ডিডিটি নিয়ে বিপাকে স্বাস্থ্য দফতর |
পাঁচ টন ডিডিটি নিয়ে বিপাকে পড়েছে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের নালিশ, কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পাঠানো ওই ডিডিটির প্যাকেটের উপরে তা তৈরি করা কিংবা মেয়াদ শেষ হওয়ার তারিখের উল্লেখ নেই। নেই ব্যাচ নম্বরের উল্লেখও। ফলে মশানাশক এই রাসায়নিক ব্যবহার করা যাবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে জেলা স্বাস্থ্য দফতর। সমস্যা মেটাতে তারা রাজ্য ম্যালেোরিয়া নিয়ন্ত্রণ দফতরকে চিঠি দিয়েছে। বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ দিন্দা বলেন, “ কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পাঠানো পাঁচ টন ডিডিটি কোচহিহার থেকে সোমবার সন্ধ্যায় এসে পৌঁছায়। কিন্তু, প্যাকেটগুলির গায়ে তৈরি ও মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই। ব্যাচ নম্বরও দেওয়া নেই। ফলে মশা নিয়ন্ত্রণের জন্য ওই ডিডিটি ছড়ানো যাবে কিনা তা বোঝা যাচ্ছে না।” তিনি জানান, এ দিন তিনি রাজ্য ম্যালেরিয়া বিভাগের ডেপুটি ডিরেক্টরকে চিঠি লিখে সমস্যার কথা জানিয়ে পরবর্তী পদক্ষেপ জানাতে অনুরোধ করেছেন। সেখান থেকে আসা নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার ২২টি ব্লকের মধ্যে শালতোড়া ও রানিবাঁধ ম্যালেরিয়া প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। কেন্দ্রের পাঠানো ডিডিটির বেশির ভাগটাই ওই দুই ব্লকে পাঠানোর কথা ছিল।
|
দক্ষিণ দিনাজপুরের তপনে ম্যালেরিয়া কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তপনের চকহোসেন গ্রামে আর নতুন করে কেউ জ্বরে আক্রান্ত হননি। তবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকে ফের ম্যালেরিয়ার আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার রায়গঞ্জের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় এক যুবকের শরীরে ফ্যালসিপেরাম ম্যালেরিয়ার জীবাণু মিলেছে বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর। হালালপুরে স্বাস্থ্য দফতরের একটি চিকিৎসকের দল বাসিন্দাদের রক্ত পরীক্ষার সময়ে তা ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তি মুম্বইতে দিনমজুরের কাজ করতেন। প্রসঙ্গত, মুম্বইয়ে কাজ করতে গিয়ে শীতগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার ২০ জন যুবক জ্বরে অসুস্থ হয়ে পড়েন। বাড়ি ফেরার পথে মালদহে এক জনের ও রায়গঞ্জের ২ দুজনের মৃত্যু হয়। এর পর স্বাস্থ্য দফতরের চিকিৎসকদের একটি দল ওই পঞ্চায়েত এলাকা জুড়ে রক্ত পরীক্ষা করে বাসিন্দাদের মধ্যে ওষুধ বিলির কাজে নামে। এ দিন ৩০০ জনের রক্ত পরীক্ষা করে ১৬ জনের ম্যালিগন্যান্ট ম্যালিরিয়ার জীবাণু মেলে। উত্তর দিনাজপুরের উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) অজয় চক্রবর্তী বলেন, “নিয়মিত রক্ত পরীক্ষা করে ওষুধ বিলির কাজ চলছে।” দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক অসিত মণ্ডল বলেন, “ম্যালেরিয়া অ্যান্টিজেন পরীক্ষায়৬ জনের রক্তের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।”
|
হাসপাতাল পরিদর্শনে মহকুমাশাসক |
সদ্যোজাত শিশুদের জন্য নতুন ভবন নির্মাণের কাজে গতি আনতে নির্মীয়মাণ ভবনের কাজ সরজমিনে খতিয়ে দেখলেন রামপুরহাট মহকুমাশাসক। মঙ্গলবার দুপুরে কিছু সময়ের জন্য রামপুরহাট মহকুমা হাসপাতালে আসেন মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তব। মহকুমাশাসক বলেন, “৭০-৮০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছিল পূর্ত দফতর। তাই নির্মীয়মাণ ভবনের কাজে ত্রুটি আছে কি না খতিয়ে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। কিছু ক্ষেত্রে ত্রুটি আছে। সেগুলি দ্রুত মেরামতি করে কাজ যত তাড়াতাড়ি শেষ করা যায় তার চেষ্টা চালানো হবে।” হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সুদীপ মণ্ডল বলেন, “পূর্ত দফতর যতদিন ধরে কাজটি করছে এত দিনে শেষ হয়ে যাওয়ার কথা।”
|
স্বাস্থ্যক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায় রাজ্য সরকার। মঙ্গলবার এক বেসরকারি নার্সিং অ্যাকাডেমির উদ্বোধন করে এ কথা জানালেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যে প্রশিক্ষিত নার্সের যথেষ্ট অভাব রয়েছে, এ কথা জানিয়ে তিনি বলেন, “এই ধরনের প্রতিষ্ঠান ওই অভাব পূরণ করতে অনেকটাই সাহায্য করবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই নার্সিং অ্যাকাডেমির গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া। |