নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পেন ওর্জি না অ্যালান গাওকাকে প্রথম একাদশে রাখবেন সিদ্ধান্ত নেবেন আজ মঙ্গলবার সকালে অনুশীলনের পর। ট্রেভর মর্গ্যান অবশ্য আশাবাদী পুণেতেই আই লিগে প্রথম জয়ের মুখ দেখবে ইস্টবেঙ্গল। “মুম্বই এফ সি-কে আমি এ বার দেখিনি। তবে আশা করছি বুধবারের ম্যাচটা জিতব। জিততেই হবে।” পুণে থেকে ফোনে বলে দিলেন লাল-হলুদ কোচ।
গত বার যে চাপটা ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচকে নিতে হয়নি এ বার তা নিতে হচ্ছে তাঁকে। ফেড কাপে ব্যর্থতার পর, আই লিগের প্রথম দুটি ম্যাচে জয় নেই (এক ম্যাচের টুর্নামেন্ট সুপার কাপ জয় তেমন গুরুত্ব পাচ্ছে না।) সদস্য-সমর্থকরা নানা রকম প্রশ্ন তুলছেন টিম নিয়ে। এই অবস্থায় খালিদ জামিলের টিমের বিরুদ্ধে বুধবারের ম্যাচ জিততে মরিয়া মর্গ্যান। সে জন্যই সোমবার দুপুরে পুণেতে পৌঁছেই বিকেলে অনুশীলনে নেমে পড়লেন তিনি। নয় জন করে ফুটবলার নিয়ে দু’ভাগে ভাগ করে এমনভাবে খেলালেন যাতে প্রথম একাদশ বোঝার উপায় নেই। বললেন, “কাদের প্রথম একাদশে রাখব তা ঠিক করব মঙ্গলবার অনুশীলনের পর।”
মর্গ্যানের নানা সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও ক্লাব কর্তারা আপাতত এ সব নিয়ে ভাবছেন না। তাঁকে কোনও শর্ত দেওয়ার কথা অস্বীকার করে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বললেন, “আমরা কোচকে কোনও রকম শর্ত দিচ্ছি না। কেউ ব্যক্তিগত স্বার্থে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ সব রটাচ্ছে। এ গুলো বাজে কথা। আই লিগের শুরুটা ভাল হয়নি। পুরো বিষয়ের উপর নজর রাখছি। টিমের উন্নতির জন্য প্রয়োজন হলে কোচের সঙ্গে আলোচনায় বসব।”
মর্গ্যান তিন পয়েন্টের জন্য ঝাঁপালেও বুধবার ডেম্পোর বিরুদ্ধে এক পয়েন্টের ভাবনা ঘুরছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের মাথায়। সুব্রত ভট্টাচার্য ঘনিষ্ঠ মহলে যাই বলুন, মিডিয়ার কাছে এ ব্যাপারে ধোঁয়াশা রাখছেন। মারগাওয়ে ফোনে ধরা হলে মোহন-টিডি বললেন, “মাঠে নেমে পরিস্থিতি বুঝে স্ট্র্যাটেজি ঠিক করব।” র্যান্টি মার্টিন্সের ডেম্পো যথেষ্ট শক্তিশালী দল। দীর্ঘ দিন আর্মান্দো কোলাসোর টিম একসঙ্গে খেলছে। সে জন্যই ওডাফা-ব্যারেটোহীন টিমকে কীভাবে সামলাবেন তাই নিয়ে রাতের ঘুম ছুটেছে সুব্রতর। বললেন, “এক স্ট্রাইকারে যাওয়ার প্রশ্ন নেই। সুনীল-অসীমকে দিয়ে শুরু করব ভাবছি।” পাশাপাশি তাঁর মন্তব্য, “রক্ষণটাও একটু সাজাতে হবে। মাঝমাঠে রাকেশ মাসিকে ডিফেন্সিভ স্ক্রিন রাখতে পারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেব কাল অনুশীলনের পর।”
এ দিন বিকেলে মারগাও পৌঁছেই হোটেলের ছাদে রহিম নবি-অসীম বিশ্বাসদের নিয়ে হাল্কা অনুশীলন করান সুব্রত। ক্লাব সূত্রের খবর, মারগাও না গেলেও ব্যারেটোকে পুণে পাঠানো হতে পারে। যদি খেলতে পারেন। এ দিকে দলে সুযোগ না পেয়ে ছুটি নিয়ে এন পি প্রদীপ চলে গেলেন কেরলে। নিজের বাড়িতে। সুব্রত অবশ্য বললেন, “ওর বাচ্চার অসুখ। তাই ছুটি দিয়েছি।”
অস্ট্রেলিয়ান ডিফেন্ডার সাইমন স্টোরিকে ছেড়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত পাল্টাচ্ছে মোহনবাগান। তাঁকে যখন এত দিন রাখাই হয়েছে, তা হলে প্র্যাক্টিসে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ভাল বলে মনে করছেন কর্তারা। এখানে যে সব অস্ট্রেলিয়ান নজরে কাড়ছেন, সবার থেকে ভাল ইতিহাস সাইমনের। তবে তাঁর পাশাপাশি আরও এশীয় ডিফেন্ডার আনার কথা হচ্ছে। |