মুখপাত্রদের মাধ্যমে আর নয়, দলের সভাপতি নিতিন গডকড়ীর সূত্র মেনে এ বারে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে সরাসরি নিশানা করলেন লালকৃষ্ণ আডবাণী। দুর্নীতি বিরোধী রথ নিয়ে মহারাষ্ট্র সফরে গিয়ে কালো টাকা, মূল্যবৃদ্ধির মতো বিষয়ে সনিয়া গাঁধীর ‘নীরবতা’ নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী।
ক’দিন আগেই বিজেপি সনিয়ার বিরুদ্ধে নতুন করে আক্রমণ শানানো শুরু করে। মূলত দলের সভাপতি নিতিন গডকড়ীর উদ্যোগেই কংগ্রেস সভানেত্রীকে ফের আক্রমণ করা শুরু হয়। বিজেপি নেতৃত্ব মনে করেন, ২০১৪-র লোকসভা ভোটে মনমোহন সিংহকে সামনে রেখে ময়দানে নামবে না কংগ্রেস। বিজেপি সূত্রের খবর, সে কারণেই শুক্রবার মুম্বইয়ে গডকড়ীর এক বিশেষ দূত আডবাণীর সঙ্গে দেখা করে সভাপতির তরফে সনিয়াকে আক্রমণ করার বার্তা দেন। তার পরেই আজ মুম্বইয়ে আডবাণী বলেন, “দুর্নীতি, কালো টাকা, মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলি নিয়ে কংগ্রেস সভানেত্রী সম্পূর্ণ নীরব কেন? এ ব্যাপারে কংগ্রেস মুখপাত্ররা এবং মাঝেমধ্যে প্রধানমন্ত্রী মুখ খুলছেন। কিন্তু উনি (সনিয়া) কখনও কিছু বলেননি।”
এখানেই অবশ্য থামেননি আডবাণী। ইউপিএ সরকারে ক্ষমতার রাশ যে সনিয়া গাঁধীর হাতেই রয়েছে, তা স্পষ্ট করে দিয়ে আডবাণী বলেন, “এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতে প্রায় কমিউনিস্ট দেশগুলির কায়দায় প্রশাসন চলছে! কমিউনিস্ট দেশগুলিতে পার্টির প্রধানের হাতেই থাকে ক্ষমতার চাবিকাঠি। এ ক্ষেত্রেও প্রকৃত ক্ষমতা রয়েছে কংগ্রেস দলনেত্রীর হাতে।”
সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে বিজেপি যে কালো টাকা প্রশ্নে সরকারকে বিপাকে ফেলতে সব রকম চেষ্টা চালাবে, তা-ও এ দিন স্পষ্ট করে দিয়েছেন আডবাণী। তিনি জানিয়েছেন, বিদেশ থেকে কালো টাকা দেশে ফেরাতে সরকার কী ব্যবস্থা নিয়েছে, দেশের তা জানার অধিকার আছে। |