টুকরো খবর
কাল ‘জেল ভরো’য় নেই আইএনটিইউসি
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা ‘জেল ভরো’ কর্মসূচিতে এ রাজ্যে অংশগ্রহণ করবে না আইএনটিইউসি। তারা কাল, মঙ্গলবার ওই কর্মসূচির দিনই আলাদা ভাবে মিছিল করবে কলকাতায় প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনের লাগোয়া মাঠ থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত। আইএনটিইউসি-র রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য রবিবার বলেন, “সিটুর অন্যায়ের জন্যই আমরা আলাদা কর্মসূচি নিতে বাধ্য হলাম।” সিটু, আইএনটিইউসি-সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির ডাকে শ্রমিকস্বার্থের ৯ দফা দাবিতে মঙ্গলবার দেশ জুড়ে ‘জেল ভরো’ কর্মসূচি হবে। তারই অংশ হিসাবে এ রাজ্যে কলকাতার রানি রাসমণি রোডে ‘জেল ভরো’ কর্মসূচি রয়েছে। আইএনটিইউসি ওই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির অন্যতম শরিক হিসাবে দেশের অন্য জায়গায় ওই কর্মসূচিতেই অংশ নেবে। কিন্তু এ রাজ্যে সিটুর তরফে ওই কর্মসূচির যে প্রচার চালানো হয়েছে, তাতে দাবিগুলির মধ্যে ‘পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান সন্ত্রাসে’র বিরোধিতাও রয়েছে। যা আদতে যৌথ শ্রমিক আন্দোলনের মঞ্চকে ব্যবহার করে সিপিএমের তৃণমূল-বিরোধী রাজনৈতিক প্রচার। এ রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট সরকারের শরিক কংগ্রেসের পক্ষে বিষয়টি ‘অস্বস্তিকর’। তাই তাদের শ্রমিক সংগঠন ওই ‘জেল ভরো’য় সামিল না-হয়ে পৃথক মিছিল করবে। যদিও এ রাজ্যে কংগ্রেস নেতৃত্ব তাঁদের কর্মীদের উপরে তৃণমূলের আক্রমণের অভিযোগ নিরন্তর তুলে যাচ্ছেন। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির সংযুক্ত দাবিসনদে ওই ‘সন্ত্রাসে’র প্রসঙ্গ ছিল না। ‘জেল ভরো’য় থেকেও তা নিয়ে আপত্তি তুলেছে সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে থাকা সত্ত্বেও একই কারণে এ রাজ্যে সিটুর সঙ্গে ‘জেল ভরো’য় যাচ্ছে না সিপিআই (এমএল) লিবারেশনের শ্রমিক সংগঠন এআইসিসিটিইউ-ও। তারা পৃথক ভাবে কলেজ স্কোয়ার থেকে ফিয়ার্স লেন পর্যন্ত মিছিল করে সেখানে ‘জেল ভরো’ কর্মসূচি পালন করবে। একই দিনে এসইউসি-র সংগঠন এআইইউটিইউসি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সেই ফিয়ার্স লেনে গিয়েই আলাদা ভাবে আইন অমান্য করবে!

সেনা-জনতা সংঘর্ষে জখম আট
সেনা জওয়ানদের সঙ্গে সংঘর্ষে শোনিতপুর জেলায় আটজন জখম হয়েছে। ঘটনার শুরু এক বাইক আরোহীকে ঘিরে। পুলিশ সূত্রে খবর, শোলমারা চেক গেটে একটি বাইক সেনা চত্বরে ঢুকে পড়ে। জওয়ানরা তাকে আটকালে কথা কাটাকাটি শুরু হয়। ৪ নম্বর কোরের সিপিআরও কর্নেল যোশি বলেন, “এই শিবিরের মধ্যে একটি বাজার ও পাশের গ্রামে যাওয়ার রাস্তা রয়েছে। কেউ তা ব্যবহার করতে চাইলে তাদের অনুমতি দেওয়া হয়। কিন্তু ওই বাইক আরোহীর কাছে অনুমতিপত্র ছিল না।” নেপালি বস্তির বাসিন্দারা ওই বাইক আরোহীর পক্ষ নিয়ে জওয়ানদের ঘিরে ধরে। সেনা ছাউনি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। গ্রামবাসীরা ফটক ভাঙার চেষ্টা করলে সেনাবাহিনী গুলি চালায়। পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয় আটজন বাসিন্দা সংঘর্ষে জখম হয়েছে। ২ জন হাসপাতালে ভর্তি। ঘটনায় কয়েকজন জওয়ানও জখম হয়। পরে জেলাশাসক ও এসপি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কুড়ানকুলামকে সমর্থন প্রাক্তন রাষ্ট্রপতির
কুড়ানকুলামের পরমাণু বিদ্যুৎ প্রকল্প নিয়ে ভয়ের কিছু নেই বলে মনে করেন প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম। তাঁর মতে এই প্রকল্প যথেষ্ট নিরাপদ। এবং তেজস্ক্রিয় বর্জ্য পরিশোধন অঞ্চল থেকে বিকিরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলেও মনে করেন তিনি। তামিলনাড়ুর কুড়ানকুলামে ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে একটি পরমাণু বিদ্যুৎ প্রকল্প গড়া হচ্ছে। কিন্তু এই প্রকল্প থেকে দূষণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় গত কয়েক মাস ধরেই স্থানীয় বাসিন্দারা অবরোধ বিক্ষোভ চালাচ্ছে। সেই প্রসঙ্গে উদ্বিগ্ন কালাম আজ কুড়ানকুলামে গিয়ে প্রকল্পের বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন। এর পরে তিনি সাংবাদিকদের জানান, এক জন বিজ্ঞানী হিসেবেই তিনি এখানে এসেছেন। এখানকার নিরাপত্তা ব্যবস্থা দেখে তিনি সন্তুষ্ট। আগামিকাল বাসিন্দাদের সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত ১৯৯৮ সালে অটল বিহারী বাজপেয়ীর আমলে পোখরানে পরমাণু অস্ত্র পরীক্ষার সময়ে প্রধানমন্ত্রীর বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা ছিলেন কালাম।

ছাপার ভুলে লটারি বিভ্রাট
কোটিপতি আর হওয়া হল না। হঠাৎই তাঁর নামে একটা চিঠি এসেছে। লেখা, “লটারিতে জেতা ওই ১ কোটি আপনার নয়, সবটাই ছাপার ভুল, আমরা ক্ষমাপ্রার্থী।” হতভাগ্য কেরলের বাসিন্দা বছর পয়ষট্টির জর্জ মামেন। রাজ্য সরকারের একটি লটারির টিকিট কেটেছিলেন জর্জ। কিছু দিন পরে বের হয় তাঁর নাম। দ্বিতীয় পুরস্কার এক কোটি টাকা জিতে ফেলেছেন তিনি। এর এক মাস পরে হঠাৎই এই চিঠি। তবে, ১০ লক্ষ টাকা জুটছে তাঁর কপালে। সান্ত্বনা পুরস্কার। সরকারি তরফে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট দফতরের যে চার কর্মীর উপর লটারির দায়িত্ব ছিল, তাঁদের বরখাস্ত করা হয়েছে। তবে, ওই ১ কোটির বিজেতাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

রেলে দুর্নীতি রোধ সপ্তাহ
সারা দেশের সঙ্গে এ রাজ্যেও রেলের তিন জোনে দুর্নীতি রুখতে ‘ভিজিল্যান্স সপ্তাহ’ পালন করা হল। এই উপলক্ষে পূর্ব, দক্ষিণ-পূর্ব ও মেট্রো রেলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে ট্রেনের টিকিটের দালালি, ট্রেনে অবৈধ ভ্রমণ, ভুয়ো চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার পাশাপাশি রেলের সর্ব স্তরে বিভিন্ন বিষয়ে কী ভাবে দুর্নীতি কমানো যায়, তা নিয়ে আলোচনা হয় ওই সব অনুষ্ঠানে। আলোচনায় কেন্দ্রীয় সরকারের মুখ্য তথ্য কমিশনার সত্যানন্দ মিশ্র বলেন, “তথ্যের অধিকার চালু হওয়ায় সর্বস্তরে পরে কিছুটা দুর্নীতি কমেছে।” এ ব্যাপারে সচেতনতা বাড়াতে স্টেশনে স্টেশনে এবং রেলের অফিসে পোস্টার, ব্যানার, হোর্ডিং লাগিয়েছিলেন রেল-কর্তৃপক্ষ। ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভিজিল্যান্স সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্টেশনে দুর্নীতি নিয়ে যাত্রীদের সঙ্গে আলোচনারও ব্যবস্থা করা হয়েছিল।

জঙ্গির গুলিতে হত ব্যবসায়ী
জঙ্গিদের গুলিতে মারা গেলেন এক ব্যবসায়ী। গত কাল সন্ধ্যায় তিনসুকিয়ার মোরানে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, রাতে দোকান বন্ধ করে ছেলের সঙ্গে বাড়ি ফিরছিলেন বামুনবাড়ির বাসিন্দা ননী পণ্ডিত। মরান-নাহরকাটিয়া রোডে, তিলনিজান চা বাগানের কাছে, ঘাপটি মেরে থাকা বন্দুকধারীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। ননীবাবু ঘটনাস্থলেই মারা যান। তাঁর ছেলের গায়ে গুলি লাগেনি।

বিচার পাননি শিখরা: রামদেব
প্রধানমন্ত্রী মনমোহন সিংহ শিখ হলেও ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গায় ক্ষতিগ্রস্তরা এখনও বিচার পাননি। ইউপিএ সরকারের বিরুদ্ধে ঠিক এই ভাষাতেই ফের মুখ খুললেন যোগগুরু রামদেব। পঞ্জাবের আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেসকে ‘শিক্ষা’ দেওয়ার ডাক দিয়েছেন রামদেব। তাঁর দাবি, কংগ্রেস ডুবন্ত জাহাজ। অনেক কংগ্রেস কর্মী দল ছাড়তে চান। বিদেশের ব্যাঙ্ক থেকে কালো টাকা ফেরানো নিয়ে জন সমর্থন জোগাড় করতে চান যোগগুরু। এই নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে চান। তাঁর মতে, ব্যক্তিগত সম্পত্তির ঊর্ধ্বসীমা বেঁধে তার অতিরিক্ত সম্পত্তিকে জাতীয় সম্পদ বলে ঘোষণা করতে হবে। তবে কালো টাকা বিদেশে জমানো বন্ধ করা সম্ভব।

অযোধ্যার জন্য প্যাকেজ কেন্দ্রের
অযোধ্যার উন্নয়নের জন্য ১০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী সুবোধকান্ত সহায়। রবিবার অযোধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সহায়। তিনি বলেন, “রামের জন্মস্থান অযোধ্যাকে আমি জাতীয় ও আন্তর্জাতিক মানচিত্রে তুলে আনতে চাই।” রবিবারই প্রথম কিস্তি হিসেবে প্যাকেজের পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছেন সহায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.