায়ের শেষ খেলায় খাকুড়দা স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে জিতল পানিপারুল নেতাজি সংঘ। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সাউরি ভ্রাতৃ সংঘ ও জাহালদা হাইস্কুল।
|
অস্ত্রোপচারের পর সুব্রত স্কুলে |
|
ছবি: দেবরাজ ঘোষ। |
অস্থির ক্যানসারে আক্রান্ত ঝাড়গ্রামের কুমুদ কুমারী ইনস্টিটিউশনের একাদশ শ্রেণির ছাত্র সুব্রত বারিকের পাশে দাঁড়িয়েছিল সহপাঠীরা। চাঁদা তুলে ৫০ হাজার টাকা সংগ্রহ করে তারা। সংবাদপত্রে খবরটি প্রকাশিত হওয়ার পর আরও অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সম্প্রতি মুম্বইয়ে অস্ত্রোপচার হয় সুব্রতর। মঙ্গলবার সে স্কুলে এসেছিল ষাণ্মাষিক পরীক্ষা দিতে। |
|