ভাঙাভাঙি বন্ধ করে হলদিয়ার বিসি রায় ডেন্টাল কলেজ হাসপাতালকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছিল ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া (ডিসিআই)। কিন্তু তাদের নির্দেশ মেনে ১০ দিনের মধ্যে ডেন্টাল কলেজকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারলেন না কলেজ-কর্তৃপক্ষ। ওই কলেজের ভবিষ্যৎ কী হবে, আগামী ১০ নভেম্বর বৈঠকে বসে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিসিআই।
শুক্রবার ডেন্টাল কলেজকে দেওয়া সময়সীমা শেষ হয়েছে। গত ২০ অক্টোবর ওই নির্দেশ দেওয়া হয়েছিল। মাঝখানে কালীপুজো, ভাইফোঁটা ও রবিবার থাকায় কিছু দিন বেশি সময়ও পাওয়া গিয়েছে। তা সত্ত্বেও নির্দেশ পালন করা হয়নি। রাজ্যের স্বাস্থ্য (শিক্ষা) অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, “ডিসিআইয়ের নির্দেশ অনুযায়ী ডেন্টাল কলেজকে আগের অবস্থায় ফেরানোর কাজ কী ভাবে হচ্ছে, তার উপরে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছিল স্বাস্থ্য দফতরের গড়া একটি কমিটিকে। সেই কমিটি বৃহস্পতিবার কলেজ ঘুরে এসে জানিয়েছে, সময়মতো কাজ শেষ হয়নি। ডিসিআইয়ের কাছে রিপোর্ট পাঠানো হচ্ছে।” ডিসিআইয়ের সভাপতি দিব্যেন্দু মজুমদার জানিয়েছেন, ১০ নভেম্বর ওই রিপোর্টের ভিত্তিতে আলোচনা করে কলেজ ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।
বিধি ভেঙে হলদিয়ায় ওই বেসরকারি ডেন্টাল কলেজের বাড়িতেই বেসরকারি মেডিক্যাল কলেজ চালানোর অভিযোগ উঠেছে কলেজ-কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত ১২ অক্টোবর সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, একই বাড়িতে ডেন্টাল এবং মেডিক্যাল কলেজ চালিয়ে কর্তৃপক্ষ বিধি ভেঙেছেন। সিপিএমের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ ওই কলেজের পরিচালন কমিটির সভাপতি। ‘আইকেয়ার’ নামে যে-স্বেচ্ছাসেবী সংস্থা ওই মেডিক্যাল কলেজ তৈরি করেছে, তিনি সেটিরও চেয়ারম্যান। অভিযোগ, মেডিক্যাল কলেজের অনুমোদন পাওয়ার জন্য মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)-র প্রথম পরিদর্শনের আগে ডেন্টাল কলেজের ছাত্রছাত্রীদের মূল ভবন থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। ডেন্টাল কলেজের বাড়ি তৈরির কাজ শেষ না-করেই মূল ভবন ভেঙে অন্য রূপ দেওয়া হয়। পরে এমসিআই এবং ডিসিআইয়ের যৌথ পরিদর্শনে যায়। তার পরে তারা একই বাড়িতে দু’টি কলেজ চালানোর কথা জানায় সর্বোচ্চ আদালতকে। |