|
|
|
|
শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ খেজুরিতে |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
মিড ডে মিল রান্না করাকে কেন্দ্র করে দুই স্বনির্ভর গোষ্ঠীর বিরোধের জেরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ উঠল। গত সোমবার ঘটনাটি ঘটেছে খেজুরির বাঁশগোড়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনার জেরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বাসবী দাস (গিরি) মানসিক ভাবে ভেঙে পড়েছেন। সোমবার থেকে ওই স্কুলে মিড ডে মিলও বন্ধ। বঞ্চিত হচ্ছে স্কুলের ৬২ জন ছাত্রছাত্রী। গোটা বিষয়টি বাসবীদেবী খেজুরি ১-এর বিডিও অরুময় ভট্টাচার্য ও খেজুরি ১ অবর বিদ্যালয় পরিদর্শক দিলীপ আদকের কাছে লিখিত ভাবে জানিয়েছেন। মিড ডে মিলের দায়িত্বভার থেকে অব্যাহতিও চেয়েছেন। বিডিও অবশ্য বলেন, “আমি ওই শিক্ষিকাকে নির্ভয়ে স্কুলে যেতে বলেছি। নিরাপত্তার দায়িত্ব নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।”
কামারদা গ্রাম পঞ্চায়েত এলাকার এই প্রাথমিক বিদ্যালয়ে গত সোমবার নিয়মমাফিক মিড ডে মিল রান্না করতে এসেছিল ‘রবীন্দ্র গোষ্ঠী’। ‘নেতাজি গোষ্ঠী’ নামে নতুন একটি স্বনির্ভর গোষ্ঠী তাদের বাধা দিলে গোলমাল বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় কয়েকজন দুই গোষ্ঠীকেই রান্না করতে বাধা দেয় এবং বাসবীদেবীকে স্কুলে তালা দিয়ে চলে যেতে বলেন বলে জানা গিয়েছে। কাঁথির বাড়িতে প্রায় শয্যাশায়ী বাসবীদেবী বলেন, “আমাকে অশালীন আচরণের মধ্যে পড়তে হয়। শেষমেশ তৃণমূলের অঞ্চল সভাপতি নির্মল পাত্র এসে আমাকে উদ্ধার করেন ও স্কুল ছেড়ে চলে যেতে বলেন। মিড ডে মিলের রান্না নিয়ে গত ৯ সেপ্টেম্বর স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিদের এক বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়, পুরনো ৪টি স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ মা কালী, রবীন্দ্র, নেতাজি ও মা চণ্ডী রান্না করবে। অক্টোবর ও নভেম্বরে রবীন্দ্র গোষ্ঠীর রান্না করার কথা।” তবে বিডিও আশ্বাস দিলেও নিরাপত্তার অভাব বোধ করায় আপাতত স্কুলে যেতে রাজি নন বাসবীদেবী। |
|
|
|
|
|