সংস্কৃতি যেখানে যেমন
সুকুমার রায়
সুকুমার রায়ের ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন করল নদিয়ার ‘কথাশিল্প’ আবৃত্তি চর্চাকেন্দ্র। বেথুয়াডহরি দেশবন্ধু স্মৃতি পাঠাগারে গত ২৩ অক্টোবর ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবির লেখা কবিতা আবৃত্তি এবং কবিকে নিয়ে আলোচনা হয়। কবি-স্মরণ অনুষ্ঠানে মিষ্টিমুখ ও কাব্যকথা নামে দু’টি পত্রিকার বিশেষ সুকুমার রায় সংখ্যা প্রকাশিত হয়েছে। পাশাপাশি নীলাদ্রিশেখর সরকারের ‘ছড়ায়-ছড়ায় সুকুমার রায়’ শীর্ষক একটি কবিতার বই প্রকাশিত হয়েছে।

স্মারক বক্তৃতা
নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের আয়োজনে নবম বার্ষিক নির্মলচন্দ্র চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে রবিবার। বিশিষ্ট গ্রন্থাগারিক ও গ্রন্থাগার আন্দোলনের পুরোধা নির্মলচন্দ্র চৌধুরীর স্মরণে এ বারের বক্তৃতার বিষয় ছিলবাংলা সাহিত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে মোহনবাগানের আইএফএ শিল্ড বিজয়ের শতবর্ষ। বক্তা ছিলেন পারমিতা রায়। ওই অনুষ্ঠানে বিষয়-ভিত্তিক এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে বেশ কিছু দুষ্প্রাপ্য ঐতিহাসিক ছবি।

যাত্রা প্রতিযোগিতা
কালীপুজো উপলক্ষে খড়গ্রামের ‘তারামা সাংস্কৃতিক সমিতি’ ছ’দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালা প্রতিযোগিতার আয়োজন করে। ৩৫ বর্ষের ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনে আবৃত্তি, রবীন্দ্র নৃত্যের পাশাপাশি কত্থক ও সঙ্গীত পরিবেশিত হয়েছে। এর পরে কান্দির দু’টি যাত্রাপালার দল-সহ পাঁচথুপি, বড়ঞা, রণগ্রামের মোট ৫টি দলের মধ্যে যাত্রা প্রতিযোগিতা হয়েছে। খড়গ্রাম চণ্ডীমণ্ডপ তলায় অনুষ্ঠিত ওই প্রতিযোগিতা শেষে আগামী ৬ নভেম্বর পুরস্কার বিতরণ করা হবে।

শারদসংখ্যা প্রকাশ
সুবীর ঘোষ সম্পাদিত ‘জন্মদিন’-এর শারদ সংখ্যা প্রকাশিত হয়েছে। বিষয় রবীন্দ্রনাথ। রবিবার লালবাগ চৌধুরী প্যালেসে পত্রিকা প্রকাশ ছাড়াও শতবর্ষ গীতাঞ্জলি পুরস্কার দেওয়া হয়েছে কবি সাহাজাদ হোসেন ও কবি কল্পনা রায়চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব অনিল দত্ত ও চিত্রশিল্পী শুভঙ্কর সিংহকে। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সাগির হোসেন, জেলা পরিবহণ সংস্থার সদস্য শুভাশিস রায়, কবি ও গল্পকার সিদ্ধার্থ সিংহ, মুর্শিদাবাদের পুরপ্রধান সৌমেন দাস ও মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রফিকুল ইসলাম।

কবি সম্মেলন
লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী ও বীরেশ্বর সরকার সম্পাদিত কান্দি থেকে প্রকাশিত ত্রিনয়নী পত্রিকার উদ্যোগে শনিবার বহরমপুর কালেক্টরেট ক্লাবে এক কবি সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠে ছিলেন কলকাতা, উত্তর চব্বিশ পরগণা, বীরভূম, বর্ধমান-সহ মুর্শিদাবাদের দেড়শো জন কবি।

ছন্দনীড়ের অনুষ্ঠান
ছন্দনীড় আয়োজিত মাসিক আলোচনা চক্রের ষোড়শ অনুষ্ঠান গত শনিবার নবদ্বীপ সাধারণ গ্রন্থাগার মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। এ বারের আলোচনার বিষয় ছিলপ্রসঙ্গ নাটক ও বাদল সরকার। আলোচনায় অংশ নেন নাট্য ব্যক্তিত্ব তীর্থঙ্কর চন্দ।

বহরমপুর রবীন্দ্রসদনে নাট্যোৎসবের উদ্বোধনে ঢাকের অনুষ্ঠান।

রঘুনাথগঞ্জে আঁকা প্রতিযোগিতা।

—নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.