ম্যাঞ্চেস্টার সিটি এখন প্রিমিয়ার লিগের নতুন শেরিফ।
দু’বছরের মধ্যে ওদের ইতালীয় কোচ রবের্তো মানচিনি দলের মধ্যে আত্মবিশ্বাস ফেরত এনে দিয়েছে। এর সঙ্গে ক্লাবের মালিক শেখ মনসুর প্রচুর টাকা খরচ করে বিশ্ব ফুটবল বাজার থেকে সেরা প্লেয়ারদের কিনেছে। তা সত্ত্বেও অবশ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তাদের একই শহরের নীল প্রতিদ্বন্দ্বী সিটি-র কাছে ১-৬ গোলে চুরমার হওয়ার মতো অপ্রত্যাশিত ঘটনা এ বারের ইংলিশ প্রিমিয়ার লিগকে পুরো নাড়িয়ে দিয়েছে। স্যর অ্যালেক্স ফার্গুসন এই হারকে ম্যান ইউয়ের ইতিহাসে জঘন্যতম এবং নিজের কেরিয়ারেরও কুৎসিততম বলেছেন। যদিও স্যর অ্যালেক্সের জন্য এটা হয়তো ভবিতব্য ছিল। কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ৮ কোটি ইউরোয় বিক্রি করার পর থেকে ফার্গুসন অল্প দামী এবং ম্যান ইউয়ের ঘরে তৈরি ফুটবলার নিয়ে তাঁর সেই ‘ম্যাজিক’ সে ভাবে দেখাতে পারছেন না।
বিশাল অর্থ আর খুব ভাল কোচিং স্কিলের মিশ্রণ যে দারুণ জয় এনে দেয়, সেটা বালোতেল্লি, জেকো, দাভিদ সিলভা, আগেরো-রা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে বিধ্বস্ত করে প্রমাণ করে দিয়েছে। চিচারিতো-কে (হেভিয়ার হার্নান্দেজ) দলে নেওয়াটাই যদি ম্যান ইউয়ের পক্ষে এ মরসুমে একমাত্র বলার মতো ব্যাপার হয়ে থাকে, তা হলেই বুঝতে পারবেন, কেন এ বছর ম্যাঞ্চেস্টার সিটি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবে! এবং ভবিষ্যতে আরও অনেক বার খেতাব জিতবে! আর যদি খেতাব ধরে রাখার জন্য রুনি-ফার্দিনান্দ-ভিদিচ-গিগসের মতো প্রবীণ ফুটবলারদের ঘাম আর রক্তের শেষ বিন্দু ফার্গুসন নিংড়ে বার করতে যান, তা হলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড লিগের দৌড় থেকে আরও দূরে সরে যাবে।
দুর্ধর্ষ সব ফুটবলারে ম্যাঞ্চেস্টার সিটি ভরার পিছনে যদি মোটা অর্থ অন্যতম কারণ হয়ে থাকে, তা হলে সেই একই ভাবে প্রভাবিত ফরাসি লিগে কাতারের মালিকের টিম পিএসজি। ১৭ বছরে এই প্রথম চ্যাম্পিয়নশিপের দৌড়ে ক্লাবটি প্রথম সারিতে রয়েছে।
লা লিগায় গুয়ার্দিওলার থেকে মোরিনহোকে ভাল জায়গায় দেখাচ্ছে। রোনাল্ডো দুর্দান্ত স্কোরিং ফর্মে রয়েছে। নিয়মিত গোল করছে। সঙ্গে মেসুট ওজিল, ইগুয়াইন এবং বেঞ্জিমা পয়েন্ট তালিকায় রিয়ালকে এখনও বার্সার আগে রেখেছে। তার চেয়েও আমার কাছে গুরুত্বপূর্ণ, বহু দিন পরে বার্সা-কে এই প্রথম সুরক্ষিত দেখাচ্ছে না। ইনিয়েস্তা, জাভি, দাভিদ ভিয়া এমনকী মেসি-ও লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং নিজেদের দেশের হয়ে খেলার জন্য অসংখ্য কিলোমিটার ঘুরে চলেছে। রিয়ালকে সে জায়গায় এ মরসুমে অনেক বেশি তাজা আর ক্ষুধার্ত দেখাচ্ছে।
ফুটবল মাঠে খিদে অনেক কিছু ঘটিয়ে দিতে পারে। কিন্তু এর পাশে ম্যাঞ্চেস্টার সিটি দেখিয়ে দিয়েছে অর্থ-ও ফুটবলে অনেক কিছু ঘটাতে পারে। |