টুকরো খবর
আইন অমান্য পালন শিল্পাঞ্চলে
আইন অমান্য কর্মসূচি পালন করলেন সিটু, এআইটিইউসি এবং বিএমএস শ্রমিক
সংগঠনের কয়েক হাজার শ্রমিক-কর্মী। মঙ্গলবার তোলা নিজস্ব চিত্র।
আইন অমান্য কর্মসূচি পালন করলেন সিটু, এআইটিইউসি ও বিএমএস শ্রমিক সংগঠনের কয়েক হাজার শ্রমিক-কর্মী। মঙ্গলবার আসানসোল ও দুর্গাপুরে কেন্দ্রের শিল্পনীতি, পেট্রোলের মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার অভিযোগে এ দিনের কর্মসূচি পালিত হয়েছে বলে জানান সংগঠনের নেতারা। আসানসোলে এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটু নেতা তথা আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরী, এআইটিইউসি-র সর্বভারতীয় সদস্য তথা রাজ্যসভার সাংসদ রামচন্দ্র সিংহ প্রমুখ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকশো পুলিশ কর্মী মোতায়েন করা হয়। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সদস্য-সমর্থকেরা মহকুমাশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচিতে যোগ দিয়ে গ্রেফতার বরণ করেন। পরে তাঁদের মুক্তি ঘোষণা করেন আসানসোলের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুরজিৎ দত্ত শর্মা। দুর্গাপুরেও গ্রেফতার হওয়া সদস্য-সমর্থকদের পরে ছেড়ে দেওয়া হয়।

কুয়োয় মিলল যুবকের দেহ
৭২ ঘণ্টা পরে মঙ্গলবার সকালে আসানসোলের ফতেপুরের কাছে একটি পরিত্যক্ত কুয়ো থেকে যুবকের দেহ উদ্ধার করলেন আসানসোল পুরসভার সাফাই কর্মীরা। যুবকের নাম-পরিচয় এখনও পুলিশ জনাতে পারেনি। পুলিশ এলাকার বাসিন্দাদের কাছ থেকে জেনেছে, যুবকটি মানসিক ভারসাম্যহীন। কয়েক দিন ধরেই তাঁকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন বাসিন্দারা। রবিবার সকালে যুবকটি ওই পরিত্যক্ত কুয়োয় পড়ে যায়। বাসিন্দারা আওয়াজ পেয়ে পুলিশে খবর দেন। কুয়োটি আবর্জনায় পরিপূর্ণ ছিল। তাই দমকল ও একটি উদ্ধারকারী দল কলকাতা থেকে গিয়েও উদ্ধার কাজে হাত দিতে পারেনি। পরে বাসিন্দারা আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। মেয়রের উদ্যোগে পুরসভার সাফাই কর্মীরা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন। এ দিন সকালে ওই যুবকের দেহ মেলে।

বিনা টিকিটের ট্রেনযাত্রী ধৃত
লক্ষাধিক টাকা-সহ এক বিনা টিকিটের যাত্রীকে সোমবার রাতে নিউ দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস থেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে আরপিএফ। আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার এইচপি নেহালা জানান, ওই যাত্রীর নাম রঞ্জিত কুমার। ওই দিন রাজধানী এক্সপ্রেসের বি ৪ নম্বর কামরার দরজার কাছে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে টহলরত আরপিএফ বাহিনীর সন্দেহ হয়। তার কাছে ট্রেনের টিকিট ছিল না। সঙ্গের একটি ব্যাগে লক্ষাধিক টাকা ছিল। তাকে আসানসোল স্টেশনে নামায় আরপিএফ। জিজ্ঞাসাবাদের সময় সে পুলিশকে জানিয়েছে, সে কলকাতা থেকে চেপে গয়া যাচ্ছিল। ওই টাকা তার ব্যবসার। বিনা টিকিটে গুরুত্বপূর্ণ ট্রেনে যাত্রার জন্য তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বসল নতুন নলকূপ
ভরসা ছিল একটি মাত্র মজা কুয়ো। গ্রীষ্মে জলতল নেমে গেলে সেটাও ব্যবহারের অযোগ্য হয়ে যেত। তখন পুরসভার পাঠানো নামমাত্র জলই ছিল ভরসা। দুর্গাপুরের ২২ নম্বর ওয়ার্ডে প্রণবানন্দ অ্যাভিনিউয়ের বরফকল বস্তির মানুষের এই সমস্যা মেটাতে প্রশাসন তিনটি গভীর নলকূপ বসানোর অর্থ বরাদ্দ করে। বুধবার নলকূপগুলির উদ্বোধন করলেন বস্তির প্রবীণা বাসিন্দা শান্তিময় ছেত্রী। যুব তৃণমূলের পক্ষে শান্তনু সোম জানান, বাসিন্দাদের পানীয় জলের সমস্যার কথা তাঁরা প্রশাসনকে জানিয়েছিলেন। জেলাশাসকের বিশেষ তহবিল থেকে প্রায় দু’লক্ষ টাকা বরাদ্দ হয়।

নভেম্বর বিপ্লব দিবস
সিপিএমের পক্ষ থেকে সোমবার নভেম্বর বিপ্লব দিবস পালন করা হল। আসানসোলের হাটন রোড এলাকায় অবস্থিত লেনিনের মূর্তিতে মালা দেওয়া হয়। এর পরে দলের নেতারা নভেম্বর বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রমিক নেতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর অশোক সামন্ত।

ডিভিসি-র ব্যারাজ পরিদর্শন কমিটির
জলসম্পদ বিষয়ক কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যেরা মঙ্গলবার দুপুরে দুর্গাপুরে ডিভিসি-র ব্যারাজ ঘুরে দেখেন। পরে কমিটির চেয়ারম্যান, সাংসদ দীপক গগৈ জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে পানীয় জল ও সেচের জল নিয়ে একটি পরিকল্পনা পাঠানো হয়েছে। সেই ব্যাপারেই এ দিন কমিটির সদস্যেরা পরিদর্শনে এসেছিলেন। এ দিনের দলের অন্য সদস্যেরা হলেন সাংসদ বদ্রিরাম জাখর, ঘনশ্যাম অনুরাগী, দীপক দাস, মহেন্দ্র সিংহ, পি চৌহান, পি বেনুগোপাল ও এসপিওয়াই রেড্ডি। দিল্লিতে ফিরে গিয়ে তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছে পরিদর্শনের ‘রিপোর্ট’ জমা দেবেন বলে জানান কমিটির চেয়ারম্যান দীপকবাবু।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.