নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিঙ্গুর আইন নিয়ে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে সোমবার কলকাতা হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে মামলা নথিভুক্ত করল টাটা মোটরস। আজ, মঙ্গলবার বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি শুরু হতে পারে।
পুজোর ছুটির পরে এ দিন থেকে হাইকোর্টের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ছুটির মধ্যে কয়েক জন আইনজীবীর মৃত্যু হওয়ায় তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানাতে আইনজীবীরা এ দিন মামলা লড়েননি। ফলে এ দিন কোনও এজলাসেই কোনও শুনানি হয়নি। এর মধ্যে বেলা দু’টোয় সিঙ্গুর মামলার রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করে টাটা মোটরস। বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে এই মামলার শুনানির জন্য আবেদন জানানো হয়। ডিভিশন বেঞ্চ আপিল মামলাটিকে বিচারের তালিকায় নথিভুক্ত করাতে বলে। সেই মতো এ দিনই মামলাটি নথিভুক্ত করা হয়।
ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিঙ্গুর আইন তৈরি করে সিঙ্গুরের জমি খাস করে নেয়। ওই আইনকে অবৈধ ও অসাংবিধানিক বলে অভিযোগ করে আইনটি বাতিল করার দাবি নিয়ে হাইকোর্টে আবেদন করেছিল টাটা মোটরস। টাটাদের আর্জি খারিজ করে সিঙ্গুর আইনকে বৈধ ও সাংবিধানিক বলে গত ২৮ সেপ্টেম্বর রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।
ওই রায়ে বিচারপতি মুখোপাধ্যায় স্পষ্ট করে দেন, রাজ্যের কাছ থেকে ক্ষতিপূরণ পাবে টাটারা। কী ভাবে ক্ষতিপূরণ, সেই পদ্ধতি হাইকোর্টই ঠিক করে দেবে। একই সঙ্গে তাঁর রায় ২ নভেম্বর পর্যন্ত কার্যকর করা যাবে না বলে টাটা মোটরস-কে উচ্চতর আদালতে আবেদনের সময়ও দিয়েছিলেন বিচারপতি মুখোপাধ্যায়। সেই মতো সোমবার ডিভিশন বেঞ্চে আবেদন করল টাটা মোটরস। |