টুকরো খবর
বিমানবন্দরে নিকাশি নিয়ে
কলকাতা বিমানবন্দরের অত্যাধুনিক নতুন টার্মিনাল ভবন চালু হওয়ার কথা মার্চে। তার আগে বিমানবন্দর চত্বরে জল জমে যাওয়ার সমস্যা মেটাতে তৎপর হল রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয়েই। বিমানবন্দরের নিকাশি সমস্যার সুরাহায় স্বল্পমেয়াদী ব্যবস্থা হিসেবে আগামী তিন মাসের মধ্যে পাঁচটি নিকাশি নালা তৈরির কাজ শেষ হবে বলে শুক্রবার জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষ। এ দিন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে রাজ্যের মুখ্যসচিব ও অন্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন কেন্দ্রীয় ক্যাবিনেটসচিব। তার আগে বিমানবন্দরের নিকাশি ব্যবস্থার জটিলতা দূর করা নিয়ে দুপুরে মহাকরণে মুখ্যসচিব দীর্ঘ বৈঠক করেন বিমানবন্দরের অধিকর্তা বি পি শর্মার সঙ্গে। বিমানবন্দরের চারপাশে ক্রমাগত ঘরবাড়ি তৈরি হতে থাকায় বিমানবন্দর চত্বর থেকে বৃষ্টির সময় জল বেরোনোর পথ অনেক জায়গায় আটকে গিয়েছে। উড়ানের আগে-পরে বিমানগুলি যেখানে দাঁড়ায়, সেই চত্বরে জল দাঁড়িয়ে যাওয়ায় তা বিমানবন্দর কর্তৃপক্ষের মাথাব্যথার কারণ হয়ে ওঠে। এর পর নতুন টার্মিনাল চালু হয়ে গেলে কলকাতা বিমানবন্দর দিয়ে বিমান ও যাত্রী চলাচল, দুই-ই বাড়বে। তার আগেই রাজ্য সরকারের সহযোগিতায় কেন্দ্র ওই সমস্যা মেটাতে তৎপর হয়েছে। মুখ্যসচিব পরে বলেন, বিমানবন্দরের নিকাশি ব্যবস্থা উন্নত করতে স্বল্পমেয়াদী ব্যবস্থার পাশাপাশি এ দিনের বৈঠকে উপস্থিত পরামর্শদাতা গোষ্ঠীকে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও তৈরি করতে বলা হয়েছে। ডিসেম্বরের মধ্যে পরামর্শদাতারা তাদের রিপোর্ট পেশ করবে বলে আশা করা হচ্ছে।

চুরির ঘটনায় ধৃত ৫
মোটরসাইকেল চুরির দু’টি পৃথক ঘটনায় গ্রেফতার হল পাঁচ যুবক। পুলিশ জানায়, বৃহস্পতিবার নিউ আলিপুরে সন্দেহভাজন তিন যুবককে একটি মোটরসাইকেলে যেতে দেখে আটকানো হয়। পুলিশের দাবি, তালতলা থেকে দিন কয়েক আগে মাজাহার হোসেন ওরফে ভিকি, মহম্মদ হায়দার আলি ও শেখ নিসার আলি নামে ধৃত ওই যুবকেরাই বাইকটি চুরি করে। পুলিশের দাবি, ধৃতেরা স্বীকার করে মুচিপাড়া, পার্ক স্ট্রিট ও এন্টালি থেকে তারা আগেও বাইক চুরি করে রেখে আসে উস্তি থানা এলাকার এক গ্যারাজে। বৃহস্পতিবার সেখান থেকেই তিনটি চোরাই গাড়ি উদ্ধার হয়। ওই গ্যারাজ-মালিক সাবির সর্দারকেও গ্রেফতার করে পুলিশ। এ দিনই চিংড়িহাটা থেকে একটি বাইক-সহ গ্রেফতার হয় সুকুমার পাত্র নামে এক যুবক। পুলিশ জানায়, বাইকটি বুধবার নিউটাউন থেকে চুরি গিয়েছিল।

বিএ, বিএসসি পার্ট টু-র ফল
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ পার্ট টু (১+১+১ পদ্ধতি)-তে অনার্স-সহ পাশের হার এ বার ৭৮.৫৮ শতাংশ। বিএসসি-তে অনার্স-সহ পাশের হার ৮৩.১৮ শতাংশ। দু’টি ক্ষেত্রেই পাশের হার প্রায় গত বারের মতোই রয়েছে। শুক্রবার ওই বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি পার্ট টু (১+১+১ পদ্ধতিতে অনার্স, জেনারেল ও মেজর) এবং পার্ট ওয়ান (২+১ পদ্ধতিতে অনার্স ও জেনারেল) পরীক্ষার ফল বেরিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) ধ্রবজ্যোতি চট্টোপাধ্যায় জানিয়েছেন, পড়ুয়ারা ২৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজের কাছে পুনর্মূল্যায়নের আবেদন জানাতে পারেন।

ব্যাঙ্ক ডাকাতিতে ধৃত
মহেশতলার ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় শুক্রবার গ্রেফতার হল পাঁচ যুবক। তিন জনের নাম কামালউদ্দিন শেখ, শাহিদুল শেখ ও সাদ্দাম শেখ। বৃহস্পতিবার ওই ব্যাঙ্ক থেকে লুঠ হওয়া ৪,১০০০০ টাকাও মিলেছে। পুলিশ জানায়, দুষ্কৃতীরা একটি মোটরবাইক ফেলে পালিয়েছিল। সেটি যে গ্যারাজ থেকে কেনা, সেখান থেকে শাহিদুলের বর্ণনা পায় পুলিশ। প্রথমে ধরা পড়ে সাদ্দাম ও কামালউদ্দিন। তাদের জেরা করে শাহিদুলকে আক্রা ফটক থেকে ও লক্ষ্মীকান্তপুর থেকে আরও দু’জনকে ধরা হয়।

উপনির্বাচনের দিন বদল নয়, বলল কমিশন
আপত্তি তুলেছে খোদ রাজ্য সরকারই। তা সত্ত্বেও দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন অপরিবর্তিত থাকছে। ৩০ নভেম্বর ওই উপনির্বাচনের দিন ধার্য করায় রাজ্য সরকার যে ক্ষুব্ধ, চিঠি লিখে নির্বাচন কমিশনকে তা জানিয়েছিলেন মুখ্যসচিব সমর ঘোষ। কমিশন শুক্রবার সেই চিঠির উত্তরে জানিয়ে দিয়েছে, ওই কেন্দ্রের উপনির্বাচনের দিন পরিবর্তন করা হবে না। কমিশন সব দিক বিবেচনা করেই ওই দিনটি স্থির করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্ত কমিশনের ওই চিঠির একটি প্রতিলিপি এ দিন মুখ্যসচিবের কাছে পাঠিয়ে দিয়েছেন।

আসছেন কুরেশি
আগামী ১১ নভেম্বর এক দিনের সফরে কলকাতায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি। মৌলানা আবুল কালাম আজাদ স্মারক বক্তৃতা দেবেন তিনি। ওই দিনই তিনি বালিগঞ্জ ফাঁড়ির কাছে মৌলানা আবুল কালাম আজাদ মিউজিয়ামও ঘুরে দেখবেন। রাজ্য নির্বাচন দফতর সূত্রের খবর, এরই ফাঁকে তিনি দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের উপনির্বাচন এবং রাজ্যের ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে আলোচনাও করবেন।

মৃতদেহ উদ্ধার
অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) দেহ মিলল। শুক্রবার, বাঁশদ্রোণী পার্ক থেকে। পুলিশ জানায়, দু’টি আবাসনের মাঝে পড়েছিল দেহটি। পুলিশের অনুমান, বৃহস্পতিবার রাতে চুরি করতে একটি আবাসনের ছাদে ওঠে সে। দরজা বন্ধ হয়ে যাওয়ায় নামতে পারেনি। কোনও ভাবে পড়ে যায় সে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.