একটি দেহ উদ্ধার করতে পুলিশ দেরিতে যাওয়ার অভিযোগে পথ অবরোধ করলেন বাসিন্দারা। শুক্রবার সকালে পুরুলিয়ার পুঞ্চা থানার ভাগাবাঁধ গ্রামের এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখানে যাত্রী প্রতীক্ষালয়ে বছর চল্লিশের এক পুরুষের দেহ পড়েছিল। অভিযোগ, খবর দেওয়ার পরেও পুলিশ দেহ উদ্ধার করতে যেতে দেরি করেছে। তাই তাঁরা পুঞ্চা-ভাগাবাঁধ রাস্তা আধ ঘণ্টারও বেশি সময় অবরোধ করেন। পুলিশ দেহটি উদ্ধার করে। বাসিন্দাদের অভিযোগ পুলিশ অস্বীকার করেছে।
|
এক তরুণীর অপমৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর নাম সন্দীপা দেব ওরফে সুপ্রিয়া সূত্রধর (১৯)। শৈশব থেকে তিনি পুরুলিয়ার জয়পুরের পুন্দাগে আনন্দমার্গীদের আশ্রমে থাকতেন। বৃহস্পতিবার রাতে কোটশিলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। দেহটির ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের মুখ্য জনসংযোগ সচিব দিব্যচেতনানন্দ অবধূত বলেন, “ওই তরুণী রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। শুনেছি আশ্রমের বাইরে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।” পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। |