|
|
|
|
কংগ্রেসের পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থার হুমকি তৃণমূলের |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বসিরহাট পুরসভার কংগ্রেস পরিচালিত বোর্ডের বিরুদ্ধে স্বজনপোষণ, দুর্নীতি, অনুন্নয়ন-সহ কয়েকটি অভিযোগ তুলে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার ‘হুমকি’ দিয়ে শুক্রবার মিছিল করল তৃণমূল। এই ঘটনায় অবশ্য বিচলিত নন পুরপ্রধান কংগ্রেসের কৃষ্ণা মজুমদার।
অভিযোগ উড়িয়ে দিয়ে পুরপ্রধান বলেন, “শহরের যে সব রাস্তা খারাপ, তা দেখভালের দায়িত্ব পূর্ত দফতরের। যে রাস্তাগুলি পুরসভার দেখভালের কথা, তা ভাল অবস্থাতেই রয়েছে। স্বজনপোষণ বা অন্যান্য অভিযোগ সত্য নয়। কোথায় দুর্নীতি হচ্ছে, তা বলা হোক।” পুর এলাকায় উন্নয়নের কাজ যথেষ্ট ভাল ভাবে হচ্ছে দাবি করে কৃষ্ণাদেবী বলেন, “কেউ যদি মনে করেন আমার বিরুদ্ধে অনাস্থা আনতেই পারেন। তবে এ সব না করে গঠনমূলক সমালোচনা হলেই ভাল।”
বসিরহাট পুরসভার মোট আসন ২২। কংগ্রেসের দখলে রয়েছে ১০টি আসন। তৃণমূল, সিপিএম এবং সিপিআইয়ের দখলে রয়েছে যথাক্রমে ৭টি, ৪টি এবং ১টি আসন। বোর্ড গঠনের সময়ে কংগ্রেসকে বাইরে থেকে সমর্থন জানায় তৃণমূল।
পুরসভার পরিষদীয় দলনেতা তৃণমূলের পার্থসারথি বসু বলেন, “নগর উন্নয়নের কাজ হবে মনে করে কংগ্রেসকে সমর্থন করেছিলাম। মাত্র দেড় বছরে আমাদের সেই ভুল ভেঙেছে। কংগ্রেস পরিচালিত বোর্ড শহরের উন্নয়ন স্তব্ধ করে দিয়েছে। মেরামতির অভাবে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বেশ কয়েকটি ওয়ার্ডের মানুষ পানীয় জল পাচ্ছেন না।” তাঁর আরও অভিযোগ, পার্ক, পিকনিক স্পট বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। আগামী সপ্তাহে পুরবোর্ড থেকে সমর্থন প্রত্যাহার করে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হবে বলেও তিনি জানিয়েছেন। |
|
|
|
|
|