খেলার টুকরো খবর
জয়ী রামপুরহাট
আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত নবম বর্ষ ‘এ এস সি’ কাপ জিতল রামপুরহাট কোচিং সেন্টার। ৬ নভেম্বর খেলাটি হয়েছে। রামপুরহাট কোচিং সেন্টার ৩-২ গোলে সিউড়ি গোল্ড স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রামপুরহাটের পিন্টু মাহাতো। সিউড়ির সন্তু পাল টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন। ফাইনাল খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন সাঁইথিয়া ব্লক যুব কল্যাণ আধিকারিক মলয় মুখোপাধ্যায়, আয়োজক সংস্থার কার্যকরী সভাপতি অসিত বরণ দে, সম্পাদক সুব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

কাজল-নয়ন কাপ
৪ নভেম্বর থেকে শুরু হয়েছে পুরন্দরপুর ‘আমরা সবাই’ পরিচালিত ৮ দলীয় ‘কাজল-অয়ন’ স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতা। প্রথম দিনের খেলায় কুণ্ডলা একাদশকে ৩-০ গোলে হারিয়ে জয়ী হয়েছে বোলপুর ইয়ং টাউন ক্লাব। ৬ নভেম্বর দ্বিতীয় দিনের খেলায় আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনকে ৩-১ গোলে হারায় মাড়গ্রাম সোনালি স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার পুরন্দরপুর বান্ধব সমিতির মুখোমুখি হয়েছে বোলপুর টাউন ক্লাব। ২-০ গোলে জয়ী হয়েছে পুরন্দরপুর। কাল বৃহস্পতিবার মুখোমুখি হবে পান্ডবেশ্বর একাদশ ও সিউড়ি তরুণ স্মৃতি একাদশ।

জিতল পারুলডাঙা
নানুরের খুজুটিপাড়া দীননাথ ফুটবল অ্যাকাডেমি পরিচালিত ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়েছে শনিবার। ফাইনালে মুখোমুখি হয়েছিল বর্ধমানের গুসকরা স্পোর্টিং ক্লাব ও বীরভূমের পারুলডাঙা পল্লি উন্নয়ন সমিতি। ২-০ গোলে জয়ী হয় বীরভূমের দলটি। ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ ও সেরা হাফ ডিফেন্স নির্বাচিত হন যথাক্রমে পারুলডাঙার রূপলাল মাড্ডি, কালীদাস হেমব্রম এবং কালীচরণ মাড্ডি। ২৪ সেপ্টেম্বর স্থানীয় স্কুল মাঠে ওই প্রতিযোগিতা হয়।

ফুটবল ফাইনাল
লোকপাড়া প্রতিবাদ ক্লাবের ফুটবল।
ময়ূরেশ্বরের লোকপাড়া প্রতিবাদ ক্লাব আয়োজিত মকর্দ্দম হোসেন স্মৃতি, স্বর্ণ ও রৌপ্যপদক ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল পাঁচথুপি মা শ্মশানকালী ক্লাব। ৬ নভেম্বর খেলাটি হয়। তারা ৩-১ গোলে পারুলিয়া তরুণ সঙ্ঘকে হারিয়ে ফাইনালে ওঠে। ২৭ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে বিজয়ী দল মালদহ জনি এস্টার প্রাইজের সঙ্গে।

নকআউট ফুটবল
বোলপুর মহকুমার দুর্গাপুর সিহদো-কানহু লোক সংস্কৃতিকেন্দ্র আয়োজিত ১৬ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে জয়ী হয়েছে গয়েসপুর সেবা সমিতি। রবিবার ওই প্রতিযোগিতায় তারা ২-১ গোলে বোলপুর একাদশকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন যথাক্রমে গয়েশপুরের প্রহ্লাদ ভৌমিক এবং সঞ্জয় কোঁড়া। ওই দিনের খেলায় উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক তাপস দে।

রোড রেস
কাল বৃহস্পতিবার থেকে বীরভূমে শুরু হচ্ছে ‘রাজ্য ক্রশ কান্ট্রি রোড রেস’। বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতা বীরভূম জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের যৌথ পরিচালনায় হচ্ছে। স্থানীয় কুনুরী থেকে জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়াম পর্যন্ত ১২, ৮, ৬ এবং ৩ কিলোমিটার এই রোড রেস প্রতিযোগিতা হবে। ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, সারা রাজ্য থেকে প্রায় ২০০ জন পুরুষ ও মহিলা প্রতিযোগী এতে যোগ দেবেন। এই প্রতিযোগিতা থেকে জাতীয় দৌড় প্রতিযোগিতার জন্য প্রতিযোগীরা নির্বাচিত হবেন।

ফাইনালে পারুলিয়া
ময়ূরেশ্বরের পারুলিয়া তরুণ সঙ্ঘ পরিচালিত ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলা হয়েছে ৫ নভেম্বর। ওই দিন মুখোমুখি হয়েছিল আয়াস নেতাজি বয়েজ ক্লাব ও আয়োজক সংস্থা পারুলিয়া তরুণ সঙ্ঘ। ১-০ গোলে জিতে ফাইনালে উঠেছে পারুলিয়া তরুণ সঙ্ঘ। তারা ফাইনালে সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে খেলবে। ২২ অক্টোবর থেকে স্থানীয় স্কুল মাঠে ওই প্রতিযোগিতা শুরু হয়। উদ্যোক্তারা জানান, ফাইনালের দিন এখনও পর্যন্ত ঠিক হয়নি।

ফাইনালে কাটোয়া
তারাপীঠ মিলন সঙ্ঘ আয়োজিত জয়তারা উইনার্স ও জয়বাম রানার্স নক আউট ফুটবল প্রতিযোগিতার ৩ নভেম্বরের খেলায় বর্ধমান ইয়ং স্টার ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় সেমিফাইনালে জিতল কাটোয়া কলটেক। ১৪ নভেম্বর ফাইনাল খেলায় তারা মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে বিজয়ী দল বর্ধমানের পরাসিয়া আদিবাসী ডায়মণ্ড ক্লাবের সঙ্গে।

সংক্ষেপে

• ১৩ নভেম্বর থেকে সাঁইথিয়ার কামদাকিঙ্কর স্টেডিয়ামে শুরু হচ্ছে বীরভূম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা আন্তক্লাব সিনিয়ার ডিভিশন ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা। প্রতিযোগিতায় যোগ দেবে মহকুমাস্তরের প্রতিযোগিতার উইনার্স ও রানার্স দল।

• ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আয়োজিত এবং বীরভূম জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ক্রীড়া সংস্থার মাঠে ২৬ এবং ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ১৭ আন্তর্জাতিক ক্রিকেট প্রদর্শনী ম্যাচ। যোগ দেবে বাংলাদেশের জাতীয় দল ও বাংলা দল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.