টুকরো খবর
ব্যাঙ্কের জোন অফিস
বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জোন অফিস তৈরি হল বর্ধমানে। এ দিন নতুন এই জোনের উদ্বোধন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ষোড়শীমোহন দা। ব্যাঙ্কের ডিজিএম (বিজনেস অ্যান্ড অপারেশন) দিবাকর মহান্তি জানান, এই চারটি জেলার ১৯৯টি শাখার মূল কেন্দ্র হিসেবে কাজ করবে এই অফিস। এর মধ্যে শুধু বর্ধমান জেলাতেই রয়েছে এই ব্যাঙ্কের ১১১টি শাখা। এ দিন আট শিল্পোদ্যোগীকে প্রায় কোটি টাকার উপরে ঋণ দেওয়া হয়েছে বলে জানা যায়।

দিনে ২০০টি এসএমএসের সীমা বেঁধে দিল ট্রাই
মোবাইল ফোনে দৈনিক এসএমএস-এর ঊর্ধ্বসীমা সিম কার্ড পিছু ১০০ থেকে বাড়িয়ে ২০০-টিতে বেঁধে দিল টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। এবং তা চালু হয়ে গেল মঙ্গলবার থেকেই। ‘অবাঞ্ছিত’ বিজ্ঞাপনী এসএমএস-এর হাত থেকে গ্রাহকদের রেহাই দিতে ঊর্ধ্বসীমা চালুর কথা আগেই জানিয়েছিল ট্রাই। সে সময়ে একটি সিম থেকে দিনে সর্বাধিক এসএমএস পাঠানোর সংখ্যা ১০০টিতে বেঁধে দিয়েছিল তারা। কিন্তু তা বাড়ানোর আর্জি জানায় গ্রাহক ও মোবাইল পরিষেবা সংস্থাগুলির একাংশ। এ দিকে, সুপ্রিম কোর্টে ২০১৪-র মধ্যে পর্যায়ক্রমে ‘টার্মিনেশন চার্জ’ তোলার প্রস্তাব দিয়েছে ট্রাই। এতে ভবিষ্যতে মাসুল কমবে। এক পরিষেবা সংস্থার নেটওয়ার্ক থেকে অন্য সংস্থার নেটওয়ার্কে ফোন করলে লাগে এই চার্জ। এখন তা মিনিটে ২০ পয়সা।

রফতানি বৃদ্ধি ৩৬.৩%
ভারতের রফতানি বৃদ্ধির হার সেপ্টেম্বরে বার্ষিক ভিত্তিতে ৩৬.৩% বেড়ে ছুঁয়েছে ২৪৮০ কোটি ডলার। অগস্টে তা ছিল ৪৪.২%। আমদানিও বেড়েছে ১৭.২%। ফলে বাণিজ্য ঘাটতি ৯৭০ কোটি ডলার। বিশ্ব জুড়ে মন্দার পরিপ্রেক্ষিতে রফতানি বৃদ্ধি যথেষ্ট ভাল, দাবি কেন্দ্রের।

আরও পড়ল সেনসেক্স
ইউরোপের সঙ্কট ঘোরালো হওয়ার ইঙ্গিতে মঙ্গলবারও ২২৪ পয়েন্ট পড়ল সেনসেক্স। গ্রিস তার ত্রাণ প্যাকেজ নিয়ে গণভোটে যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউরোপীয় ইউনিয়নের বাকি সদস্যরা। তাদের আশঙ্কা, প্যাকেজ বাতিলের পক্ষে রায় মিললে মুখ থুবড়ে পড়বে গোটা ইউরোপ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.