পিলাক ভ্যালি জেলা উন্নয়ন কমিটির (নাগরিক মঞ্চ) আন্দোলনের সমর্থনে কংগ্রেস এ বার সরাসরি আসরে নেমে পড়ল। এই দাবির সমর্থনে জেলা কংগ্রেস কাল শনিবার দক্ষিণ ত্রিপুরায় ১২ ঘণ্টার বন্ধ ডেকেছে। কমিটির বিক্ষোভ-আন্দোলন ক্রমশই ছড়িয়ে পড়ছে। জেলার একটা বড় অংশের মানুষ এই দাবির সমর্থনে বিক্ষোভ মিছিলে সামিল হচ্ছেন। সেই সুযোগে গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস জেলায় নতুন উদ্যমে ফিরে আসার লক্ষ্যে এই আন্দোলনকে জোরদার সমর্থন করতে শুরু করে দিয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদস্য এবং দক্ষিণ ত্রিপুরা জেলা কংগ্রেসের এক কর্মকর্তা ব্রজেন্দ্র মগ চৌধুরি জানালেন, পিলাক ভ্যালি জেলা উন্নয়ন কমিটির (নাগরিক মঞ্চ) যে আন্দোলন শুরু হয়েছে, তাকে কংগ্রেস ‘রাজনৈতিক ভাবে’ সমর্থন করছে।
একই দাবির সমর্থনে কংগ্রেসের পক্ষ থেকে গঠিত হয়েছে ‘পিলাক জেলা আন্দোলন কমিটি’। কমিটিকে সঙ্গে নিয়ে এই দাবির সমর্থনে জেলা কংগ্রেস কাল দক্ষিণ ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রে শান্তিরবাজার, জোলাইবাড়ি, মনু এবং সাব্রুমে, ১২ ঘণ্টার বন্ধ পালন করবে। বন্ধ পালিত হবে সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। বিলোনিয়া, ঋষ্যমুখ ও রামনগরে বন্ধ হবে না। ব্রজেন্দ্র মগ চৌধুরি আরও বলেন, ত্রিপুরা প্রদেশ কংগ্রসের নেতাদের সঙ্গে আলোচনা করেই বন্ধ ডাকা হয়েছে। সীমান্ত সংলগ্ন এলাকা বিলোনিয়াকে জেলা সদর হিসেবে কখনওই মেনে নেওয়া যাবে না। এ দিকে, দক্ষিণ ত্রিপুরা জেলার তিনটে মহকুমার বিলোনিয়া বাদে, বাকি দু’টি শান্তিরবাজার ও সাব্রুমে ‘পিলাক ভ্যালি’ জেলা গঠন ও জোলাইবাড়িতে জেলা সদর গঠনের দাবি ক্রমশই তীব্রতর হচ্ছে। বনধের সমর্থনে এই জোলাইবাড়ির বিভিন্ন প্রান্তে আজ মিছিল বেরিয়েছে।
পিলাক ভ্যালি জেলা উন্নয়ন কমিটির সদস্য বাম রাজনীতির সক্রিয় সমর্থক উত্তম সরকার এ প্রসঙ্গে জানালেন, কংগ্রেসের সঙ্গে সিপিএমের রাজনৈতিক মতার্দশের ভিন্নতা থাকা সত্ত্বেও, জেলায় কংগ্রেসের ডাকা শনিবারের বন্ধকে তাঁরা ‘নৈতিক’ ভাবে সমর্থন করছেন। |