|
|
|
|
সেই কালিদাস ফের সিআইডি হেফাজতে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর ও হলদিয়া |
দাসেরবাঁধের কঙ্কাল-কাণ্ডে জেলবন্দি কেশপুরের সিপিএম কর্মী কালিদাস চৌধুরীকে শালবনির অন্য এক কঙ্কাল-কাণ্ডে নিজেদের হেফাজতে নিল সিআইডি। গত বছর ফেব্রুয়ারিতে গোদাপিয়াশাল থেকে নিখোঁজ হয়েছিলেন তৃণমূল কর্মী যজ্ঞেশ্বর মাহাতো। তৃণমূলের পক্ষ থেকে সে সময়ে সিপিএমের বিরুদ্ধেই যজ্ঞেশ্বরকে অপহরণের অভিযোগ করা হয়েছিল। এ বছর জুনের শেষে কেশপুর লাগোয়া শালবনির মোহনপুরে মাটি খুঁড়ে কিছু হাড়গোড় উদ্ধার হয়। সেই দেহাবশেষ যজ্ঞেশ্বরের বলেই দাবি করেন পরিজনেরা। ২৬ জন সিপিএম নেতা-কর্মীর নামে খুন ও লাশ লোপাটের অভিযোগ দায়ের হয়। তদন্তভার পায় সিআইডি। এই মামলার এফআইআরে অভিযুক্তের তালিকায় কালিদাসের নাম না থাকলেও তদন্তে তাঁর যোগসাজশের প্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবি সিআইডি-র। জেলবন্দি কালিদাসকে এই মামলায় যুক্ত করতে চেয়ে আদালতে আবেদন জানায় তারা। মেদিনীপুরের সিজেএম কালিদাসের নামে পরোয়ানা জারি করে শনিবার তাঁকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। এ দিন শুনানির পরে কালিদাসকে ৪ দিনের জন্য সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম অমিতাভ দাস।
পূজাবকাশের মধ্যে জেলা দায়রা বিচারকের বিশেষ এজলাসে অসুস্থতার কারণে দাসেরবাঁধ-কাণ্ডে জামিনের আবেদন করেছিলেন কালিদাসের আইনজীবী। এক দফা সেই আবেদন মঞ্জুর হয়েও গিয়েছিল। চার্জশিট হয়ে যাওয়া মামলায় জেলবন্দি এক জনের জামিন হওয়ায় শোরগোল পড়ে যায়। জেলা দায়রা বিচারক অবশ্য বৃহস্পতিবারই সেই জামিনও বাতিল করে দেন। এ বার অন্য কঙ্কাল-কাণ্ডে ফের সিআইডি হেফাজতে গেলেন প্রৌঢ় এই সিপিএম কর্মী।
এ দিকে, লৌহ আকরিকের চুরি, জালিয়াতির অভিযোগে ধৃত লক্ষ্মণ শেঠ-ঘনিষ্ঠ হলদিয়ার সিপিএম নেতা তথা ব্যবসায়ী শেখ মজফ্ফরের জামিনের আবেদন ফের নাকচ করল আদালত। শনিবার তাঁকে হাজির করা হয়েছিল হলদিয়া এসিজেএম আদালতে। বিচারক জামিনের আবেদন খারজি করে অভিযুক্তকে আরও ১৪ দিন জেল হেফাজতে রাখারই নির্দেশ দেন। |
|
|
|
|
|