টুকরো খবর |
ফিরতে চান ফজলে |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
বহিষ্কৃত নেতা তথা সিতাইয়ের প্রাক্তন বিধায়ক ফজলে হক ফের কংগ্রেসে ফিরতে উদ্যোগী হয়েছেন। সম্প্রতি কোচবিহার শহরের এক নম্বর ওয়ার্ডে দলীয় অফিস উদ্বোধনের অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। প্রাক্তন বিধায়ক বলেন, “আমি মনে প্রাণে কংগ্রেসী। আশা করছি দলের নেতৃত্ব দ্রুত বহিষ্কারের নির্দেশ প্রত্যাহার করবেন।” আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায় তাঁকে আশ্বস্ত করেছেন। দেবপ্রসাদবাবু বলেন, “ওঁকে দলে ফেরানোর চেষ্টা করছি।” দলীয় সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনে হাইকমাণ্ডের নির্দেশ অমান্য করে দিনহাটা কেন্দ্রে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় ফজলে সাহেবকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়।
|
বাস চালুর দাবি |
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
দিনহাটা থেকে ধাপরাহাট পর্যন্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস চালুর দাবি উঠেছে যাত্রী মহলে। তাঁদের অভিযোগ, ৬ বছর আগেও বাংলাদেশ সীমান্ত লাগোয়া শুকারুকুঠি গ্রাম পঞ্চায়েতের ধাপরাহাটে সরকারি বাস চলাচল করত। কিন্তু আচমকা ওই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিষ্ণু সরকার বলেন, “রুটে ফের সরকারি বাস চালানোর জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্তাদের অনুরোধ করা হবে।” নিগম চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “বাসিন্দাদের দাবি নিশ্চই ভেবে দেখব।”
|
ওয়েবসাইটে প্রচার |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
সুন্দরবনের জন্য ভোট প্রচারে নেমেছে কোচবিহারের মাউন্টটেনার্স ক্লাব। ওয়েবসাইটে ওই প্রচার চলছে। ক্লাবের কর্তারা জানান, ‘নিউ সেভেন ওয়ান্ডার্স’ প্রকল্পে আর্ন্তজাতিক উদ্যোগে পৃথিবীর সপ্তম আশ্চর্যের নতুন তালিকা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই প্রতিযোগিতায় সুন্দরবন আছে। ওয়েবসাইটে ভোটের মাধ্যমে সেটা নিশ্চিত হয়ে গেলে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষণ গুরুত্ব পাবে। উদ্যোক্তাদের তরফে অমিত চন্দ বলেন, “আশা করছি প্রচারে ভাল সাড়া মিলবে।”
|
মাদ্রাসায় জয়ী বাম |
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে সব আসনে জিতল বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরা। দিনহাটার মুন্সিরহাট সাদেকিয়া মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন হয় রবিবার। ৬টি আসনেই বাম প্রার্থীরা জিতেছেন। গতবার এই পরিচালন সমিতি কংগ্রেসের দখলে ছিল। এবার কংগ্রেস-তৃণমূল জোটের ৬ জন নিয়ে ১৯ জন প্রার্থী ছিলেন। কংগ্রেস বিধায়ক কেশব রায় বলেন, “জোটের বাইরে বিক্ষুব্ধরা দাঁড়িয়ে যাওয়ায় এমন ফল হয়েছে।”
|
পুরসভার উদ্যোগ |
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
কমিউনিটি হল সংস্কারে উদ্যোগী হয়েছে তুফানগঞ্জ পুরসভা। এক দশক আগে ওই হল ঘরটি তৈরির পরে সংস্কারের কাজ হয়নি। ফলে অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে উদ্যোক্তাদের। পুর চেয়ারম্যান সুভাষ ভাওয়াল বলেন, “পুর তহবিল থেকে কমিউনিটি হল সংস্কারের ব্যবস্থা করা হবে।”
|
দফতরে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বিকল ট্রান্সফরমার মেরামত না-হওয়ায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের ইসলামপুর দফতরে বিক্ষোভ দেখালেন মহকুমার রামগঞ্জের পাঁচগেছিয়া গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রায় কুড়ি দিন ধরে ওই ট্রান্সফরমারটি বিকল হওয়ায় সন্ধ্যের পরে গোটা এলাকা অন্ধকারে ডুবে থাকছে।
|
ইন্দিরা প্রয়াণ পালিত |
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
রাজগঞ্জ ব্লক কংগ্রেস ইন্দিরা গাঁধীর ২৮ তম মৃত্যু দিবস পালন করল। সোমবার জমিদারগছ এলাকায় এই অনুষ্ঠানে ছিলেন দলের জলপাইগুড়ি জেলা সভাপতি মোহন বসু, জেলা সাধারণ সম্পাদক নির্মল ঘোষ দস্তিদার, দলের জেলা মহিলা নেত্রী অনিতা মৌলিক সহ জেলা ও ব্লক স্তরের বিভিন্ন নেতৃত্ব। রাজগঞ্জ ব্লক কমিটি সভাপতি দেবব্রত নাগ জানান, ইন্দিরা গাঁধীর রাজনৈতিক জীবনের নানা দিক আলোচিত হয় অনুষ্ঠানে।
|
হামলার ঘটনায় ধৃত |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ধরা পড়ল পিস্তল নিয়ে যুবকের উপর হামলায় অভিযুক্ত দেবব্রত দাস ওরফে ভোগলু। রবিবার রাতে বালুরঘাটের চকভৃগু এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। বালুরঘাট থানার আইসি শান্তনু কোঁয়ার বলেন, “ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার মামলা রুজু হয়েছে।” সোমবার ধৃত দেবব্রতকে পুলিশ বালুরঘাট আদালতে পাঠালে মুখ্যবিচার বিভাগীয় আদালতের বিচারক টিটো রব জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জেলা হেফাজতের নির্দেশ দেন। শনিবার রাতে বালুরঘাট শহরের বাস স্ট্যাণ্ড এলাকায় প্রকাশ্যে গুলি ভর্তি পিস্তল নিয়ে অভিযুক্ত দেবব্রত প্রতিবেশী যুবক অভিজিৎ দাসকে মারতে যায়। মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালনায় উদ্যত ওই যুবকের থেকে পিস্তল নেয় অভিজিৎ। পরে গুলি ভর্তি ওই পিস্তল সে পুলিশকে জমা দেয়। প্রতিবেশী নিরীহ যুবক সন্তু স্বর্ণকারকে ওই দিন শ্মশানে গোবর ছিটিয়ে মারধর করে অভিযুক্ত দেবব্রত। তা দেখে দেবব্রতকে চড় মেরে সন্তুকে উদ্ধার করেন অভিজিৎ। এর পর রাত ৮টা নাগাদ দেবব্রত হামলা চালায় অভিজিতের উপর। এদিন ডাকবাংলো এলাকার বাসিন্দা একজোট হয়ে অভিজিতের পাশে দাঁড়িয়ে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি বালুরঘাট থানার আইসি কাছে পেশ করেন।
|
দুর্ঘটনায় মৃত বৃদ্ধ |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের সরকারি গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কর্ণজোড়া এলাকার রায়গঞ্জ বালুরঘাট ১০ নম্বর রাজ্য সড়কে। পুলিশ জানায়, মৃতের নাম জিতেন সরকার (৭০)। বাড়ি স্থানীয় ছত্রপুর এলাকায়। এ দিন ওই বৃদ্ধ রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। সেইসময় ওই সরকারি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় এরপর তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তিনি মারা যান। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময়ে বিদ্যালয় পরিদর্শক গাড়িতে ছিলেন না। দফতরের এক মহিলা কর্মী পরিদর্শকের নির্দেশে ওই গাড়িতে চেপে কর্ণজোড়া থেকে রায়গঞ্জে কম্পিউটার আনতে যাচ্ছিলেন। চালক অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালানোয় নিয়ন্ত্রণ রাখতে পারেননি বলে পুলিশের সন্দেহ। প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মহাদেব উড়িন্ডা বলেন, “আমার গাড়ির ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনার সময়ে আমি গাড়িতে ছিলাম না। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিক। চালককে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।” রায়গঞ্জ থানার আইসি জ্যোতিষ রায় বলেন, “মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গাড়িটি আটক করা হয়েছে। চালক পলাতক। খোঁজ চলছে।”
|
ভাতা চেয়ে পথ অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
|
নিজস্ব চিত্র। |
বার্ধক্য ভাতার বকেয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বৃদ্ধ-বৃদ্ধারা। সোমবার সকাল ১০টা থেকে দক্ষিণ দিনাজপুরের হিলির ত্রিমোহিনী বাসস্টপ মোড়ে হিলি-বালুরঘাট রাজ্য সড়কে অবরোধে নামেন ধলপাড়া অঞ্চলের কয়েকশো বয়স্ক। গত ৯মাস ধরে ওই অঞ্চলের ৯০০ জন ওই ভাতা না পাওয়ায় বিপাকে। তাঁদের অভিযোগ, “প্রশাসনের টালবাহানায় সমস্যা হয়েছে।”বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবরোধের জেরে রাজ্য সড়কের দুই দিকে যানবাহন, বর্হিবাণিজ্যের ট্রাক আটকে ব্যাপক যানজট হয়। হিলি থানা থেকে পুলিশ গিয়ে অবরোধ তুলতে ব্যর্থ হয়। শেষে বালুরঘাট থেকে ভারপ্রাপ্ত বিডিও শুভাশিস মজুমদারের আশ্বাসে অবরোধ ওঠে। বিডিও বলেন, “বরাদ্দ দেরিতে আসায় গোটা হিলি ব্লকের ২ হাজার বৃদ্ধ-বৃদ্ধা বার্ধক্য ভাতা পাননি। শীঘ্রই তাঁরা তা পাবেন।”
|
বিষক্রিয়ায় মৃত্যু |
রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরে সুজিত বিশ্বাস (২৫) নামে এক যুবকের বিষক্রিয়ায় মৃত্যু হয়।মানসিক অবসাদে ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ পুলিশের। ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
|