ভূমিক্ষয় ধ্বংসলীলার হাজারো ছাপ এখনও বর্তমান, মাটি নিয়ে কালোবাজারি করা কিছু ব্যক্তির সৌজন্যে। দিঘির উত্তর দিকে ব্রিটিশ আমলের নীলকুঠির কিছু নিদর্শন এখনও ছড়িয়ে-ছিটিয়ে আছে। কথিত আছে যে, এই নীলকুঠির সঙ্গে মালদহের মদনাবতী নীলকুঠির যোগাযোগ ছিল। নীলকুঠির অনেকটা জায়গা এখন ইদ্গাহে পরিণত। কিন্তু এখনও মহীপাল দিঘির পাড়ে গেলে নাম-না-জানা অনেক গাছ-গাছালি দেখা যায়, নাকে ভেসে আসে হরেক বনফুলের সুবাস। শীতকালে দিঘি-ভরা অসংখ্য পদ্মফুলের শোভা থেকে সত্যি চোখ-কান বন্ধ করে থাকা যায় না। অথচ এই রকম ঐতিহাসিক প্রেক্ষাপট ও প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন বরাবরই অবহেলিত। সরকার উদ্যোগী হলেই একটা উদ্যান তো গড়ে তোলা যেতে পারে। মহীপাল দিঘির তিন কিলোমিটার উত্তরে আয়রা পিকনিক গার্ডেন ও পূর্ব দিকে পাঁচ কিলোমিটার দূরে চান্দোইল ফরেস্ট বর্তমান। মহীপাল দিঘির বসতি যা আছে, তাকে আর না বাড়তে দিয়ে নীলকুঠিকে সঙ্গী করে আয়রা পিকনিক গার্ডেন ও চান্দোইল ফরেস্টের সহযোগী হিসেবে একটা ঐতিহাসিক পর্যটন কেন্দ্র গড়ে তুললে ভাল বই মন্দ হয় না। আশা করি, সরকার ও পুরাতত্ত্ব বিভাগ তাদের সুনজর হতে আমাদের ও বহিরাগত পর্যটকদের আর বঞ্চিত করবে না।
বিপ্লবকুমার রায়।
মালিগাঁও, দক্ষিণ দিনাজপুর
|
দিলীপ ভট্টাচার্যের ‘ডুয়ার্সের সমস্যার দিকে তাকান’ (১-৮) নামাঙ্কিত পত্রের পরিপ্রেক্ষিতে জানাই, শ্রীভট্টাচার্য উল্লেখ করেছেন যে, মালবাজার মহকুমা শহরে কোনও রেজিস্ট্রি অফিস নেই। কিন্তু গত ৬-৬-’১১ তারিখে মালবাজার পৌরসভাস্থিত ১৫ নং ওয়ার্ডে আনন্দপল্লি (পানোয়ার বস্তি)-তে জেলা অবর নিবন্ধকের করণ (অফিস অব দ্য এডিএসআর মাল) স্থাপিত হয়েছে। উক্ত অফিস উদ্বোধন করেন মাননীয় ডি টি শেরপা, আই এ এস, অতিরিক্ত জেলা সমাহর্তা (সাধারণ)।
গিরিজাশঙ্কর পণ্ডিত।
জেলা নিবন্ধক, জলপাইগুড়ি
|
কুশমণ্ডি বি এস এন এল অফিসের পেছনের পাড়ার রাস্তাটি বহুদিন ধরে সংস্কার হয় না। ন্যূনতম নিকাশি ব্যবস্থা না থাকায় বর্ষায় বিভিন্ন জায়গার নোংরা জল এর ওপর দিয়ে বয়ে যাওয়ায় রাস্তাটি নরককুণ্ড হয়ে দাঁড়ায়। এলাকার অধিবাসীরা দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে এলেও কোনও কাজ হয়নি। পঁয়ত্রিশ বছরে মাত্র এক বার পঞ্চায়েত রাস্তার পাশের একটি পুকুরের পাড় বাঁধানো ও কিছুটা রাবিশ ফেলেছিল। ব্যস্, ওটুকুই।
দেবাশিস গোপ।
কুশমণ্ডি, দক্ষিণ দিনাজপুর
|
এই বিভাগে চিঠি পাঠান
সম্পূর্ণ নাম ও ঠিকানা উল্লেখ করে। ‘উত্তরের চিঠি’
এ বি পি প্রাঃ লিঃ,
১৩৬/৮৯ চার্চ রোড,
শিলিগুড়ি ৭৩৪৪০১ |
|