টুকরো খবর
মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সিউড়ি জেলাশাসকের অফিসের সামনে। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।
দ্রব্যমূল্য ও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি রোধ, বন্ধ কারখানা খোলা, কেন্দ্রীয় সরকারের শ্রমনীতির প্রতিবাদে জেলার বিভিন্ন জায়গায় মঙ্গলবার আন্দোলন হয়েছে। এ দিন ১১ দফা দাবিতে সিউড়িতে জেলাশাসকের দফতরের সামনে আইন অমান্য আন্দোলন করল এসইউসির শ্রমিক সংগঠন এআইইউটিইউসি। সংগঠনের জেলা সম্পাদক রফিকুল হাসান বলেন, “এ দিন আন্দোলনের পাশাপাশি জেলাশাসককে ১১ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনার হয়ে স্মারকলিপি নেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অমিতাভ সেনগুপ্ত। অমিতাভবাবু বলেন, “তাঁদের দাবিগুলি রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে।” অন্য দিকে, বোলপুর মহকুমার লাভপুর, নানুর, ইলামবাজার ও বোলপুর ব্লকে বাম ও অ-বাম শ্রমিক কর্মচারী সংগঠনগুলি আন্দোলন করে। ওই সব এলাকা থেকে সিটু, আইএনটিইউসি-সহ ১১টি সংগঠনের মোট ২৬৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। বোলপুরের কার্যনির্বাহী শাসক স্বরূপ মুখোপাধ্যায় বলেন, “২৬৮ জনকে গ্রেফতার করা হয়েছিল। পরে তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।” অশান্তি ছড়াতে পারে এই আশঙ্কায় পুলিশি ব্যবস্থা ছিল আঁটোসাঁটো।

হাসপাতালে ঠাঁই দুই বৃদ্ধের
ভিন রাজ্যের দুই অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি বোলপুরের সিয়ান এলাকার মোল্লাবাগান টালিপাড়ার। বোলপুর মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার দিব্যেন্দু দত্ত বলেন, “মঙ্গলবার বাসিন্দারা তাঁদের হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা চলছে।” মোল্লাবাগান টালিপাড়ার বাসিন্দা খলিমা বেগম, নাসিমা খাতুনরা বলেন, “প্রায় এক মাস আগে অসমের মোহন বেতে এলাকার রাস্তার ধারে পড়েছিলেন। পালা করে আমরা খাবার দিতাম। কিছুদিন পরে তিনি একটু একটু করে চলাফেলা করতে শুরু করেন। দিন পাঁচেক আগে দুমকার সুকল দাস নামে আর এক বৃদ্ধ ওই জায়গায় আসেন। দু’জনকে খাবার দেওয়া হত। মঙ্গলবার দু’জনই আচমকা অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

তড়িদাহত হয়ে মৃত্যু
গভীর নলকূপ চালাতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম সুকুর শেখ (৪০)। বাড়ি মুরারই থানার রুদ্রনগর গ্রামে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে। মারাত্মক জখম অবস্থায় ওই যুবককে প্রথমে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে সেখান থেকে তাঁকে বর্ধমানে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু পথে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফের রামপুরহাটে ফিরিয়ে আনা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

তৃণমূলে যোগ
তৃণমূলে যোগ দিলেন স্কুল পরিচালন সমিতির পাঁচ সিপিএম অভিভাবক প্রতিনিধি। ঘটনাটি বোলপুরের কঙ্কালিতলা পঞ্চায়েতের আদিত্যপুর উচ্চবিদ্যালয়ের। তৃণমূলের কঙ্কালিতলা অঞ্চল সভাপতি কাশীনাথ ঘোষ বলেন, “কঙ্কালিতলা অঞ্চলের প্রায় ২৫০ বাসিন্দা-সহ অদিত্যপুর উচ্চবিদ্যালয়ের সিপিএম থেকে নির্বাচিত ৫ অভিভাবক প্রতিনিধি মঙ্গলবার আমাদের দলে যোগ দিয়েছেন।” সিপিএমের বোলপুর জোনাল কমিটির সম্পাদক উৎপল রুদ্র বলেন, “বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখব।” তবে যাঁরা এ দিন তৃণমূলে যোগ দিয়েছেন তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

পাকা ঘাটের দাবি
দুবরাজপুরের চণ্ডীপুর গ্রামে ৮০-৪৫টি পরিবার বাস করে। ওই গ্রামের ব্যবহারযোগ্য ‘রঘুসেন’ নামে একটি পুকুরের ঘাট বাঁধানোর দাবি দীর্ঘদিনের। পাশাপাশি একটি গার্ডওয়াল দিয়ে পুকুরের পাড় বাঁধানোর দাবিও জানিয়েছেন তাঁরা। বাসিন্দাদের ক্ষোভ, বালিজুড়ি পঞ্চায়েত ও দুবরাজপুর পঞ্চায়েত সমিতিতে লিখিত ভাবে জানিয়েও ফল হয়নি। দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি, সিপিএমের প্রিয়ঙ্কা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিষয়টি আমার মাথায় আছে। কী ভাবে কাজটি করানো যায় দেখা হচ্ছে।”

যুবকের অপমৃত্যু
কীটনাশক খেয়ে আত্মঘাতী হল এক যুবক। পুলিশ জানায়, মৃতের নাম শ্যামল প্রামাণিক (৪০)। বাড়ি নলহাটি থানার কানিশাইল গ্রামে। সোমবার দুপুরে অসুস্থ অবস্থায় তাঁকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ওই দিন বিকেলে তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির কারণে ওই যুবক কীটনাশক খেয়েছেন।

অগ্নিদগ্ধ বৃদ্ধার মৃত্যু
মৃত্যু হল অগ্নিদগ্ধ এক বৃদ্ধার। মৃতার নাম মনোরমা নসিপুরি (৭৪)। বাড়ি মাড়গ্রাম থানার তেঁতুলিয়া গ্রামে। এ দিন ভোরে নিজের বাড়িতে ওই বৃদ্ধা গায়ে আগুন দেন। রামপুরহাট হাসপাতালে তাঁর মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.