ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে প্রথমে হোটেল তৈরির জন্য বামফ্রন্ট পুর বোর্ডের আমলে জমি নিয়েছিল একটি বড় বেসরকারি সংস্থা। পরে তারা সেখানে হোটেলের সঙ্গে আবাসনও গড়তে চায়। বাম বোর্ড সেই অনুমতিও দেয়। তৃণমূলের বর্তমান পুর বোর্ড সেখানে আবাসন গড়ার অনুমোদন বাতিল করে দিয়েছে।
হঠাৎ সিদ্ধান্ত বাতিল কেন?
হোটেল গড়ার জন্য ২০০৬ সালে ওই বেসরকারি সংস্থাকে চুক্তির ভিত্তিতে ১৫৫ কোটি টাকার বিনিময়ে পাঁচ একরের কিছু বেশি জমি দেয় কলকাতা পুরসভা। পরবর্তী সময়ে ওই সংস্থা তদানীন্তন পুর বোর্ডকে জানায়, ওই জমিতে হোটেলের সঙ্গে তারা আবাসনও তৈরি করতে চায়। তাদের আবেদন মেনে ২০১০ সালে মে মাসের শেষ দিকে বাম পুর বোর্ড ওই জমিতে হোটেলের সঙ্গে আবাসন গড়ারও অনুমতি দেয়। সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল তখনকার মেয়র-পরিষদের শেষ বৈঠকে। তখন পুর নির্বাচনের প্রক্রিয়া চলছিল। বর্তমান মেয়র শোভন চট্টোপাধ্যায় শুক্রবার জানান, মেয়র-পরিষদের এ দিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওখানে আবাসন গড়তে দেওয়ার সিদ্ধান্ত মানা হবে না। নিয়ম অনুযায়ী ভোট প্রক্রিয়া চলার সময় কোনও বোর্ড নীতিগত কোনও সিদ্ধান্ত নিতে পারে না বলে মেয়র জানান।
মেয়র বলেন, এ দিন ওই সংস্থার প্রতিনিধিরা তাঁর সঙ্গে দেখা করেন। পুরসভা জানিয়ে দিয়েছে, প্রথমে যে-চুক্তির ভিত্তিতে জমি দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী তাঁদের নির্মাণকাজ করতে হবে। যদি একান্তই কোনও পরিবর্তন করতে হয়, তা হলে ফের অনুমোদন নিতে হবে পুরসভার। সে-ক্ষেত্রে পুরসভা তৃতীয় কোনও পক্ষকে দিয়ে জমির বর্তমান বাজারদর নির্ধারণ করবে এবং সেই অনুসারে বাকি টাকা দিতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। মেয়র-পরিষদের এ দিনের বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, সরকারি সংস্থা ওয়েবেল সায়েন্স সিটির পিছন দিকে পুরসভার যে-দু’একর জমি নিয়েছিল, তা ফিরিয়ে নেওয়া হবে। খোলা দরপত্র ডেকে আবার বিক্রি করা হবে সেই জমি। ওয়েবেলের দেওয়া পাঁচ কোটি টাকা ফেরত দেবে পুরসভা। |