বধূ-হত্যার অভিযোগ কাশীপুরে |
স্ত্রীকে খুন করার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অবনী মণ্ডল। বাড়ি কাশীপুর থানার ধনজোড় গ্রামে। শনিবার তাঁকে গ্রেফতার করে রঘুনাথপুর আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাঁকে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ধানজোড় গ্রামের বাড়ি থেকে অবনীবাবুর স্ত্রী সবিতাদেবীর (৩২) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অবনীবাবুর দাবি, “মানসিক অবসাদের জেরে স্ত্রী আত্মহত্যা করেছে।” কিন্তু সবিতাদেবীর বাবা কার্তিক মণ্ডল পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর মেয়েকে খুন করে বিষয়টিকে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করছেন শ্বশুরবাড়ির লোকেরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আট বছর আগে বাঁকুড়ার ছাতনা থানার বাসিন্দা সবিতাদেবীর সঙ্গে বিয়ে হয় অবনী মণ্ডলের। কার্তিকবাবুর অভিযোগ, “বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের জন্য মেয়ের উপরে অত্যাচার করত তার শ্বশুরবাড়ির লোকজন। জামাই এবং তার দাদা-বৌদির বিরুদ্ধে অভিযোগ হয়েছে।” পুলিশ জানায়, বাকি দুই অভিযুক্ত পলাতক। দেহটি ময়না-তদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
|
পরিত্যক্ত কয়লা খাদান থেকে উদ্ধার হল নিখোঁজ এক তরুণীর দেহ। মৃতার নাম বন্দনা বাউরি (২০)। শনিবার ঘটনাটি ঘটেছে নিতুড়িয়া থানা এলাকায়। মৃতার বাড়ি ওই থানার নডিহা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিল বন্দনা। মৃতার ভাই সঞ্জিত বাউরি বলেন, “ওই দিন মায়ের সঙ্গে দিদির কিছু বিষয় নিয়ে বিবাদ হয়েছিল। তার পরেই বাড়ি থেকে বেরিয়েছিল সে।” শনিবার গ্রামের কয়েকজন বন্দনার দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ জানায়, দেহে পচন ধরে যাওয়ায় প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। দেহটি ময়না-তদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
|
হাসপাতাল চত্বরে যাত্রীনিবাসের বাইরে এক অজ্ঞাতপরিচয় প্রতিবন্ধীর দেহ মিলল। শনিবার সকালে বাঁকুড়া মেডিক্যাল কলেজের ঘটনা। পরে পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, প্রায় ৩৫ বছরের ওই যুবকের ডান পা কাটা। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। |