টুকরো খবর
আমি নাৎসি নই, বলছেন ফান পার্সি
প্রিমিয়ার লিগে চেলসি-কে ৫-৩ গোলে হারানোর ম্যাচে চেলসি সমর্থকদের নাৎসি স্যালুট করেননি বলে দাবি করছেন আর্সেনাল অধিনায়ক রবিন ফান পার্সি। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে হ্যাটট্রিক করেন তিনি। ইন্টারনেটে গুজব, দ্বিতীয় গোল করার পর চেলসি সমর্থকদের দিকে ফিরে নাৎসি স্যালুট করেন ফান পার্সি। যা নিয়ে ডাচ তারকা টুইট করেছেন, “নিজের কাঁধে হাত দেওয়াটাকে যদি কেউ উচ্ছ্বাসের প্রকাশ ছাড়া অন্য কিছু ভাবে, তা হলে সেটা অত্যন্ত হাস্যকর। আমার পক্ষে অপমানজনকও। ওই সময় গোল করার আনন্দে অন্য কোনও ভাবনা আমার মাথাতেই ছিল না।” শনিবারের হ্যাটট্রিক নিয়ে ইপিএলের শেষ পাঁচটা ম্যাচে ন’টা গোল করলেন ফান পার্সি। “প্রত্যেকটা ম্যাচ খেলতে নামার আগে মনে হয় আমি গোল করতে পারব। আমার কাছে এর চেয়ে ভাল অনুভূতি কিছু হতে পারে না,” টুইট করেছেন ফান পার্সি। নাক ভাঙলেন বালাক: বেয়ার লেভারকুসেন কোচ রবিন দত্তের পুরনো ক্লাব ফ্রেবুর্গ-এর বিরুদ্ধে গোল করলেও নাক ভাঙলেন মাইকেল বালাক। মঙ্গলবার ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন তিনি। শুক্রবারের ম্যাচের দু’মিনিটের মাথায় গোল করেন বালাক। ৬৫ মিনিটে ফ্রেবুর্গের জ্যান রোসেন্থাল-এর সঙ্গে সংঘর্ষে নাক ভাঙে তাঁর। তবে রবিবার কার্বন দিয়ে তৈরি বিশেষ মুখোশ পরে অনুশীলন করেন প্রাক্তন জার্মান অধিনায়ক।

যুবরাজের অ্যাকাডেমি
বীরেন্দ্র সহবাগের পর এ বার যুবরাজ সিংহের ‘স্বপ্নে’র ক্রিকেট অ্যাকাডেমি খুলে গেল। নয়ডায় ইতিমধ্যে ছোট আকারে একটি অ্যাকাডেমি তাঁর থাকলেও এখানেই ‘যুবরাজ সিংহ সেন্টার অব একসেলেন্স’ পুরোদমে চালু হল। “আমি উত্তেজিত, নিজের স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত হতে দেখে,” বলে বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট যুবরাজ যোগ করেছেন, “আমার ক্রিকেট জীবনের সেরা সময় এখনও আসেনি। ভবিষ্যতে আমি টেস্ট প্লেয়ার হিসেবে মানুষের স্মৃতিতে বেঁচে থাকতে চাই।” ক্রীড়ামন্ত্রকের কাছে আপত্তি জানাবে বোর্ড: ক্রীড়া বিলের নয়া খসড়া নিয়ে তাদের আপত্তির কথা খুব তাড়াতাড়ি ক্রীড়ামন্ত্রককে জানিয়ে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের অন্যতম শীর্ষ কর্তা রাজীব শুক্ল আজ বলেছেন, “আমাদের বক্তব্য আমরা ক্রীড়ামন্ত্রককে জানিয়ে দেব। ক্রীড়া বিলের নতুন খসড়ায় কয়েকটা ধারা আছে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।” বোর্ডের বক্তব্য হচ্ছে, এই ক্রীড়া বিল চালু হলে ভারতীয় বোর্ডের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে।

ক্ষমা চাইলেন হ্যামিল্টন
বুদ্ধ সার্কিটে রেসের পর দশ মিনিটের সাক্ষাৎকারে প্রায় এক ডজন বার ম্যাকলারেন টিমের কাছে ক্ষমা চেয়েছেন লুইস হ্যামিল্টন। ফেরারি-র ফেলিপে মাসা-র গাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে সাত নম্বরে রেস শেষ করেন হ্যামিল্টন। পোডিয়াম ফিনিশ-ও হাতছাড়া হয়। এই নিয়ে চলতি মরসুমে ছ’বার সংঘর্ষ হল হ্যামিল্টন-মাসার মধ্যে। ফেরারি এবং ম্যাকলারেন দুটো দল থেকেই তাঁদের দুই চালককে বলা হয়েছে ব্যক্তিগত সমস্যা মিটিয়ে ফেলতে। “আমার দল এবং স্পনসরদের কাছে ক্ষমা চাইছি। ওদের এ ভাবে হতাশ করে খুব খারাপ লাগছে,” বলে হ্যামিল্টন যোগ করেছেন, “আমার ভেতরে হালফিল খুব বেশি নেতিবাচক চিন্তা ঘোরাফেরা করে। পরের রেসের আগে সেটা সামলে ওঠার চেষ্টা করতে হবে।”

হকিতে হেরেই চলেছে ভারত
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় হকি দলের বিপর্যয় চলছেই। পাকিস্তান ম্যাচে মারামারিতে জড়িয়ে পাঁচ ভারতীয় প্লেয়ার সাসপেন্ড হওয়ার পর এ দিন অস্ট্রেলিয়ার কাছে ০-৫ হারল অস্ট্রেলীয় কোচ নবসের ভারত। রিক চার্লসওয়ার্থের ছেলেরা গোটা ম্যাচে ভারতীয়দের মাথা তুলতে দেননি। এ দিকে, ভারতের মাটিতে আগামী বছর লন্ডন অলিম্পিক হকির কোয়ালিফাইং টুর্নামেন্ট হবে কি না তা নিয়ে আইএইচএফ ও হকি ইন্ডিয়া-র মধ্যে ১২ নভেম্বরের বৈঠকে সিদ্ধান্ত হবে।

প্রাক্তন ফিফা রেফারি প্রয়াত
প্রাক্তন ফিফা রেফারি লক্ষ্মীনারায়ণ ঘোষ চলে গেলেন। বয়স হয়েছিল ৮৫। এশিয়ান গেমস, মারডেকা-সহ বহু টুর্নামেন্টে রেফারিং করিয়েছেন তিনি। ছিলেন সি আর এ সচিব। আজ মঙ্গলবার বিকেলে রেফারি সংস্থার তাঁবুতে তাঁর স্মরণ সভা।

স্পোর্টিংয়ের কাছে হার লাজংয়ের
গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে লাজং এফ সি ৩-৪ হেরে গেল স্পোর্টিং ক্লুব গোয়ার কাছে। শুরুতেই ১-০ এগিয়ে গিয়েছিল শিলংয়ের ক্লাবটি। পরে বিরতির আগে ২-১ করে ফেলে লাজং। স্পোর্টিংয়ের ভিক্টোরিনো ফার্নান্ডেজের জোড়া গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। জয়ের গোল করেন জেমস মোগা।

মঙ্গলবারে আই লিগ

প্রয়াগ ইউনাইটেড : চার্চিল (যুবভারতী, বিকাল ৩-৩০)
এয়ার ইন্ডিয়া : সালগাওকর (পুণে)
পুণে এফ সি: চিরাগ ইউনাইটেড কেরল (পুণে)।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.