আমলার অভাব ঘোচাতেও বৈঠক রাজ্যপালের
দিল্লিতে এসে তিনি প্রথমে রাজ্যের জন্য আর্থিক সাহায্য নিয়ে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন। আজ পশ্চিমবঙ্গে প্রয়োজনীয় সংখ্যক আমলার অভাব নিয়ে প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামীর সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল এম কে নারায়ণন।
সপ্তাহ খানেক আগে জাতীয় উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগ দিতে দিল্লিতে এসে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে আলাদা ভাবে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে আর্থিক সাহায্যের দাবি জানানোর পাশাপাশি রাজ্যে আমলার অভাব নিয়েও সমস্যার কথা জানিয়েছিলেন মমতা। আজ সেই সমস্যা নিয়েই নারায়ণস্বামীর সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। নারায়ণস্বামী কর্মীবর্গ এবং প্রশিক্ষণ (পার্সোনেল অ্যান্ড ট্রেনিং) দফতরের দায়িত্বে। কাজেই তিনিই সরাসরি বিষয়টি দেখেন। রাজ্য সরকারের হিসেবে, পশ্চিমবঙ্গে আইএএস-দের জন্য ৩১৪টি পদ রয়েছে। কিন্তু আইএএস রয়েছেন মাত্র ২১২ জন। শুধু আইএএস নয়, আইপিএসদের ঘাটতি নিয়েও কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য আজ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ জানান রাজ্যপাল।
বৈঠক শেষে নারায়ণস্বামী বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেও এ বিষয়ে আমার সঙ্গে কথা বলেছেন। আমরা ইতিমধ্যেই বিষয়টি দেখতে শুরু করেছি। আমরা চাই, কোনও রাজ্যেই যাতে আইএএস-দের ক্ষেত্রে ২০ শতাংশের বেশি শূন্য পদ না থাকে। সেটা আমরা দেখছি। আইপিএস-দের বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক খতিয়ে দেখবে।”
নারায়ণস্বামীর সঙ্গে সকালে বৈঠকের পর দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গেও বৈঠক করেন নারায়ণন। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে মাওবাদী সমস্যা সমাধানের চেষ্টা করছেন, সে বিষয়ে চিদম্বরমকে সবিস্তার জানান তিনি। বৈঠক শেষে রাজ্যপাল জানান, রাজ্যে মাওবাদী সমস্যার সমাধানে যে সব পদক্ষেপ হয়েছে, তাতে চিদম্বরম সম্মতি জানিয়েছেন। কেন্দ্রের সঙ্গে রাজ্যের সামগ্রিক ভাবে সহমত রয়েছে। কাজেই রাজ্য সরকারের নীতিতে স্বরাষ্ট্র মন্ত্রক সন্তুষ্ট বলেই মনে করছেন রাজ্যপাল। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ তিনি নিজেও রাজ্য সরকারকে দরাজ শংসাপত্র দিয়েছেন। নারায়ণন বলেন, “রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক, অনেক ভাল।”
মাওবাদীদের সঙ্গে আলোচনার বিষয়ে রাজ্যের সতর্ক পদক্ষেপ করা উচিত বলে স্বরাষ্ট্র মন্ত্রক মনে করলেও এখনই প্রকাশ্য কোনও মন্তব্যে যেতে চাইছে না। চিদম্বরমও আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, মাওবাদীদের সঙ্গে আলোচনার বিষয়ে রাজ্য সরকারই যেমন উচিত মনে করবে, তেমন সিদ্ধান্ত নেবে। আর নারায়ণনের বক্তব্য, “এটা প্রশাসনিক পদক্ষেপেরই অঙ্গ। মুখ্যমন্ত্রী উন্নয়নের নীতি নিয়েছেন, তার সঙ্গে হিংসা মোকাবিলারও চেষ্টা করছেন। দেখা যাক, সেটা কতটা ফল দেয়।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.