পেট্রোল ও সারের দাম ক্রমাগত বাড়তে থাকায় এ বারে প্রতিবাদে নামছে বিহারও। বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদী কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তৈরি ‘এমপাওয়ার্ড কমিটি’-র চেয়ারম্যান। প্রতিবাদের মঞ্চ হিসেবে এমপাওয়ার্ড কমিটির মঞ্চকেই ব্যবহারের কথা ভাবছেন মোদী।
পণ্য-পরিষেবা কর চালুর বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করার জন্য কয়েকটি রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় সরকার উচ্চক্ষমতা সম্পন্ন এই কমিটি তৈরি করেছে। আগে এর চেয়ারম্যান পদে ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। অসীমবাবুর দল ক্ষমতাচ্যূত হওয়ার পর মোদীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির বৈঠকের জন্য মোদী দিল্লি যাচ্ছেন। বৈছক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে। সেখানেই এই বিষয়গুলি তিনি উত্থাপন করবেন বলে মোদী জানিয়েছেন। আজ পটনায় সাংবাদিকদের তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার গত বছর জুন মাস থেকে ১৩ বার পেট্রোলের দাম বাড়িয়েছে।” তিনি বলেন: কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং সারের উপর থেকে নিয়ন্ত্রণ তুলে নেওয়ার ফলেই বার বার এই দু’টি জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইউরিয়ার উপর কেন্দ্রের নিয়ন্ত্রণ থাকায় দাম বাড়েনি। ফলে ইউরিয়ার ব্যবহার বেড়ে চলেছে। কিন্তু ইউরিয়ার অতি-ব্যবহারে জমির উর্বরতা কমছে। ফলে ভবিষ্যতে ফসল উৎপাদন কমে যাবে। ফলে উদ্বেগ বাড়ছে কৃষিপ্রধান রাজ্যগুলির। মোদী সেই উদ্বেগের কথাই কেন্দ্রকে জানাবেন।
একই সঙ্গে গমের উপর ধার্য সহায়ক মূল্য বাড়ানোর দাবিও তাঁরা কেন্দ্রের কাছে রাখছে। এখন বিহারে গমের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ১২৮৫ টাকা। মোদির দাবি, এই টাকা বেড়ে ১৫০০ টাকা হওয়া উচিত। সোমবার বিজেপি-র রাজ্য সভাপতি সি পি ঠাকুর একই দাবি জানিয়ে বলেন, “ধান এবং গমের সহায়ক মূল্য বাড়াতে হবে। এছাড়াও আলু ও সবজি যাতে রাজ্যের বাইরে যেতে পারে সে ব্যাপারেও কেন্দ্রকে ব্যবস্থা নিতে হবে।” রাজ্যে একটি সার কারখানা গড়ে তোলার দাবি জানিয়ে তিনি বলেন, “এর ফলে সারের উপর রাজ্য সরকারের কিছুটা হলেও নিয়ন্ত্রণ থাকবে। বিহারে ১৩ ও ১৪ নভেম্বর বিজেপি-র কৃষক সংগঠনের কর্মশালা শুরু হতে চলেছে। সেখানে একটি দাবি-সনদ তৈরি করা হবে বলে ঠাকুর জানান। বলেন, “এই রাজ্যের আলু ও সবজি কলকাতা ও বিশাখাপত্তনম পাঠানো যেতে পারে। কিন্তু এখানে তেমন কোনও পরিকাঠামো নেই। আমরা চাইছি, কেন্দ্র বিহারের ফতুয়ায় একটি ‘বন্দর’ তৈরি করুক। সেখান থেকে কৃষকরা আলু ও সবজি বাইরে পাঠাতে পারে।” |