|
|
|
|
আলিমুদ্দিনে অনুপস্থিত লক্ষ্মণ শেঠ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে যোগ দিতে আলিমুদ্দিনে এলেন না দলের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ।
লক্ষ্মণবাবুর প্রতিষ্ঠিত বেসরকারি মেডিক্যাল কলেজ নিয়ে সম্প্রতি যে বিতর্ক দেখা দিয়েছে, তাতে সিপিএম নেতৃত্বের একটা বড় অংশ তাঁর উপরে ক্ষুব্ধ। সেই কারণে রবিবার দলের রাজ্য কমিটির বৈঠকে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হতে পারেএই আশঙ্কাতেই লক্ষ্মণবাবু তাতে যোগ দিতে আসেননি বলে সিপিএমের একাংশ মনে করছে। অতীতে নন্দীগ্রামের ঘটনা কিংবা লোকসভা-বিধানসভা ভোটে বিপর্যয়ের পরেও লক্ষ্মণবাবু রাজ্য কমিটির বৈঠকে যোগ দিয়েছেন। দলের নেতাদের সমালোচনাও শুনেছেন। সে দিক থেকে এ বার তাঁর বৈঠকে যোগ না দেওয়া অত্যন্ত ‘তাৎপর্যপূর্ণ’।
লক্ষ্মণবাবু কেন রাজ্য কমিটির বৈঠকে এলেন না, তা নিয়ে প্রকাশ্যে অবশ্য কেউ কোনও মন্তব্য করতে চাননি। মোবাইল ফোন বন্ধ করে রাখায় লক্ষ্মণবাবুর সঙ্গে যোগাযোগ করা যায়নি। সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর এক বর্ষীয়ান সদস্য জানান, মেডিক্যাল কলেজ নিয়ে আইনি পরামর্শ নিতে ব্যস্ত থাকার কারণেই লক্ষ্মণবাবু এ দিন বৈঠকে যোগ দিতে পারেননি। ওই নেতা জানান, আইনি পরামর্শ নিতে রবিবার লক্ষ্মণবাবু রাজ্যের বাইরে ছিলেন। সে কারণেই রাজ্য কমিটির বৈঠকে আসতে পারেননি।
তবে লক্ষ্মণবাবুর ঘনিষ্ঠ এক নেতা বলেন, সিপিএমের রাজ্য নেতৃত্বের আগ্রহ ও সম্মতিতেই লক্ষ্মণবাবু হলদিয়ায় বেসরকারি মেডিক্যাল কলেজ তৈরির ব্যাপারে এগিয়েছিলেন। এখন মেডিক্যাল কাউন্সিল, রাজ্য সরকার এবং তৃণমূল নেতৃত্বের ‘চাপে’ প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র তো বটেই, সিপিএমের রাজ্য নেতৃত্বও বিষয়টি থেকে ‘হাত তুলে’ নিয়েছেন। এ ঘটনায় লক্ষ্মণবাবু ক্ষুব্ধ। তাই তিনি বৈঠক কার্যত ‘বয়কট’ করেছেন। |
|
|
|
|
|