রা ওয়ান’কে হটিয়ে বাংলার হলে দেবের রোমিও
দেড়শো কোটির শাহরুখ খানকে সরিয়ে বাংলার সিনেমা হলগুলোতে ঢুকে পড়ছেন পাঁচ কোটির দেব।
রুপোলি পর্দার কল্প-কাহিনি নয়, এ রকমই হতে চলেছে এ রাজ্যে। সামনের শুক্রবার থেকে।
দমদম থেকে গড়িয়া, তারকেশ্বর থেকে তেহট্ট, রাজ্য জুড়ে বহু প্রেক্ষাগৃহে এই শুক্রবার মুক্তি পাচ্ছে ‘রোমিও’। জ্যাকপট, চ্যালেঞ্জ, পরাণ যায় জ্বলিয়া রে, লে ছক্কা ও পাগলুর পরে দেবের নতুন ছবি। এবং যে সব হলে রোমিও মুক্তি পাচ্ছে, তার বেশির ভাগ জায়গাতেই চলছিল রা ওয়ান। শাহরুখ খানের সেই বহু প্রতীক্ষিত মেগা বাজেটের কল্পবিজ্ঞান নির্ভর ছবি।
রা ওয়ান-এর মুক্তির পরে সবে এক সপ্তাহ হয়েছে। কিন্তু এই ক’দিনেই বক্স অফিস বলে দিচ্ছে, শাহরুখ খানের তুমুল জনপ্রিয়তা বা প্রথা-ভাঙা বিপণন কৌশল, কোনও কিছুই বিশেষ দর্শক টানতে সফল হচ্ছে না। আর সেই ফাঁক গলেই ঢুকে পড়তে চায় ‘রোমিও’। ছবিটির প্রযোজক বেঙ্কটেশ ফিল্মের মহেন্দ্র সোনির কথায়, “বাঙালি সিনেমার জগতে এটা এক সন্ধিক্ষণ।”
জন্মদিনে মন্নতের সামনে শাহরুখ খান। ছবি: পি টি আই
বাংলার গ্রামগঞ্জে হিন্দি ছবি কখনওই বিশেষ ভাল চলে না। কিন্তু খাস দক্ষিণ কলকাতার হল-মালিকেরাও এ বার একই পথে চলতে চাইছেন। প্রিয়া সিনেমার কর্নধার অরিজিৎ দত্ত বললেন, “সোমবার থেকেই রা ওয়ান টিকিটের বিক্রি ভয়ঙ্কর কমে গিয়েছে। এই অবস্থায় একমাত্র ‘বাংলার শাহরুখ খান’ দেবের ওপরেই ভরসা করা যায়। বাঙালি সিনেমা যে সাবালক হয়ে উঠছে, এটাই তার প্রমাণ।” অরিজিৎ আরও জানান, “প্রিয়াতে শাহরুখ খানের কোনও ছবি কখনও এত খারাপ চলেনি।”
জেলায়-জেলায় প্রথম থেকেই রা ওয়ান বিশেষ সাফল্যের মুখ দেখেনি। কলকাতার বাইরে প্রথম দু’দিনে ৮০ হাজার টাকার বাণিজ্য করেছিল ছবিটি। তার পর থেকে গ্রাম বাংলায় দিনে ১৫-২০ হাজার টাকার বেশি ব্যবসা করতে পারেননি শাহরুখ। জেলায় একাধিক হলের মালিক নিমাই পাঁজার কথায়, “এক সপ্তাহ ধরে রা ওয়ান দেখিয়ে যথেষ্ট লোকসান হয়েছে। আশাকরি দেব আমাদের এই সঙ্কট থেকে উদ্ধার করবে।”
অগ্রিম বুকিংয়ের নমুনা দেখে বাজার-বিশেষজ্ঞেরাও মনে করছেন, ‘রোমিও’ বক্স অফিসে ভালই সাফল্য পাবে। মিত্রা সিনেমা হলের মালিক দীপেন মিত্র বললেন, “রোমিও-র অগ্রিম বুকিং ২ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। বাংলা সিনেমার ক্ষেত্রে এই অঙ্কটা যথেষ্ট ভাল। দেব যে দর্শক টানতে ওস্তাদ, তা ভালই বোঝা যাচ্ছে।”
রা ওয়ান যে বিশেষ ভাল চলছে না, তা শাহরুখ নিজেও ভালই জানেন। সম্ভবত সে জন্যই জন্মদিনে নিজের বাড়ি মন্নতে সাংবাদিকদের সামনে আমির খানের ‘থ্রি ইডিয়ট্স’ বা সলমন খানের ‘বডিগার্ড’-এর সঙ্গে কোনও তুলনা করতে চাননি রা ওয়ানের। শুধু বলেন, “আমরা তিন জন তিন ধরনের মানুষ। ভিন্ন ভিন্ন ধরনের ছবি বানাই। তাই এই ধরনের তুলনা করা উচিৎ হবে না।” রা ওয়ান আপাতত ‘অতীত’। শাহরুখ এখন তাঁর পরের ছবি ‘ডন টু’ নিয়ে বেশি মাথা ঘামাতে শুরু করেছেন। আজও তিনি জন্মদিনে মন্নতে জড়ো হওয়া ভক্তদের মনোরঞ্জন করেন ‘ডন টু’-র সংলাপ বলে।
আর এক দিন পরেই মুক্তি পাচ্ছে রোমিও। তার পর বক্স অফিসই জানিয়ে দেবে, শাহরুখের ফুল টসে ওভার বাউন্ডারি হাঁকড়ে দেব কি বলতে পারছেন, ‘লে ছক্কা’!



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.