|
|
|
|
শ্বাসকষ্টে ভুগছেন বুদ্ধ, বৈঠকে বললেন বিমান |
নিজস্ব সংবাদদাদতা • কলকাতা |
শারীরিক অসুস্থতার কারণেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পলিটব্যুরোর বা কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে রাজ্যের বাইরে যেতে পারছেন না বলে দলের রাজ্য কমিটির বৈঠকে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু।
সোমবার বৈঠকে বিমানবাবু জানান, শারীরিক অসুস্থতার কারণেই জেলায় গিয়ে থাকা, দলীয় সভা বা বক্তৃতা করা বুদ্ধবাবুর পক্ষে সম্ভব হচ্ছে না। এই প্রথম বুদ্ধবাবুর শারীরিক অসুস্থতা নিয়ে রাজ্য নেতাদের সামনে ব্যাখ্যা দিলেন বিমানবাবু। আলিমুদ্দিনে দু’দিনের রাজ্য কমিটির বৈঠকের শেষে বুদ্ধবাবুরই সমাপ্তি ভাষণ দেওয়ার কথা ছিল। দু’দিন তিনি বৈঠকে ছিলেনও। জেলার নেতারাও চেয়েছিলেন, বুদ্ধবাবুই সভা শেষ করুন। কিন্তু বিমানবাবু সমাপ্তি ভাষণ দিতে উঠে বুদ্ধবাবুর শারীরিক অসুস্থতার কারণ ব্যাখ্যা করে বলেন, সংবাদমাধ্যমে বুদ্ধবাবুর সম্পর্কে নানা কথা বলা হচ্ছে। উনি শ্বাসকষ্টে (সিওপিডি)-তে ভুগছেন। চিকিৎসা চলছে। সম্প্রতি বুদ্ধবাবু মাথা ঘুরে পড়ে যান বলেও রাজ্য সম্পাদক নেতাদের জানান।
পাশাপাশি জানান, শরীর কিছুটা ভাল হলেই বুদ্ধবাবু পলিটব্যুরো বৈঠকে এবং জেলা সফরে যাবেন। দু’মাস আগে রাজ্য কমিটির বৈঠকে জেলা নেতারা বুদ্ধবাবুকে জেলায় গিয়ে জনসভা করার দাবি করায় প্রাক্তন মুখ্যমন্ত্রী উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হুগলিতে জনসভা করেন। কিন্তু আবার তাঁর অসুস্থতা বেড়েছে। বৈঠকে বিমানবাবু জানান, একটানা কথা বললেই বুদ্ধবাবুর শ্বাসকষ্ট শুরু হচ্ছে। |
|
|
|
|
|