বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে নিউ জলপাইগুড়ির সূর্য সেন কলোনিতে। রবিবার সকালে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম মানিক সরকার (৩৯)। এদিন ভোরে বিষক্রিয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার এলাকার একাংশ বাসিন্দা এক গৃহবধূকে মারধর করে বলে অভিযোগ। মানিকবাবুর স্ত্রী মনিকা দেবী পুলিশের কাছে অভিযোগ করেছেন, ভক্তিনগরের এক গৃহবধূর সঙ্গে মানিকবাবুকর সম্পর্ক ছিল। তা নিয়ে অশান্তির জেরে বিষ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূরবী সেন বলেন, “ওই ব্যক্তির মৃত্যুর পর এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্কের কথা উঠে আসে। তা নিয়ে সামান্য উত্তেজনা হয়। বর্তমানে পরিস্থিতি ঠিক রয়েছে।” পুলিশ ঘটনার তদন্ত করছে।
|
রবিবার সকালে অজ্ঞাত পরিচয় গৃহবধূর মুখ বিকৃত করা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ডুয়ার্সের শামুকতলা থানার উত্তর মহাকালগুড়ি গ্রামে ঘটনাটি ঘটে। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ দিন তপন দেবনাথ নামে এক কৃষক খেত মজুরদের সঙ্গে নিয়ে ধান কাটতে গিয়ে মৃতদেহটি দেখতে পান। তপনবাবুর চিৎকারে গ্রামবাসীরা ছুটে যান। থানায় গেলে ওসি প্রবীণ প্রধান ঘটনাস্থলে যান। তিনি বলেন, “মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, বধূকে ধর্ষণ করার পর খুন করা হয়েছে। ধর্ষণকারী গৃহবধূর পরিচিতি হওয়ায় প্রমাণ লোপাটের জন্য খুন করা হয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে।” তপনবাবু বলেন, “এমন ঘটনা ঘটতে পারে আমার কল্পনার বাইরে ছিল।”
|
রাজবংশী ক্ষত্রীয় সমিতির জেলা কমিটি পুনর্গঠন করা হল। রবিবার শিবমন্দিরে বি-এড কলেজে অনুষ্ঠিত ১৯ জনের এই কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে পরিতোষ রায় ও সুশীল রায়। কোষাধ্যক্ষ হয়েছেন হরিদাস রায়।
|
রবিবার দুপুরে বাহাদুর ঠুচাপাকড়ি উচ্চবিদ্যালয়ে শিক্ষক নেতা মুজিবর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়। ৫ অক্টোবর জনপ্রিয় শিক্ষক মুজিবর রহমানের মৃত্যু হয়। বাম সংগঠনে যুক্ত মুজিবরবাবুর স্মরণসভায় সব দলের প্রতিনিধিরা ছিলেন।
|
চারপাশে স্বচ্ছল বাসিন্দাদের বসবাস। সেখানেই গত শুক্রবার থেকে অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়েছিলেন এক ব্যক্তি। খবর পেয়ে রবিবার সেখানে যান তৃণমূলের আইনজীবী সেলের কর্মীরা। অ্যাম্বুল্যান্সে ওই ব্যক্তিকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়। |