ব্ল্যাকবার্ন রোভার্স, কুইন্স পার্ক রেঞ্জার্সের পরে এ বার ইংলিশ প্রিমিয়ার লিগের আরও নামী ক্লাব এভার্টনও ভারতীয় মালিকের হাতে যেতে পারে। গত বছর প্রিমিয়ার লিগের সাত নম্বর দল ছিল এভার্টন।
এভার্টনের আর্থিক অবস্থা খারাপ। তারা নতুন মালিক খুঁজছে ক্লাবের। এই পরিস্থিতিতে মুম্বইয়ের জৈন গোষ্ঠীর সঙ্গে কথা চালাচ্ছে তারা। জৈন গোষ্ঠীর বিপণন দূত হলেন ভাইচুং ভুটিয়া। ক্লাবের পক্ষ থেকে এই খবর স্বীকারও করা হয়েছে। তবে সাম্প্রতিক কালে এভার্টনের সঙ্গে নানা দেশের অনেক শিল্পপতির কথা হয়েছে। কাকে তারা ক্লাব বিক্রি করবে, এখনও স্পষ্ট নয়।
আজ লড়াই চেলসি, বার্সেলোনা, মিলানের: ফান পার্সির দুরন্ত ফর্মে ইপিএলে পায়ের তলায় জমি খুঁজে পেয়েছে আর্সেনাল। এ বার তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। বিপক্ষ ফ্রান্সের মার্সেই। আর্সেনালের কাছে ৩-৫ বিপর্যস্ত হওয়ার পর চেলসির কাছে আবার ঘুরে দাঁড়ানোর ম্যাচ। প্রতিপক্ষ অবশ্য তুলনামূলক সহজ। বেলজিয়ামের জেঙ্ক। এই মুহূর্তে গ্রুপ ‘ই’-র শীর্ষেই আছে চেলসি। চেলসির গ্রুপের উল্লেখযোগ্য ম্যাচ ভ্যালেন্সিয়া-বেয়ার লেভারকুসেনের। এই ম্যাচ জিতে গেলে পরের রাউন্ডে যাওয়ার জন্য সুবিধাজনক জায়গায় থাকবে বাঙালি কোচ রবিন দত্তর লেভারকুসেন।
মঙ্গলবারের রাত গুরুত্বপূর্ণ বার্সেলোনা এবং এসি মিলানের জন্যও। গ্রুপ ‘এইচ’-এ দু’দলেরই পয়েন্ট সমান (তিন ম্যাচে সাত)। বার্সা খেলবে চেক প্রজাতন্ত্রের ক্লাব ভিক্টোরিয়া প্লিজেনের বিরুদ্ধে। মিলানের প্রতিপক্ষ বেলারুশের বেট বরিসভ। গোলপার্থক্য বাড়িয়ে নেওয়ার লক্ষ্যেই দু’দল চাইবে বড় ব্যবধানে জয়। গত বারের সেমিফাইনালিস্ট শাখতার দোনেস্ক এ বার তিন ম্যাচ পর ‘জি’ গ্রুপে সবার নীচে। এই গ্রুপে শীর্ষে আছে সাইপ্রাসের আপোয়েল। তার ঠিক পিছনেই একই পয়েন্টে রয়েছে জেনিট এবং পোর্তো। |