সুপার ডিভিশন লিগ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সুপার ডিভিশন সুপার লিগ ফুটবল প্রতিযোগিতা চলছে দুর্গাপুরে। নিজস্ব চিত্র |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশনের সুপার লিগের খেলায় মঙ্গলবার আমরা ক’জন বয়েজ ক্লাব ৬-০ গোলে নবসূর্য স্পোর্টস অ্যান্ড কালচারকে হারায়। ভগৎ সিংহ ক্রীড়াঙ্গনে আয়োজিত এই খেলায় আমরা ক’জন বয়েজ ক্লাবের রনি রায় দু’টি, সুরজিৎ বাউরি, স্বপন সর্দার, রবি হালদার ও সাবির আলি আনসারি গোল করেন। ম্যাচ পরিচালনা করেন অশোক মশান, জিতেন রুইদাস, ওমপ্রকাশ সিংহ ও পার্থসারথি বন্দ্যোপাধ্যায়। |
স্মৃতি ফুটবল
নিজস্ব সংবাদদাতা • আউশগ্রাম |
এড়াল অঞ্চল ফ্রেন্ডস ইউনিয়ন পরিচালিত সুধীরকুমার মণ্ডল, রণজিৎকুমার রাজা স্মৃতি মাহিন্দ্রা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে গেল শ্যাওড়াফুলি একাদশ। রবিবার অভিরামপুর মাঠে প্রথম সেমিফাইনালে তারা টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় বোলপুর বিশ্বভারতীকে। |
খোখো-র ফাইনালে উঠল বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় খোখো ছেলেদের প্রতিযোগিতার গ্রুপ ফাইনালে উঠল বর্ধমান। ওড়িশার উৎকল বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথম ম্যাচে বর্ধমান উত্তরপ্রদেশের কাশী বিদ্যাপীঠকে ১৫-৩ পয়েন্টে এবং কল্যাণীকে ২৫-১০ পয়েন্টে হারিয়ে গ্রুপ ফাইনালে ওঠে। আজ, বুধবার তারা ছত্তীসগঢের পণ্ডিত রবিশঙ্কর শুক্ল বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হচ্ছে। |
হুড়কোডাঙার হার
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
কাটোয়া লোহাপোতা গ্রাম উন্নয়ন পাঠাগারের উদ্যোগে আয়োজিত এক ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল পূর্বস্থলীর ন’পাড়া আমরা ক’জন ক্লাব। মঙ্গলবার লোহাপোতা মাঠে ফাইনালে তারা মন্তেশ্বরের হুড়কোডাঙা শাহাজাদ ক্লাবকে ৪-১ গোলে হারায়। আমরা ক’জন ক্লাবের হয়ে গোল করেন নওসাদ আলি ও খাইরুল শেখ। শাহাজাদ ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন ঝন্টু মল্লিক। ফাইনালের সেরা আমরা ক’জন ক্লাবের নওসাদ আলি। |
স্মৃতি ফুটবল
নিজস্ব সংবাদদাতা • আউশগ্রাম |
এড়াল অঞ্চল ফ্রেন্ডস ইউনিয়ন পরিচালিত সুধীরকুমার মণ্ডল, রণজিৎকুমার রাজা স্মৃতি মাহিন্দ্রা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে গেল শ্যাওড়াফুলি একাদশ। রবিবার অভিরামপুর ফুটবল মাঠে প্রথম সেমি ফাইনালে তারা টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় বোলপুর বিশ্বভারতীকে। মাঠে উপস্থিত ছিলেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা সংস্থার এমডি দীপক রুদ্র। |
সুপার লিগ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশনের সুপার লিগের খেলায় মঙ্গলবার আমরা ক’জন বয়েজ ক্লাব ৬-০ গোলে নবসূর্য স্পোর্টস অ্যান্ড কালচারকে হারায়। |