তৃণমূল নেতাকে হুমকির অভিযোগ |
ফোনে তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন গুসকরার তৃণমূল নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়। গুসকরা ফাঁড়িতে তিনি জানিয়েছেন, রবিবার রাত থেকে তাঁর মোবাইলে অনবরত হুমকি ফোন আসছে। প্রসঙ্গত, দল থেকে বহিষ্কৃত গুসকরার পুরপ্রধান চঞ্চল গড়াইয়ের পদত্যাগের দাবিতে রবিবারই মিছিল করে তৃণমূল। সেই মিছিলে ছিলেন নিত্যানন্দবাবু। তার পর থেকেই এই হুমকি বলে অভিযোগ। নিত্যানন্দবাবু বলেন, “চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত জেলা পুলিশের তরফে আমাকে নিরাপত্তারক্ষী দেওয়া হলেও বিধানসভা ভোটের আগে তা প্রত্যাহার করে নেওয়া হয়। নতুন আবেদন জানিয়েছি।” জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ওঁকে নিরাপত্তারক্ষী দেওয়ার দরকার আছে কি না, তা দেখা হচ্ছে।” চঞ্চলবাবু বলেন, “আমার কিছু জানা নেই।”
|
রাস্তার কাজ নিয়ে বিক্ষোভ দাঁইহাটে |
নিম্নমানের সামগ্রী দিয়ে কংক্রিটের রাস্তা তৈরির অভিযোগে বিক্ষোভ দেখালেন দাঁইহাটের শবশিবতলার বাসিন্দারা। এর জেরে সোমবার কাজ করেননি ঠিকাদার। এলাকার বাসিন্দারা জানান, দাঁইহাট পুরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী শবশিবতলায় রাস্তা পিচের পরিবর্তে কংক্রিটের করার পরিকল্পনা নিয়েছেন পুর কর্তৃপক্ষ। পুরসভা সূত্রে জানা যায়, এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা। বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। এ নিয়ে রবিবারই তাঁরা বিক্ষোভ দেখান। কাজও বন্ধ করে দেওয়া হয়। সোমবার সকালে এলাকায় যান পুরপ্রধান সন্তোষ দাস। বাসিন্দারা পুরপ্রধানকে জানান, নিম্নমানের জিনিস দিয়ে রাস্তা তৈরি করা হলে তাঁরা বাধা দেবেন। এলাকার বাসিন্দা ঝন্টু মুখোপাধ্যায়, ভোলা হাজরাদের দাবি, “পুরসভার নিয়ম অনুযায়ী রাস্তা তৈরি করতে হবে।” পুরপ্রধান জানান, সোমবার রাস্তা তৈরির কাজ হয়নি। তিনি বলেন, “রাস্তার কাজ ভালই হচ্ছে। এলাকাবাসী ও ঠিকাদারের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। কাজ শুরু হবে।”
|
বোমা ফেটে মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার বিকেলে কেতুগ্রামের রাজুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম রাজু শেখ (২০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে রাজুর গ্রামে মাঠে বসে বোমা বাঁধার সময়ে তা ফেটে জখম হন ওই যুবক। জখমকে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে জানানো হয়। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বধূর। মৃতা সুজাতা বন্দ্যোপাধ্যায়ের (৩০) বাড়ি মেমারি থানার মণ্ডলগ্রামে। শনিবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিকেলে বর্ধমান-হাওড়া মেন লাইনের নিমো স্টেশনের কাছে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। সোমবার তাঁর আত্মীয়েরা দেহটি শনাক্ত করেন। |