কোকাবুরা বলে আসল পরীক্ষা অশ্বিনের
বিচন্দ্রন অশ্বিন নামটা প্রথম শুনি বছর চারেক আগে। শিশমহল টুর্নামেন্ট খেলতে গিয়েছি। টিমে কাকে-কাকে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করছিলাম দীনেশ কার্তিকের সঙ্গে। জিজ্ঞেস করলাম, তোমাদের ওখানকার দু’একটা নাম বলো, যারা ওয়ান ডে-টা ভাল খেলে। দু’টো নাম কার্তিক আমাকে বলেছিল। মুরলী বিজয় আর রবিচন্দ্রন অশ্বিন।
যা-ই হোক, আমাদের অফস্পিনার দরকার ছিল না বলে অশ্বিনকে সে বার আর ডাকা হয়নি। তার পর ওকে একেবারে দেখলাম আইপিএলে। ভাল লেগেছিল, কিন্তু অসাধারণ বলে মনে হয়নি। কিন্তু পরের আইপিএলে ও চমকে দিয়েছিল আমাকে। ভাবতেই পারিনি, এক বছরের মধ্যে কোনও স্পিনারের পক্ষে এতটা উন্নতি করা সম্ভব। ‘ক্যারম’ বল আমদানি করেছে। চেন্নাই সুপার কিংস অধিনায়ক ধোনিকে দেখলাম, প্রথম ছ’ওভারের মধ্যে ওকে নিয়মিত আক্রমণে আনছে। এর থেকেই স্পষ্ট, ধোনি তখন থেকেই কতটা বিশ্বাস রাখত অশ্বিনের উপর।
অশ্বিনও তো কোটলায় অধিনায়কের বিশ্বাসের মর্যাদা দিল। বছর কয়েক আগে পর্যন্ত হরভজন সিংহের জায়গাটা ছোঁয়ার কথা কেউ ভাবতে পারত না ভারতীয় ক্রিকেটে। চারশো উইকেট।
স্যামিদের ঘাতক। কোটলায় অশ্বিন। ছবি: শঙ্কর নাগ দাস।
অনিল কুম্বলে অবসর নেওয়ার পর ভারতীয় স্পিন আক্রমণে সেরা অস্ত্র। কিন্তু অশ্বিন তো এখন হরভজনের সঙ্গেও টক্কর নিচ্ছে। আর উইকেটগুলো ফাঁকতালে পাচ্ছে না মোটেই। ভাববেন না, লং অন কিংবা লং অফে ওকে তুলে মারতে গিয়ে উইকেট দিচ্ছে ব্যাটসম্যান। একজন সহজাত অফস্পিনার যে ভাবে ব্যাটসম্যানকে বোকা বানায়, অর্থাৎ বোল্ড করে কিংবা এলবিডব্লিউ করে, সে ভাবেই অশ্বিন উইকেট পাচ্ছে।
ভাবলে মাঝে-মাঝে আশ্চর্য লাগে যে, এই অশ্বিনকে আইপিএলে ভাল পারফর্ম করেও কতই না কথা শুনতে হয়েছে। নিন্দুকদের বলতে শুনেছি, ওর হাতে তেমন টার্ন নেই। বৈচিত্র নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট টিমে ওকে টিমে রাখা নিয়েও তো কত কথা। আজ নিশ্চয়ই ওই নিন্দুকের দল বুঝে গেল, অশ্বিন কতটা কী করতে পারে। তবে আমি মনে করি, অশ্বিনের আসল পরীক্ষা হতে চলেছে অস্ট্রেলিয়ায়।
দেশে এসজি বলে বল করছে। অস্ট্রেলিয়ায় কোকাবুরা বলে খেলা। স্পিনারদের বল গ্রিপ করতে ওখানে সমস্যা হয়। অশ্বিন অস্ট্রেলিয়ার উইকেটে কতটা কী করে, দেখার ইচ্ছে আছে। অজন্তা মেন্ডিসকে নিয়েও এক সময় প্রচুর কথাবার্তা হয়েছিল। আশা করব অশ্বিনের ওই অবস্থা হবে না। যতটুকু দেখেছি ওকে, মনে হয়েছে ছেলেটা শিখতে চায়। উন্নতি করতে চায় প্রতিদিন। আর ওটাই ওর ইউএসপি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.