বহিষ্কৃত প্রাক্তন বিধায়ক ফজলে হককে পাশে বসিয়ে কোচবিহার ১ নম্বর ওয়ার্ড কমিটির কার্যালয় চালু করলেন আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায়। রবিবার কোচবিহার শহরের হাউজিং রোডে ওই ওয়ার্ড কমিটির অফিসের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে ছিলেন জলপাইগুড়ির আর এক কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মাও।
|
বাড়ির পাশের গাছে সরকারি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার দক্ষিণ হাটখোলায়। মৃতের নাম প্রদ্যোৎ পাল মজুমদার (৫৪)। ভারতীয় খাদ্য নিগমের করণিক পদে কর্মরত প্রদ্যোৎবাবু সম্প্রতি বুনিয়াদপুর থেকে শিলিগুড়ি অফিসে বদলি হন। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
|
ভরদুপুরে হাতে বোমা নিয়ে ফাটিয়ে দেব বলে বারবার হুমকি দিচ্ছিলেন এক মদ্যপ। একসময় রাস্তার পাশেই বোমাটি ফাটিয়েই দেয় সে। বোমা ফাটানোর পর আতঙ্কিত বাসিন্দাদের হুঁশ ফেরার আগে আবার বোমা ফাটানোর হুমকি দিয়ে উধাও হন ওই ব্যক্তি। মালদহের চাঁচলের নেতাজি মোড়ে রবিবার ভরদুপুরের ওই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
|
এ বছরের দিনহাটা মহামায়াপাট ব্যায়াম বিদ্যালয় আয়োজিত দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় ‘মিস্টার দিনহাটা’ খেতাব জিতলেন অয়ন দত্ত। পেশায় প্রাথমিক শিক্ষক অয়ন তিন বছরের ধরে দেহচর্চা করছেন। ৪৮ জন প্রতিযোগীর মধ্যে ২০১১ সালের ‘মিস্টার দিনহাটা’ হন তিনি। পাওয়ার লিফটিং এবং ‘স্ট্রংম্যান অফ দিনহাটা’ ও ওয়েট লিফিটিংয়ে ‘স্ট্রংম্যান অব কোচবিহার’ দুটি খেতাবই জেতেন বিষ্ণুপদ বর্মন।
|
৯ মাস ধরে বার্ধক্য ভাতা না পেয়ে ক্ষুব্ধ দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের ধলপাড়া অঞ্চলের বৃদ্ধ-বৃদ্ধারা। রাস্তায় নেমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আজ, সোমবার তাঁরা ত্রিমোহিনী এলাকায় হিলি-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধে সামিল হবেন বলে জানা গিয়েছে। |