|
|
|
|
সার পাচারের অভিযোগ, গুদাম সিল |
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া |
সারের কালোবাজারি রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু তা সত্বেও অসাধু ব্যবসা যে থেমে নেই। শুক্রবার এমনই অভিযোগ উঠল হুগলির পাণ্ডুয়ায়। সেখানে একটি ট্রাক্টর-বোঝাই সার পাচারের সময় হাতেনাতে ধরে ফেলল জনতা। একটি কৃষি সমবায় সমিতি থেকে বেআইনি ভাবে অতিরিক্ত দামে ওই সার বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ। প্রশাসনের নির্দেশে সমবায়ের গুদাম সিল করে দেওয়া হয়। খাতাপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
মহকুমাশাসক (সদর) জলি চৌধুরী বলেন, “অতিরিক্ত দামে নিয়ম বহির্ভূত ভাবে ওই সার বিক্রি করা হয়েছিল। এটা গর্হিত কাজ। ইতিমধ্যেই ওই সমবায়ের গুদাম সিল করে দেওয়া হয়েছে। খাতাপত্রের হিসেব খতিয়ে দেখে শনিবার প্রশাসনের তরফে থানায় এফআইআর করা হবে।”
এ দিন দুপুরে পাণ্ডুয়ার সরাই-তিন্না পঞ্চায়েতের সরাই গ্রামে সারবোঝাই একটি ট্রাক্টর আটকান গ্রামবাসীরা। পুলিশ এবং প্রশাসনের কর্তাদের খবর দেওয়া হয়। তাঁরা এসে জানতে পারেন, আব্দুল ওহিদ এবং আব্দুল রহমান নামে দুই ব্যবসায়ী অতিরিক্ত দাম দিয়ে ওই সার কিনেছেন সরাই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড থেকে। জেলা কৃষি দফতরের কর্তারাও ঘটনাস্থলে আসেন। ওহিদ এবং রহমান জানান, নির্ধারিত মূল্য অনুযায়ী ওই সারের দাম ৪২ হাজার ৪৫৬ টাকা। কিন্তি তাঁরা তা কিনেছেন ৫৬ হাজার ৮৫০ টাকায়। দু’জনের কেউই ওই সমবায়ের সদস্য নন। ওই সমবায় এলাকার মধ্যেও তাঁরা পড়েন না। ফলে, নিয়ম অনুযায়ী ওই সমবায় থেকে সার কিনতেই পারেন না তাঁরা। সমবায়টি সিপিএম পরিচালিত।
সমবায়েরই চার সদস্য সেখানকার ম্যানেজার শঙ্কর নন্দী, সচিব নারায়ণচন্দ্র দেবনাথ, সভাপতি বিজয় রায় এবং সমবায়ের অপর এক কর্মকর্তা তথা স্থানীয় পঞ্চায়েতের সিপিএম প্রধান চন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। চন্দ্রনাথবাবু বলেন, “সরকারি নিয়মেই রয়েছে, ব্লকের মধ্যে থাকা ব্যবসায়ীকে সমবায় থেকে সার বিক্রি করা যায়। আর ওই দু’জনের কাছে সরকারি দামেই সার বিক্রি করা হয়েছিল। ক্যাশমেমোতেও তা-ই রয়েছে। ওঁরা যদি অন্য কাউকে আলাদা ভাবে টাকা দিয়ে থাকেন, সেটা বলতে পারব না। সে দায়িত্ব ওঁদেরই।” চন্দ্রনাথবাবুর দাবি, “অযথা ঝামেলা করতে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।”
|
বলাগড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের |
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
ছোট ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। তাঁর ৫ সঙ্গী সামান্য আহত হন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে হুগলির বলাগড় রাইস মিলের কাছে অসম লিঙ্ক রোডে। পুলিশ জানায়, মৃতের নাম রাজা চক্রবর্তী (৩৫)। বাড়ি কল্যাণীতে। এ দিন সকালে গোঘাটের পচাখালিতে একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে ৫ জন গুরুতর জখম হন। আহতেরা সকলেই গাড়িটির আরোহী। |
|
|
|
|
|