সেপায় নয়া সেতু শীঘ্র, আশ্বাস দিলেন টুকি
ন্তত ১৬টি প্রাণের বিনিময়ে নতুন ঝুলন্ত সেতু পেতে চলেছে অরুণাচল প্রদেশের সেপা। রাজ্যে নতুন মুখ্যমন্ত্রীর সৌজন্যে। তবে এখনই পাকা সেতু নয়, কামেং নদীর উপরে পারাপারের জন্য নির্মিত হবে একটি ঝুলন্ত সেতুুই। কাল ঘটনাস্থল পরিদর্শনে এসে সেতু নির্মাণের জন্য এক কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেন নয়া মুখ্যমন্ত্রী নাবাম টুকি। এলাকাবাসীকে তিনি প্রতিশ্রুতি দেন, আগামী মার্চ মাসের মধ্যেই নতুন সেতু নির্মাণের কাজ শেষ করা হবে। সেতু দুর্ঘটনার পর থেকে সেপা শহরের নতুন ও পুরনো মহল্লার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। শিশুরা স্কুলে পর্যন্ত যেতে পারছে না।
গত ২৯ অক্টোবর পূর্ব কামেং জেলার সেপায় যেখানে সেতু ছিঁড়ে দুর্ঘটনা ঘটে, সে এলাকাটি নিশি উপজাতি অধ্যুষিত। ওই দুর্ঘনায় মৃত, জখম ও নিখোঁজদের প্রায় সকলেই নিশি উপজাতি সম্প্রদায়ের। উল্লেখ্য, টুকি নিজেও নিশি উপজাতির মানুষ। নিশি বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি নাবাম টুকি সদ্য মুখ্যমন্ত্রী হয়েছেন। উদ্ধারকার্যে ধীর গতি, এখনও ১১ জনের খোঁজ না মেলা এবং এতদিন তেমন বড় কোনও নেতা দুর্ঘটনাস্থলে না আসায় সেপাবাসী নিশি উপজাতির মানুষজন অত্যন্ত ক্ষুব্ধ। এলাকাবাসীর মনোভাব আঁচ করেই আর দেরি না করে কাল সেপায় গিয়েছিলেন টুকি।
টুকি কাল ঘটনাস্থল সফরে গিয়ে উদ্ধারকার্য তদারকি করেন। পরে কামেং হলে সরকারি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠক শেষে, নতুন মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, ২০১২ সালের মার্চ মাসের মধ্যেই নতুন ঝুলন্ত সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় নিহত ও জখমদের পরিবারের হাতে ১৯ লক্ষ টাকার ক্ষতিপূরণও তুলে দেন। সেই সঙ্গে সনিয়া গাঁধীর দেওয়া ৬ লক্ষ টাকা জেলাশাসকের ত্রাণ তহবিলে জমা দেন তিনি।
সেপাবাসীকে নতুন মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, তাঁর সরকার এই এলাকার মানুষজনের পাশে আছে। যাঁরা এই সেতু দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বা ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অনেকের সঙ্গেই কথা বলেন টুকি।
২৯ অক্টোবর, কামেং নদীর উপরে পুরোনো ও নতুন সেপার মধ্যে সংযোগরক্ষাকারী ৮০ মিটার লম্বা ঝুলন্ত সেতুটি ছিঁড়ে পড়ে। পুরোনো সেতুর উপরে পোকা ধরার জন্য দৌড়োদৌড়ি করছিলেন জনা ষাটেক গ্রামবাসী। তাতেই বিপত্তি ঘটে। সেতুর দড়ি ছিঁড়ে যায়। কামেং নদীতে পড়ে যান সকলে। ৩৭ জনকে উদ্ধার করা হয়। ৭ জনের মৃতদের মিললেও অন্তত ১১ জন এখনও নিখোঁজ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.