টুকরো খবর |
ঠেক ভাঙলেন বাসিন্দারাই
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অবৈধ ভাবে গজিয়ে ওঠা মদের ঠেক ভাঙলেন স্থানীয় বাসিন্দারা। সেই সঙ্গে তাঁদের হুঁশিয়ারি, “এলাকায় কোনও অসামাজিক কাজকর্ম চলতে দেওয়া হবে না। দুষ্ট চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মানুষই প্রতিরোধ গড়ে তুলবেন।” সোমবার রাতে খড়্গপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মধুকর কলোনির খাসপাড়ায় এই ঘটনা ঘটে। কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই মদের ঠেক ভেঙে দেওয়া হয়। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। এই এলাকায় দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজকর্ম চলছিল বলে অভিযোগ। রাত হলেই মদ্যপ যুবকদের উপদ্রব বাড়ত। সমস্যায় পড়তেন এলাকাবাসী। সমস্যার সমাধান চেয়ে সোমবার রাতে প্রথমে কাউন্সিলরের দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা নিজেরাই মদের ঠেক ভেঙে দেন।
|
পুকুরে মিলল বন্দুক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
মাছ ধরার জন্য জাল ফেলা হয়েছিল পুকুরে। জাল তুলতেই দেখা গেল, মাছের সঙ্গে উঠে এসেছে দু’টি দোনলা বন্দুকও। মঙ্গলবার সকালে নারায়ণগড় থানার উত্তর পাকুড়িয়া গ্রামের নিশ্চিন্তা পুকুর থেকে এই আগ্নেয়াস্ত্র ওঠার পরই স্থানীয় মানুষ পুলিশে খবর দেন। পুলিশ এসে বন্দুক দু’টি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, দু’টিই দো’নলা দেশি বন্দুক। কী ভাবে বন্দুক দু’টি পুকুরে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। |
|